বিষয়বস্তুতে চলুন

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
জন্ম৩০ মে ১৯৫৮
শেরপুর
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার ২০২৩

সাইফুল্লাহ মাহমুদ দুলাল (জন্ম: ৩০ মে ১৯৫৮) বাংলাদেশি কবি ও সাংবাদিক। বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।[][][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সাইফুল্লাহ মাহমুদ দুলাল ৩০ মে ১৯৫৮ সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ শহীদুল্লাহ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মাতা সারা শহীদুল্লাহ।

বর্তমানে তিনি সপরিবারে কানাডায় বসবাস করছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

সাইফুল্লাহ মাহমুদ দুলাল ছাত্রাজীবনে দৈনিক ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা ছিলেন। পরে দেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন।

১৯৮০ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান।

বর্তমানে তিনি দৈনিক ইত্তেফাকের কানাডার বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক বাংলা মেইলের উপদেষ্টা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত গ্রন্থ[]

[সম্পাদনা]
  • তৃষ্ণার্ত জলপরী, ফেব্রুয়ারি ১৯৮২, রুণা প্রকাশনী
  • তবু কেউ কারো নই (নাসিমা সুলতানের সাথে যৌথ), এপ্রিল ১৯৮৫, ছোটকাগজ
  • অপেক্ষায় আছি প্রতীক্ষায় থেকো, ফেব্রুয়ারি ১৯৮৭ এবং ১৯৮৯, অনিন্দ্য
  • শহরের শেষ বাড়ি, জানুয়ারি ১৯৯১, ব্রাদার্স লাইব্রেরি
  • ঘাতকের হাতে সংবিধান, ফেব্রুয়ারি ১৯৯০, মুক্তধারা
  • একি কাণ্ড পাতা নেই, ১৯৯৫, বিশাখা প্রকাশনী
  • দ্রবীভূত গদ্যপদ্য, ১৯৯৯ এবং ২০০১, স্বরব্যঞ্জন
  • ঐক্যের বিপক্ষে একা, ফেবুয়ারি ২০০০, ম্যাগনাম ওপাস
  • মুক্তিযুদ্ধের পঙক্তিমালা, ২০০১, কলম্বিয়া প্রকাশনী
  • এলোমেলো মেঘের মন, ফেব্রুয়ারি ২০০০, অনন্যা প্রকাশনী
  • নির্জনে কেনো এতো কোলাহল, ২০০০, অনন্যা প্রকাশনী
  • পরের জায়গা পরের জমি, ২০০৪, উৎস প্রকাশন
  • নিদ্রার ভেতর জেগে থাকা, ২০০৪, সাংস্কৃতিক খবর, কলকাতা
  • ঘৃণিত গৌরব, ২০০৫, জাগৃতি প্রকাশন
  • নীড়ে নিরুদ্দেশে, ২০০৮, স্বরব্যঞ্জন
  • সাতে নেই, পাঁচে আছি, ফেব্রুয়ারি ২০১২
  • রবি ঠাকুরের প্রাইভেসি, ২০১৫, নওরোজ কিতাবিস্তান
  • পাখিদের গ্রামে আজ একটি গাছে সাথে সাক্ষাৎ করার কথা, ২০১৭, কবিতা পাক্ষিক, কলকাতা
  • ফেরোমনের গন্ধে নেশাগ্রস্থ প্রজাপতি, জানুয়ারি ২০১৭, আবিষ্কার প্রকাশনী, কলকাতা
  • তোমার বাড়ি কত দূর, অন্যপ্রকাশ, ২০১৭
  • প্রেমের আগে বিরহে পড়েছি, পাঞ্জেরি, ২০১৮
  • সঙ্গমের ভঙ্গিগুলো, বেহুলা বাংলা, ২০১৯
  • তিন মিনিটের কবিতা, ২০২০, স্বরব্যঞ্জন
  • আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হবে আজ, ২০২০ অন্যপ্রকাশ
  • পাখিদের অবিবাহিত জীবন, ২০২২, স্বরব্যঞ্জন
  • কবিতাসমগ্র, ফেব্রুয়ারি ২০০৬, অনন্যা প্রকাশন
  • শ্রেষ্ঠ কবিতা, ফেব্রুয়ারি ২০২৩, বেহুলাবাংলা প্রকাশন
  • সাহিত্যের শুভ্র কাফনে শেখ মুজিব, ১৯৯১- অনিন্দ প্রকাশ (গবেষণামূলক প্রবন্ধ)
  • শিল্প সাহিত্যে শেখ মুজিব, ১৯৯৬ এবং ১৯৯৬, শিখা প্রকাশনী। (গবেষণা)
  • ইনডেমনিটি অধ্যাদেশ: মুজিব হত্যা মামলা, শিখা প্রকাশনী ২০০০, শিখা প্রকাশনী এবং আহমদ পাবলিশিং হাউস ২০২০ (রাজনৈতিক)
  • বঙ্গবন্ধুর ছাত্রজীবন, ২০০২ এবং ২০২২ পাঠশালা (জীবনী গ্রন্থ)
  • কানাডার কাশিমপুরে খুনি নূর চৌধুরী, ফেব্রুয়ারি, ২০১৬ চন্দ্রদ্বীপ প্রকাশনী এবং ২০১৮ অনিন্দ্য প্রকাশন (অনুসন্ধানী ও তথ্যমূলক)
  • জাদুকর, ফেব্রুয়ারি ২০০১, আদিত্য অনিক প্রকাশনী (নাটক)
  • এক যে ছিলো শেখ মুজিব, ২০২০ পাঠাশালা (ছড়া)
  • আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হবে আজ, ২০২০ অন্যপ্রকাশ (কবিতা)
  • রেসকোর্সের অশ্বারোহী ২০২০, অনন্যা (ছোটগল্প)
  • মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু শিশু-কিশোর সমগ্র, ২০২২, অন্বেষা প্রকাশনী
  • বঙ্গবন্ধুসমগ্রঃ, স্বরব্যঞ্জন, ২০২০। শিশু কিশোর সমগ্র, ২০২০
  • মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু শিশু-কিশোর সমগ্র, ২০২২, অন্বেষা প্রকাশন
  • বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলঃ লন্ডন: পান্জেরী, ১৫ আগস্ট, ২০২২
  • বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু, কবি প্রকাশনী, ১৫ আগস্ট, ২০২৩
  • বঙ্গবন্ধুঃ ১০০ কবির ১০০ কবিরা, স্বরব্যঞ্জন ২০১৯
  • বঙ্গবন্ধুকে নিবেদিত ১০০ ছড়া, পাঠশালা ২০২০
  • বঙ্গবন্ধুকে নিবেদিত নির্বাচিত গল্প, স্বরব্যঞ্জন ২০২০
  • কানাডায় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ, ২০২২, ঐতিহ্য
  • একাত্তরের দত্যি, ১৯৮৯, মুক্তধারা। (ছড়া)
  • মুক্তিযুদ্ধের পঙক্তিমালা, ২০০১, কলম্বিয়া প্রকাশনী। (কবিতা)
  • বীর বিচ্ছু, ফেব্রুয়ারি ২০১৪, বংলা প্রকাশ। (কিশোর উপন্যাস)
  • যুদ্ধশিশুর জীবনযুদ্ধ, ২০১৭, বাংলা প্রকাশ। (যুদ্ধশিশুর বায়োগ্রাফি)
  • মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু শিশু-কিশোর সমগ্র, ২০২২, অন্বেষা প্রকাশনী
  • মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা, ১৯৮৭ নওরোজ কিতাবিস্থান, জাগৃতি (২০০৫)।
  • মুক্তিযুদ্ধ: নির্বাচিত ছড়া, ১৯৯০ পল্লব পাবলিশার্স, ২০০৫ পাঠাশালা।
  • Poems of Liberation World॥ Tren by Kabir Choowdhury, ২০০২, অন্যপ্রকাশ
  • মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা (বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন ভাষায়), ২০০৫, জাগৃতি
  • কানাডায় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ, ২০২২, ঐতিহ্য
  • আজ আমাদের ছুটি, মার্চ ১৯৯৭, ২০১৭ শিশু একাডেমী
  • ওডারল্যান্ড, ২০০২, কলম্বিয়া প্রকাশনী
  • জাদুকর, ২০০, আদিত্য অনিক পাবলিকেশন
  • তুমি, ১৯৮৭, বিউটি বুক হাউজ।
  • যাদুকর, ২০১৬, কথা প্রকাশ
  • কয়ড়া গ্রামে বুনো হাতি, ফেব্রিয়ারি ২০১৭, পাঠশালা
  • ভূতের পাসওয়ার্ড, ফেব্রুয়ারি ২০১৭, বাংলাপ্রকাশ
  • বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল, বেথনাল গ্রিন লন্ডন, আগস্ট ২০০২, পাঞ্জেরী পাবলিকেশন্স লি
  • বীর বিচ্ছু, ফেব্রুয়ারি ২০১৪, বংলাপ্রকাশ
  • যুদ্ধশিশুর জীবনযুদ্ধ, ২০১৭, বাংলাপ্রকাশ
  • গাছ খুন, ২০১৯, পাঞ্জেরি পাবলিকেশন
  • কাছের মানুষ দূরের মানুষ, ২০১৬, বাংলাপ্রকাশ
  • দূরের মানুষ কাছের মানুষ, ২০১৯, চৈতন্য
  • স্মৃতিগদ্য, ২০২২ ঐতিহ্য, ঢাকা
  • একাত্তরের দত্যি, ১৯৮৯, মুক্তধারা
  • কবি ঠাকুর রবি ঠাকুর, ২০০৫, পাঠশালা
  • টাকডুমা ডুম ডুম, ২০০৫, পাঠশালা
  • পড়ার বই ছড়ার বই, ২০১০, ভাষাচিত্র
  • কানাডার হাড়ির খবর নাড়ির খবর, (সংবাদ ভিত্তিক গ্রন্থ) ফেব্রুয়ারি ২০১৭, সময় প্রকাশন
  • হারিয়ে যেতে নেই মানা, (ভ্রমণ কাহিনি) অনন্যা প্রকাশনী, ২০১৭
  • কানাডায় যাবেন কেনো যাবেন, (নিবন্ধ) রয়েল পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১২
  • বিশ্ব পর্যটক নাজমুন নাহার (সাক্ষাৎকারভিত্তিক) ভ্রমণ কাহিনি, পাঠশালা, ২০২১
  • Humanitarian JUSTIN TRUDEAU, পাঠশালা, ২০২৩

সম্মাননা

[সম্পাদনা]

পারিবারিক জীবন

[সম্পাদনা]

সাইফুল্লাহ মাহমুদ দুলাল অপি মাহমুদকে বিয়ে করেন। এই দম্পতীর দুই কন্যা সন্তান অনাদি নিমগ্ন ও অর্জিতা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  2. "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন"দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  3. "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  4. "সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর বই সমূহ"