আখন্দ
অবয়ব
আখন্দ (এছাড়াও আখুন্দ, আকন বা আকন্দ বানান) কিছু বাঙ্গালীদের খান্দানী নাম হিসেবে এস্তেমাল করা হয়। যদিও এটি একজন ইসলামী আলেমে দ্বীনকে বোঝায়, এটা কখনও কখনও খান্দানী নাম হিসাবে বংশগতভাবে এস্তেমাল করা হয়।
নামজাদা আশখাস
[সম্পাদনা]- মুস্তাফা নূরউল ইসলাম আখন্দ (১৯২৭-২০১৮), ভাষাসৈনিক ও জাতীয় অধ্যাপক
- আবদুস সাত্তার আকন (১৯২৯-২০১২), আলেম, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ
- শহীদ আখন্দ (পঃ ১৯৩৫), ঔপন্যাসিক
- হামিদা আখন্দ (পঃ ১৯৩৬), উকিলনী
- হাবিবুর রহমান আকন (পঃ ১৯৪৬), শিক্ষাবিদ
- আনিসুল হক আকন্দ (১৯৫৩–২০০৮), মুক্তিযোদ্ধা
- কাজী ইজারুল হক আকন্দ (পঃ ১৯৭১), হাইকোর্টের বিচারপতি
- মাসুদ আখন্দ (পঃ ১৯৭২), অভিনেতা
- আবদুল মোত্তালেব আকন্দ (মৃত্যু ২০০৪), সংসদ সদস্য
- আলী আকবর আকন (মৃত্যু ২০১২), মুক্তিযোদ্ধা
- তারিফ আখন্দ (পঃ ১৯৯৮), ফুটবলার
- এ কে মোশাররফ হোসেন আকন্দ, সংসদ সদস্য
- আবুল বাসার আকন্দ, সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা
- আব্দুল কাহ্হার আকন্দ, পুলিশ কর্মকর্তা
- আব্দুর রাজ্জাক আকন্দ, সংসদ সদস্য
- আব্দুল মান্নান আকন্দ, রোগতত্ত্ববিদ ও শিক্ষাবিদ
প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাহমূদ খাঁন আকনের গালুয়া পাকা মসজিদ
- মমিনুদ্দীন আকনের মমিন মসজিদ
- নুর মোহাম্মদ আকনের শাহীন ফৌজ
- এন আকন্দ কামিল মাদরাসা