খলিলুল ক্বারী
খলিল বিন আবদুর রহমান আল-ক্বারী | |
---|---|
জন্ম | ১৩৬১ হি:/১৯৪০ খ্রি: মুজাফফারাবাদ, পাকিস্তান |
মৃত্যু | ২৩ জিলহজ্জ ১৪৩৯ হি:/৩ সেপ্টেম্বর ২০১৮ খ্রি: মদিনা, সৌদি আরব |
পেশা | দুই পবিত্র মসজিদের ইমামদের শাইখ, আল-কুরআনের ক্বারী |
পরিচিতির কারণ | আধুনিক সময়ে কুরআনিক নবজাগরণের প্রতিষ্ঠাতা, কুরআন তেলাওয়াতে হিজাজিদের অগ্রদূত |
সন্তান | মুহাম্মদ এবং মাহমুদ |
খলিল বিন আবদূর রহমান আল-ক্বারী (১৩৬১ হি:/ ১৯৪০ - ২৩ জিলহজ্জ ১৪৩৯ হি: / ৩ সেপ্টেম্বর ২০১৮), ছিলেন দুই পবিত্র মসজিদের ইমামদের শাইখ। কুরআনিক রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিবেচিত হন।[১][২]
খলিলুল ক্বারী ১৯৪০ সালে পাকিস্তানের মুজাফফারাবাদে জন্মগ্রহণ করেন। তিনি লাহোরের শেখ মুহাম্মদ সুলেমান এবং ক্বারী আনোয়ারুল হকের অধীনে শিক্ষা অর্জন করেন। শেখ ফজলুল করিমের কাছ থেকে তিনি কুরআন মুখস্থ করেন। এরপর তিনি পাকিস্তানের "কুরআ'-এর উপর "কিরাআত" অধ্যয়ন করেছিলেন। পাকিস্তানে তিনি মুজাফফরাবাদ অঞ্চলে রেডিওর উপস্থাপক হিসেবেও কাজ করেন।[৩][৪][৫]
তিনি ১৯৬৩ সালে মক্কা আল-মুকাররামায় গমন করেন। সেখানে তিনি বিন লাদেন মসজিদ এবং মসজিদ আল-হারামে পড়াশোনা করেন। এরপর তিনি গ্র্যান্ড মসজিদে শিক্ষকতা করেন। আল-সাফায় আল-আরকাম বিন আবি আল-আরকাম ইনস্টিটিউটেও তিনি নিজেকে শিক্ষকতায় নিয়োজিত রাখেন। তারপর তিনি মদিনা মুনাওয়ারায় চলে যান। সেখানে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা ইনস্টিটিউটের একজন শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি বসবাসের জন্য স্থায়ী হন এবং নিজেকে কুরআন শিক্ষাদানে নিয়োজিত রাখেন।[৫]
তাকে "দুই পবিত্র মসজিদের ইমামদের শাইখ" বলা হতো; তার প্রাক্তন ছাত্রদের মধ্যে ছয়জন শেখ মোহাম্মদ আইয়ুব এবং শেখ আলী জাবের সহ অন্যান্য সুপরিচিত ছাত্রদের সাথে মক্কার গ্রেট মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন।[৫]
খলিলুল ক্বারী কুরআন তেলাওয়াত করার ক্ষেত্রে হিজাজিদের পথপ্রদর্শক হিসাবে বিবেচিত হন। তিনি সৌদি আরবে কুরআন মুখস্থ করার জন্য দাতব্য সমিতির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি মসজিদে নববীর সুপরিচিত দুইজন ইমাম মুহাম্মদ এবং মাহমুদের পিতা ছিলেন। [৩][৪]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ১৪৩৯ হিজরির ২৩ জিলহজ্ব (৩ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে) মদিনায় ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে আল-বাকী কবরস্থানে ভোরবেলায় দাফন করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "وفاة شيخ أئمة الحرمين خليل القارئ | إرم نيوز"। web.archive.org। সেপ্টেম্বর ৪, ২০১৮। ২০১৮-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "وفاة الشيخ "خليل القارئ" شيخ أئمة الحرمين الشريفين"। web.archive.org। সেপ্টেম্বর ৪, ২০১৮। ২০১৮-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "بوابة الفجر: وفاة شيخ أئمة الحرمين الشريفين"। web.archive.org। ডিসেম্বর ৪, ২০১৮। ২০১৮-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "خليل عبد الرحمن القارئ - طريق الإسلام"। web.archive.org। সেপ্টেম্বর ৪, ২০১৮। ২০১৮-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ "بعد رحيله.. تعرف على سيرة شيخ أئمة الحرمين خليل القارئ"। web.archive.org। সেপ্টেম্বর ৪, ২০১৮। ২০১৮-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।