বিষয়বস্তুতে চলুন

শ্বেতরূপোলি (রং)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্বেতরূপোলি
 
শ্রেণিধাতব
Non-heraldic equivalentরূপালি (সাদা)
একরঙাজাত সংজ্ঞা
দাগাঙ্কিত বিন্যাস 
কৌশলগত সংক্ষিপ্তরূপa., A., ar., Arg. - arg.
কাব্যালংকারিক সংজ্ঞা
স্বর্গীয় বস্তুচাঁদ, ☾; নেপচুন, ♆
রত্নমুক্তা

শ্বেতরূপোলি বা সাদারূপোলি হল রূপালি রঙের একটি সাদাটে বা শ্বেতকায় রকমফের। শ্বেতরূপোলি রঙটি অনেকটাই সাদা রঙের মতো কিংবা সাদা রঙের সাথে অদলবদল যোগ্য বলে মনে হয়। ইংরেজিতে এটি আরগেন্ট (argent; /ˈɑːrənt/) নামে পরিচিত যাকে আবার সংক্ষেপে ar.ও লেখা হয়ে থাকে।

আরগেন্ট শব্দটি ল্যাটিন শব্দ আরগেন্টাম (argentum) থেকে এসেছে যার আক্ষরিক অর্থ রূপা বা সাদা ধাতু। প্রাচীন ফরাসি ভাষায় এটিকে ব্ল্যাজন বলে ডাকা হতো।

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]