বিষয়বস্তুতে চলুন

শ্রীকান্ত বোল্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীকান্ত বোল্লা
জন্ম (1991-07-07) ৭ জুলাই ১৯৯১ (বয়স ৩৩)
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি
পেশাশিল্পপতি
পরিচিতির কারণবোল্লান্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা
দাম্পত্য সঙ্গীবীরা স্বাতী (বি. ২০২২)

শ্রীকান্ত বোল্লা (জন্ম: ৭ জুলাই ১৯৯১) একজন ভারতীয় শিল্পপতি এবং বোল্লান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট সায়েন্সে প্রথম আন্তর্জাতিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

শ্রীকান্ত বোল্লা ১৯৯১ সালের ৭ জুলাই অন্ধ্রপ্রদেশের মসুলিপত্তনমের সীতারামাপুরমে একটি তেলুগুভাষী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা-মা ছিলেন চাচাতো ভাই এবং অশিক্ষিত।[] প্রথম সন্তান হিসেবে জন্ম নেওয়ায় জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন তিনি। বোল্লার পরিবার মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল।[] তার শৈশব ছিল সংগ্রামে পরিপূর্ণ; বিদ্যুৎ ছিল না, শিক্ষা ছিল বিলাসিতা, এবং তার পরিবারের আয় বেঁচে থাকার জন্য প্রয়োজনের তুলনায় কম ছিল।

২০১২ সালে, বোল্লা তার ব্যবসায়িক অংশীদার রবি মান্থার সাথে বোল্লান্ট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন।

প্রায় ১০ বছর প্রেম করার পর ২০২২ সালে বীরা স্বাতীকে বিয়ে করেন তিনি। ২০২৪ সালে এই দম্পতির একটি কন্যা সন্তান হয়, যার নাম তারা রাখেন নয়না, যার অর্থ চোখ।[]

স্কুলে বোল্লা বিজ্ঞান নিয়ে পড়তে চেয়েছিলেন কিন্তু দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে তিনি তা করতে পারেননি। বোল্লা আদালতে মামলা দায়ের করেছিলেন এবং ছয় মাস অপেক্ষা করার পরে তাকে নিজের ঝুঁকিতে বিজ্ঞান অনুসরণ করার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি তার দ্বাদশ বোর্ড পরীক্ষায় 98% নিয়ে তার ক্লাসে প্রথম হয়েছিলেন। স্নাতক হওয়ার পরে, বোল্লাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে অস্বীকার করা হয়েছিল। অন্ধত্বের কারণে তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি ২০০৫ সাল থেকে একজন যুব নেতা এবং লিড ইন্ডিয়া ২০২০: দ্বিতীয় জাতীয় যুব আন্দোলনের সদস্য হয়েছিলেন।[]  ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালামের দ্বারা শুরু করা লিড ইন্ডিয়া ২০২০[] দারিদ্র্য, নিরক্ষরতা এবং বেকারত্ব দূরীকরণের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি হওয়ার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করছে।[]

কর্মজীবন

[সম্পাদনা]

বোল্লা ২০১১ সালে একাধিক প্রতিবন্ধী শিশুদের জন্য সামানভাই সেন্টারের সহ-প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি একটি ব্রেইল প্রিন্টিং প্রেস শুরু করেছিলেন,[] অর্থনৈতিকভাবে স্বাধীন এবং স্ব-টেকসই জীবনের জন্য একাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষামূলক, বৃত্তিমূলক, আর্থিক এবং পুনর্বাসন পরিষেবা সরবরাহ করেছিলেন।[]

২০১২ সালে, বোল্লা সহ-প্রতিষ্ঠাতা রবি মান্থার সাথে বোলান্ট ইন্ডাস্ট্রিজ শুরু করেছিলেন।[] বোল্লান্ট ইন্ডাস্ট্রিজ সুপারি ভিত্তিক পণ্য তৈরি করে এবং রতন টাটার অর্থায়নে কয়েকশ প্রতিবন্ধী ব্যক্তিকে কর্মসংস্থান প্রদান করে।[] কর্মসংস্থান, অর্থনীতি এবং পরিবেশের সংমিশ্রণকে সম্বোধন করে - বোল্লান্ট পৌরসভার বর্জ্য বা ময়লা কাগজ থেকে পরিবেশ বান্ধব পুনর্ব্যবহৃত ক্রাফ্ট কাগজ উত্পাদন করে, পুনর্ব্যবহৃত কাগজ থেকে প্যাকেজিং পণ্য, প্রাকৃতিক পাতা এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে নিষ্পত্তিযোগ্য পণ্য এবং বর্জ্য প্লাস্টিককে ব্যবহারযোগ্য পণ্যগুলোতে পুনর্ব্যবহার করে।[] বোল্লান্ট ব্যতিক্রমী বৃদ্ধি দেখিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে মাসে গড়ে ২০% এবং ২০১৮ সালে ₹১৫০ কোটি টাকার টার্নওভার।[১০]

শ্রীকান্ত ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত সার্জ ইমপ্যাক্ট ফাউন্ডেশনের পরিচালক।[১১] সংস্থাটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ভারতের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম করা।[১২]

২০১৭ সালের এপ্রিলে, ফোর্বস ম্যাগাজিন পুরো এশিয়া জুড়ে ৩০ বছরের কম বয়সী ৩০ জনের তালিকায় বোল্লার নাম রেখেছিল, সেই তালিকায় মাত্র তিনজন ভারতীয়ের মধ্যে একজন।[১৩]

জনপ্রিয় সংস্কৃতিতে

[সম্পাদনা]

২০২২ সালে, শ্রীকান্ত বোল্লার প্রধান চরিত্রে অভিনেতা রাজকুমার রাও অভিনীত একটি বায়োপিক চলচ্চিত্র শ্রীকান্ত ঘোষণা করা হয়েছিল।[১৪] ছবির ট্রেলারটি ২০২৪ সালের ৯ এপ্রিল প্রকাশিত হয়েছিল।[১৫] ট্রেলার লঞ্চের সময় শ্রীকান্ত স্মরণ করেছিলেন যে কীভাবে টি-সিরিজের ক্যাসেটগুলো তাকে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করতে সহায়তা করেছিল।[১৬] অক্ষয় তৃতীয়া উপলক্ষে ২০২৪ সালের ১০ মে ছবিটি মুক্তি পায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Srikanth Bolla '13 proves that anyone can learn how to swim"। MIT News। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  2. "Srikanth Bolla: First overseas blind student at MIT, entrepreneur who employs the disabled, and subject of a new bollywood film"। ১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২৪ 
  3. Kumar, V Rishi (১৫ ফেব্রুয়ারি ২০১৬)। "Bollant Industries now gets Ratan Tata's backing"The Hindu Business Line। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬ 
  4. "After Being Rejected By IIT, This Blind Man Went On To Become The CEO Of A Company Worth Crores"www.mensxp.com (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৮। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. "Lead India"leadindia2020.org। ৫ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. Kumar, V. Rishi (১৬ মার্চ ২০১৮)। "A catalyst for change"@businessline (ইংরেজি ভাষায়)। ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯ 
  7. "World was blind to see tech entrepreneur Srikanth Bolla's vision, but he had other ideas"dna (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০১৮। ২২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯ 
  8. "Srikanth Bolla: First Overseas Blind Student At MIT, Entrepreneur Who Employs The Disabled, And Subject Of A New Bollywood Film"Forbes India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১১ 
  9. "Refused by IIT, This Blind Man Went on to Become an MIT Grad and CEO of a Rs 50 Crore Company"The Better India (ইংরেজি ভাষায়)। ৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  10. "He winked at the world when it failed to see his vision - Times of India"The Times of India। ৪ আগস্ট ২০১৮। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯ 
  11. "Surge Impact I About us"Surge Impact (ইংরেজি ভাষায়)। ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  12. "Surge Impact - Accelerating social impact in India"Surge Impact (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  13. "Srikanth Bolla"Forbes (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 
  14. "Production begins for Rajkummar Rao's next film 'Sri', a biopic on Srikanth Bolla"The Economic Times। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-২১ 
  15. "'Srikanth' trailer: Patralekhaa lauds hubby Rajkummar Rao's hard work and talks about his journey for the movie" 
  16. "Srikanth Trailer Launch: Srikanth Bolla gets emotional as he recalls how late Gulshan Kumar helped him in completing his education"The Economic Times। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২৪