বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Sajir Tousif

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ১ বছর পূর্বে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

-- Aishik Rehman ০৯:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নির্দেশিকা[সম্পাদনা]

লক্ষ্য করছি, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার তালিকায় নিজের নাম যুক্ত করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। আপনি যেটি করেছেন সেটি সঠিক পদ্ধতি নয়। স্বাক্ষর করার জন্য ব্যবহার করতে হয় চারটি টিল্ডা চিহ্ন অর্থাৎ এরকম ~~~~, সেখানে আপনি বারবার ‌‌‌```দিয়ে চেষ্টা করছেন। -- Aishik Rehman ১০:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা[সম্পাদনা]

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে পাপুয়া নিউগিনি নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু নাম লিখে নিবন্ধটিতে আর কোনো কাজ না করায় নিবন্ধটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩[সম্পাদনা]

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্ট্রিপবোর্ড নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিনের বেশি সময়ে নিবন্ধটিতে আর কোনো কাজ করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন