প্রবেশদ্বার:পদার্থবিজ্ঞান/ভূমিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিথিয়াম পরমাণুর শৈলীবদ্ধ বর্ণনা
লিথিয়াম পরমাণুর শৈলীবদ্ধ বর্ণনা

পদার্থবিজ্ঞান প্রবেশদ্বারে স্বাগতম। পদার্থবিজ্ঞান শব্দটি (ইংরেজী ভাষায়: Physics) গ্রিক শব্দ φυσική হতে উদ্ভূত যার অর্থ প্রকৃতি সংক্রান্ত বিজ্ঞান) বিজ্ঞানের একটি প্রধান শাখা। পদার্থবিজ্ঞান প্রাকৃতিক বিশ্বের বিজ্ঞানমহাবিশ্বের সব মৌলিক উপাদান, তাদের মধ্যে বিদ্যমান বলসমূহ এবং এর ফলে উদ্ভূত ঘটনাবলিকে বিশ্লেষণ করাই পদার্থবিজ্ঞানের প্রতিপাদ্য বিষয়। কণা পদার্থবিজ্ঞানে আলোচিত অত্যন্ত ক্ষুদ্র অতিপারমাণবিক কণিকা (যা দিয়ে সমস্ত পদার্থ তৈরী হয়) থেকে শুরু করে মহাশূণ্যে অবস্থিত গ্রহ-নক্ষত্র পর্যন্ত আমাদের বিশ্বতত্ত্বের এবং এই মহাবিশ্বের সামগ্রিক আচরণ - সব মাপের ও আকৃতির ভৌত অবস্থা (physical phenomenon) নিয়েই পদার্থবিজ্ঞানীরা গবেষণা করেন।পদার্থবিজ্ঞান প্রাকৃতিক বিশ্বের বিজ্ঞানমহাবিশ্বের সব মৌলিক উপাদান, তাদের মধ্যে বিদ্যমান বলসমূহ এবং এর ফলে উদ্ভূত ঘটনাবলিকে বিশ্লেষণ করাই পদার্থবিজ্ঞানের প্রতিপাদ্য বিষয়। কণা পদার্থবিজ্ঞানে আলোচিত অত্যন্ত ক্ষুদ্র অতিপারমাণবিক কণিকা (যা দিয়ে সমস্ত পদার্থ তৈরী হয়) থেকে শুরু করে মহাশূণ্যে অবস্থিত গ্রহ-নক্ষত্র পর্যন্ত আমাদের বিশ্বতত্ত্বের এবং এই মহাবিশ্বের সামগ্রিক আচরণ - সব মাপের ও আকৃতির ভৌত অবস্থা (physical phenomenon) নিয়েই পদার্থবিজ্ঞানীরা গবেষণা করেন। যেসব সূত্র বা তত্ত্ব দ্বারা প্রকৃতি তথা বিশ্বভ্রমাণ্ড পরিচালিত হয় সেসবের আবিষ্কার এবং পঠন-পাঠন পদার্থবিজ্ঞানে আলোচিত হয়। বিশ্ব গঠনকারী মৌলিক পদার্থ এবং তাদের মধ্যে পারস্পারিক ক্রিয়া সম্বন্ধে পদার্থবিজ্ঞান আলোচনা করে। একারণে পদার্থবিজ্ঞানকে একটি কেন্দ্রীয় বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয় এবং বিজ্ঞানের এই শাখা হতেই মূলত রসায়ন ও বিজ্ঞানের অন্যান্য গুরুত্ত্বপূর্ণ শাখা যেমন ভূতত্ত্ব, জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ইত্যাদির উদ্ভব হয়েছে। পদার্থবিজ্ঞানের মৌলিক আবিষ্কারগুলি বিজ্ঞানের সকল শাখাতেই গুরুত্ত্বপূর্ণ অবদান রেখেছে। মৌলিক বিজ্ঞান হিসেবে পদার্থবিজ্ঞানের প্রধান এবং মূল লক্ষ্য হচ্ছে সমগ্র বিশ্বের একটি একীভূত তত্ত্ব প্রতিষ্ঠা করা।