সাইফুল্লাহ মাহমুদ দুলাল
সাইফুল্লাহ মাহমুদ দুলাল | |
---|---|
জন্ম | ৩০ মে ১৯৫৮ শেরপুর |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ |
সাইফুল্লাহ মাহমুদ দুলাল (জন্ম: ৩০ মে ১৯৫৮) বাংলাদেশি কবি ও সাংবাদিক। বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সাইফুল্লাহ মাহমুদ দুলাল ৩০ মে ১৯৫৮ সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ শহীদুল্লাহ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মাতা সারা শহীদুল্লাহ।
বর্তমানে তিনি সপরিবারে কানাডায় বসবাস করছেন।
কর্মজীবন
[সম্পাদনা]সাইফুল্লাহ মাহমুদ দুলাল ছাত্রাজীবনে দৈনিক ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা ছিলেন। পরে দেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন।
১৯৮০ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান।
বর্তমানে তিনি দৈনিক ইত্তেফাকের কানাডার বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক বাংলা মেইলের উপদেষ্টা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
- তৃষ্ণার্ত জলপরী, ফেব্রুয়ারি ১৯৮২, রুণা প্রকাশনী
- তবু কেউ কারো নই (নাসিমা সুলতানের সাথে যৌথ), এপ্রিল ১৯৮৫, ছোটকাগজ
- অপেক্ষায় আছি প্রতীক্ষায় থেকো, ফেব্রুয়ারি ১৯৮৭ এবং ১৯৮৯, অনিন্দ্য
- শহরের শেষ বাড়ি, জানুয়ারি ১৯৯১, ব্রাদার্স লাইব্রেরি
- ঘাতকের হাতে সংবিধান, ফেব্রুয়ারি ১৯৯০, মুক্তধারা
- একি কাণ্ড পাতা নেই, ১৯৯৫, বিশাখা প্রকাশনী
- দ্রবীভূত গদ্যপদ্য, ১৯৯৯ এবং ২০০১, স্বরব্যঞ্জন
- ঐক্যের বিপক্ষে একা, ফেবুয়ারি ২০০০, ম্যাগনাম ওপাস
- মুক্তিযুদ্ধের পঙক্তিমালা, ২০০১, কলম্বিয়া প্রকাশনী
- এলোমেলো মেঘের মন, ফেব্রুয়ারি ২০০০, অনন্যা প্রকাশনী
- নির্জনে কেনো এতো কোলাহল, ২০০০, অনন্যা প্রকাশনী
- পরের জায়গা পরের জমি, ২০০৪, উৎস প্রকাশন
- নিদ্রার ভেতর জেগে থাকা, ২০০৪, সাংস্কৃতিক খবর, কলকাতা
- ঘৃণিত গৌরব, ২০০৫, জাগৃতি প্রকাশন
- নীড়ে নিরুদ্দেশে, ২০০৮, স্বরব্যঞ্জন
- সাতে নেই, পাঁচে আছি, ফেব্রুয়ারি ২০১২
- রবি ঠাকুরের প্রাইভেসি, ২০১৫, নওরোজ কিতাবিস্তান
- পাখিদের গ্রামে আজ একটি গাছে সাথে সাক্ষাৎ করার কথা, ২০১৭, কবিতা পাক্ষিক, কলকাতা
- ফেরোমনের গন্ধে নেশাগ্রস্থ প্রজাপতি, জানুয়ারি ২০১৭, আবিষ্কার প্রকাশনী, কলকাতা
- তোমার বাড়ি কত দূর, অন্যপ্রকাশ, ২০১৭
- প্রেমের আগে বিরহে পড়েছি, পাঞ্জেরি, ২০১৮
- সঙ্গমের ভঙ্গিগুলো, বেহুলা বাংলা, ২০১৯
- তিন মিনিটের কবিতা, ২০২০, স্বরব্যঞ্জন
- আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হবে আজ, ২০২০ অন্যপ্রকাশ
- পাখিদের অবিবাহিত জীবন, ২০২২, স্বরব্যঞ্জন
- কবিতাসমগ্র, ফেব্রুয়ারি ২০০৬, অনন্যা প্রকাশন
- শ্রেষ্ঠ কবিতা, ফেব্রুয়ারি ২০২৩, বেহুলাবাংলা প্রকাশন
- সাহিত্যের শুভ্র কাফনে শেখ মুজিব, ১৯৯১- অনিন্দ প্রকাশ (গবেষণামূলক প্রবন্ধ)
- শিল্প সাহিত্যে শেখ মুজিব, ১৯৯৬ এবং ১৯৯৬, শিখা প্রকাশনী। (গবেষণা)
- ইনডেমনিটি অধ্যাদেশ: মুজিব হত্যা মামলা, শিখা প্রকাশনী ২০০০, শিখা প্রকাশনী এবং আহমদ পাবলিশিং হাউস ২০২০ (রাজনৈতিক)
- বঙ্গবন্ধুর ছাত্রজীবন, ২০০২ এবং ২০২২ পাঠশালা (জীবনী গ্রন্থ)
- কানাডার কাশিমপুরে খুনি নূর চৌধুরী, ফেব্রুয়ারি, ২০১৬ চন্দ্রদ্বীপ প্রকাশনী এবং ২০১৮ অনিন্দ্য প্রকাশন (অনুসন্ধানী ও তথ্যমূলক)
- জাদুকর, ফেব্রুয়ারি ২০০১, আদিত্য অনিক প্রকাশনী (নাটক)
- এক যে ছিলো শেখ মুজিব, ২০২০ পাঠাশালা (ছড়া)
- আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হবে আজ, ২০২০ অন্যপ্রকাশ (কবিতা)
- রেসকোর্সের অশ্বারোহী ২০২০, অনন্যা (ছোটগল্প)
- মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু শিশু-কিশোর সমগ্র, ২০২২, অন্বেষা প্রকাশনী
- বঙ্গবন্ধুসমগ্রঃ, স্বরব্যঞ্জন, ২০২০। শিশু কিশোর সমগ্র, ২০২০
- মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু শিশু-কিশোর সমগ্র, ২০২২, অন্বেষা প্রকাশন
- বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলঃ লন্ডন: পান্জেরী, ১৫ আগস্ট, ২০২২
- বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু, কবি প্রকাশনী, ১৫ আগস্ট, ২০২৩
- বঙ্গবন্ধুঃ ১০০ কবির ১০০ কবিরা, স্বরব্যঞ্জন ২০১৯
- বঙ্গবন্ধুকে নিবেদিত ১০০ ছড়া, পাঠশালা ২০২০
- বঙ্গবন্ধুকে নিবেদিত নির্বাচিত গল্প, স্বরব্যঞ্জন ২০২০
- কানাডায় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ, ২০২২, ঐতিহ্য
- একাত্তরের দত্যি, ১৯৮৯, মুক্তধারা। (ছড়া)
- মুক্তিযুদ্ধের পঙক্তিমালা, ২০০১, কলম্বিয়া প্রকাশনী। (কবিতা)
- বীর বিচ্ছু, ফেব্রুয়ারি ২০১৪, বংলা প্রকাশ। (কিশোর উপন্যাস)
- যুদ্ধশিশুর জীবনযুদ্ধ, ২০১৭, বাংলা প্রকাশ। (যুদ্ধশিশুর বায়োগ্রাফি)
- মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু শিশু-কিশোর সমগ্র, ২০২২, অন্বেষা প্রকাশনী
- মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা, ১৯৮৭ নওরোজ কিতাবিস্থান, জাগৃতি (২০০৫)।
- মুক্তিযুদ্ধ: নির্বাচিত ছড়া, ১৯৯০ পল্লব পাবলিশার্স, ২০০৫ পাঠাশালা।
- Poems of Liberation World॥ Tren by Kabir Choowdhury, ২০০২, অন্যপ্রকাশ
- মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা (বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন ভাষায়), ২০০৫, জাগৃতি
- কানাডায় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ, ২০২২, ঐতিহ্য
- আজ আমাদের ছুটি, মার্চ ১৯৯৭, ২০১৭ শিশু একাডেমী
- ওডারল্যান্ড, ২০০২, কলম্বিয়া প্রকাশনী
- জাদুকর, ২০০, আদিত্য অনিক পাবলিকেশন
- তুমি, ১৯৮৭, বিউটি বুক হাউজ।
- যাদুকর, ২০১৬, কথা প্রকাশ
- কয়ড়া গ্রামে বুনো হাতি, ফেব্রিয়ারি ২০১৭, পাঠশালা
- ভূতের পাসওয়ার্ড, ফেব্রুয়ারি ২০১৭, বাংলাপ্রকাশ
- বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল, বেথনাল গ্রিন লন্ডন, আগস্ট ২০০২, পাঞ্জেরী পাবলিকেশন্স লি
- বীর বিচ্ছু, ফেব্রুয়ারি ২০১৪, বংলাপ্রকাশ
- যুদ্ধশিশুর জীবনযুদ্ধ, ২০১৭, বাংলাপ্রকাশ
- গাছ খুন, ২০১৯, পাঞ্জেরি পাবলিকেশন
- কাছের মানুষ দূরের মানুষ, ২০১৬, বাংলাপ্রকাশ
- দূরের মানুষ কাছের মানুষ, ২০১৯, চৈতন্য
- স্মৃতিগদ্য, ২০২২ ঐতিহ্য, ঢাকা
- একাত্তরের দত্যি, ১৯৮৯, মুক্তধারা
- কবি ঠাকুর রবি ঠাকুর, ২০০৫, পাঠশালা
- টাকডুমা ডুম ডুম, ২০০৫, পাঠশালা
- পড়ার বই ছড়ার বই, ২০১০, ভাষাচিত্র
- কানাডার হাড়ির খবর নাড়ির খবর, (সংবাদ ভিত্তিক গ্রন্থ) ফেব্রুয়ারি ২০১৭, সময় প্রকাশন
- হারিয়ে যেতে নেই মানা, (ভ্রমণ কাহিনি) অনন্যা প্রকাশনী, ২০১৭
- কানাডায় যাবেন কেনো যাবেন, (নিবন্ধ) রয়েল পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১২
- বিশ্ব পর্যটক নাজমুন নাহার (সাক্ষাৎকারভিত্তিক) ভ্রমণ কাহিনি, পাঠশালা, ২০২১
- Humanitarian JUSTIN TRUDEAU, পাঠশালা, ২০২৩
সম্মাননা
[সম্পাদনা]- বাংলা একাডেমি পুরস্কার (২০২৩)
পারিবারিক জীবন
[সম্পাদনা]সাইফুল্লাহ মাহমুদ দুলাল অপি মাহমুদকে বিয়ে করেন। এই দম্পতীর দুই কন্যা সন্তান অনাদি নিমগ্ন ও অর্জিতা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন"। দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর বই সমূহ"।