নির্মল মাহাতো
নির্মল মাহাতো | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জামশেদপুর, বিহার, ভারত | ২৫ ডিসেম্বর ১৯৫০
মৃত্যু | ৮ আগস্ট ১৯৮৭ জামশেদপুর, বিহার, ভারত | (বয়স ৩৬)
রাজনৈতিক দল | ঝাড়খণ্ড মুক্তি মোর্চা; অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন |
নির্মল মাহাতো (২৫ ডিসেম্বর ১৯৫০ - ৮ আগস্ট ১৯৮৭) একজন রাজনৈতিক কর্মী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিশিষ্ট নেতা ছিলেন। তিনি অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন। পৃথক ঝাড়খণ্ড রাজ্যের আন্দোলনে তিনি ছিলেন বিশিষ্ট নেতা।[১] [২] [৩]
১৯৮০ সালে বিতর্কের কারণে শিবু সোরেন এবং বিনোদ বিহারী মাহাতো আলাদা হয়ে যান। শিবু সরেন নির্মল মাহাতোকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভাপতি এবং নিজেকে সাধারণ সম্পাদক নিযুক্ত করলেন। নির্মল মাহাতো বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থন নিয়ে ঝাড়খণ্ডের জন্য লড়াই করা কঠিন হবে। এর জন্য আরও শক্তিশালী আন্দোলনের প্রয়োজন ছিল এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ছাত্র সংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
২২ জুন ১৯৮৬ সালে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নকে অনুসরণ করে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন গঠিত হয়েছিল। প্রথম সভাপতি হলেন প্রভাকর তির্কী এবং সাধারণ সম্পাদক হলেন সূর্য সিং বেসরা । ১৯৮৭ সালের ৮ আগস্ট জামশেদপুরে নির্মল মাহাতোকে খুন করা হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jharkhand Mukti Morcha founder remembered"। The Times of India।
- ↑ "JMM pays tributes to martyr leader Nirmal Mahato"। avenuemail.in।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "जयंती पर विशेष : कुशल नेतृत्वकर्ता, दूरद्रष्टा और सामाजिक नेता थे निर्मल महतो"। prabhatkhabar (হিন্দি ভাষায়)।
- ↑ Sinha, Anuj Kumar (জানুয়ারি ২০২১)। Unsung Heroes of Jharkhand Movement। আইএসবিএন 9789352660001।