সুমনকুমার দাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুমনকুমার দাশ
জন্ম১২ সেপ্টেম্বর ১৯৮২
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার ২০২৩

সুমনকুমার দাশ (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৮২) বাংলাদেশি সাংবাদিক, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক। ফোকলোরে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।[১][২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সুমনকুমার দাশ ১২ সেপ্টেম্বর ১৯৮২ সালে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে জন্মগ্রহণ করেন। বসবাস করেন সিলেট শহরে। তিনি কম্পিউটার-বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্র ছিলেন।

কর্মজীবন[সম্পাদনা]

সুমনকুমার দাশ দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি।

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

ফোকলোর-সংক্রান্ত বই[সম্পাদনা]

  • শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ (সম্পাদনা, ২০০৭), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • বেদে-সংগীত (গবেষণা, ২০০৮), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • বাউলসম্ররাট শাহ আবদুল করিম (জীবনী, ২০০৮), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • গণগীতিকার শাহ আবদুল করিম (প্রবন্ধ, ২০০৯), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • শাহ আবদুল করিম স্মারক গ্রন্থ (সম্পাদনা, ২০০৯), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • বাংলাদেশের ধামাইল গান (গবেষণা, ২০১০), প্রকাশক : বাংলা একাডেমি, ঢাকা।
  • সাক্ষাৎকথায় শাহ আবদুল করিম (সম্পাদনা, ২০১০), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • দুর্বিন শাহ সমগ্র (সম্পাদনা, ২০১০), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • শাহ আবদুল করিম (প্রবন্ধ, ২০১০), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • আরকুম শাহ রচনাসমগ্র (সম্পাদনা, ২০১১)। প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • বাংলা মায়ের ছেলে : শাহ আবদুল করিম জীবনী (গবেষণা, ২০১১), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • লোকভাবন (প্রবন্ধ, ২০১২), প্রকাশক : শুদ্ধস্বর, ঢাকা।
  • বাংলাদেশের বাউল-ফকির : পরিচিতি ও গান (গবেষণা, ২০১২), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • অগ্রন্থিত রাধারমণ (সম্পাদনা, ২০১২), প্রকাশক : অ্যাডর্ন পাবলিকেশন, ঢাকা।
  • কফিলউদ্দিন সরকারের গান (গবেষণা, ২০১৩), প্রকাশক : কালিকলম প্রকাশন, ঢাকা।
  • প্রসঙ্গ : শাহ আবদুল করিম (সম্পাদনা, ২০১৩), প্রকাশক কালিকলম, ঢাকা।
  • বাউলসাধনা, লালন সাঁই ও অন্যান্য (প্রবন্ধ, ২০১৩), প্রকাশক : রোদেলা প্রকাশনী, ঢাকা।
  • বাউলকোষ (অভিধান, ২০১৩), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা ও আত্মজা পাবলিশার্স, কলকাতা।
  • দ্বিজদাসের গান (সম্পাদনা, ২০১৪), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • কাশীনাথ দাশতালুকদার-প্রণীত সূর্যব্রত সংগীত ও অন্যান্য (গবেষণা, ২০১৪), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • লোকগান লোকসংস্কৃতি (প্রবন্ধ, ২০১৫), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • রামকানাই দাশের নন্দনভুবন : একটি অন্তরঙ্গ আলাপ (সাক্ষাৎকার, ২০১৫), প্রকাশক : চৈতন্য, সিলেট।
  • চন্দ্রাবতী রায়বর্মণের সঙ্গে (সাক্ষাৎকার, ২০১৫), প্রকাশক : একুশে বাংলা প্রকাশনী, সিলেট।
  • শাহ আবদুল করিম : জীবন ও গান (জীবনী, ২০১৫), প্রকাশক : প্রথমা, ঢাকা।
  • দুর্বিন শাহের গণসংগীত (গবেষণা, ২০১৫), প্রকাশক : বইপত্র, সিলেট।
  • এছাক-সঙ্গীত (গবেষণা, ২০১৬), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • মছরু পাগলার গান (গবেষণা, ২০১৬), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • লালন (গবেষণা, ২০১৬), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • হাসন রাজা (গবেষণা, ২০১৬), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • পাগলা কানাই (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • মেছের শাহ (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • দুদ্দু শাহ (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • শেখ ভানু (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • পাঞ্জু শাহ (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • দীনহীন (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • মনোমোহন দত্ত (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • উকিল মুনশি (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • জালাল উদ্দীন খাঁ (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • দীন শরৎ (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • সাহিত্য সংস্কৃতি স্মৃতি (প্রবন্ধ, ২০১৭), প্রকাশক : চৈতন্য প্রকাশন, সিলেট।
  • কিশোর-প্রবন্ধ (কিশোরদের উপযোগী ফোকলোর-সংক্রান্ত প্রবন্ধ, ২০১৮), প্রকাশক : চৈতন্য, সিলেট।
  • লোকসংস্কৃতি লোকসাধক (প্রবন্ধ, ২০১৮), প্রকাশক : শ্রীহট্ট প্রকাশন, সিলেট।
  • লোকায়ত জীবন ও লোকসাহিত্য (প্রবন্ধ, ২০১৮), প্রকাশক : আত্মজা পাবলিশার্স, কলকাতা।
  • চৌদ্দভুবন : চৌদ্দজন দেহসাধকের জীবন ও দর্শন (গবেষণা, ২০১৮), প্রকাশক : জয়তী, ঢাকা।
  • ভাটির বাউল (২০১৮), প্রকাশক : শ্রীহট্ট প্রকাশ, সিলেট।
  • রঙিলা বাড়ই রে (সম্পাদনা, ২০১৮), প্রকাশক : শাহ আবদুল করিম পরিষদ, সুনামগঞ্জ।
  • বাউলের আখড়ায় ফকিরের ডেরায় (গবেষণা, ২০১৯), প্রকাশক : প্রথমা ঢাকা।
  • লোকায়ত বাংলার পথ ধরে (প্রবন্ধ, ২০১৯), প্রকাশক : বাতিঘর, ঢাকা
  • বাংলাদেশের বাউল ফকির লোকশিল্পী (প্রবন্ধ, ২০১৯), প্রকাশক : খড়ি প্রকাশনী, কলকাতা।
  • লোকসাধকের দরবারে (প্রবন্ধ, ২০১৯), প্রকাশক : নাগরী, সিলেট।
  • লোকগানের বিচিত্র ধারা (গবেষণা, ২০২০), প্রকাশক : কথাপ্রকাশ, ঢাকা
  • গান থেকে গানে (প্রবন্ধ, ২০২০), প্রকাশক : বাতিঘর, ঢাকা
  • মরিলে কান্দিস না আমার দায় : গিয়াসউদ্দিন আহমদের নির্বাচিত গান (সম্পাদনা, ২০২০), প্রকাশক : বাতিঘর, ঢাকা।
  • প্রতাপবান্ধা : প্রতাপ রঞ্জন তালুকদারের নির্বাচিত গান (সম্পাদনা, ২০২০), প্রকাশক : চৈতন্য, সিলেট।
  • ধীরপায়ে ধূলিপথে (প্রবন্ধ, ২০২১), প্রকাশক : চৈতন্য, সিলেট।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও অন্যান্য[সম্পাদনা]

  • আশ্রমমাতা : ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাস স্মারকগ্রন্থ (সম্পাদনা, ২০০৯), প্রকাশক : উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস, সিলেট।
  • টাঙ্গুয়ামঙ্গল (ভ্রমণ, ২০১১), প্রকাশক : বইপত্র, সিলেট।
  • আমাদের শান্তিনিকেতন (সম্পাদনা, ২০১৩), প্রকাশক : উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস, সিলেট।
  • ভাষাসংগ্রামী ছদরুদ্দিন আহমদ চৌধুরী (জীবনী, ২০১৬), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • জ্যোতির মহোৎসবে : ফুটবলার রণজিত দাস সংবর্ধন-স্মারক (সম্পাদনা, ২০১৬), প্রকাশক : ফুটবলার রণজিত দাস ৮৫ তম জন্মদিন উদ্যাপন পর্ষদ, সিলেট।
  • বাউলগানে বঙ্গবন্ধু (গবেষণা, ২০১৭), প্রকাশক : অন্বেষা প্রকাশন, ঢাকা।
  • মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস : সুনামগঞ্জ জেলা (গবেষণা, ২০১৭), প্রকাশক : তাম্রলিপি, ঢাকা।

কাব্য ও কথাসাহিত্য[সম্পাদনা]

  • চাঁদ উঠেছিল তিন জোড়া চোখের মাপে (কাব্য, ২০০৬), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • সামান্থা (উপন্যাস, ২০০৯), প্রকাশক : উৎস প্রকাশন, ঢাকা।
  • আফালে ভাঙে মরা নক্ষত্র পোড়া চউখ (কাব্য,২০০৯), প্রকাশক : বনসাই, সিলেট।


পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  2. "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন"দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  3. "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  4. https://www.dhakatribune.com/bangladesh/337695/winners-of-bangla-academy-literary-award-2023