এমভি মাস্ক আলাবামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাস্ক আলাবামা কেনিয়ার মোমবাসা ত্যাগ করছে, এপ্রিল ২১, ২০০৯।
মাস্ক আলাবামা কেনিয়ার মোমবাসা ত্যাগ করছে, এপ্রিল ২১, ২০০৯।
ইতিহাস
নাম: list error: <br /> list (help)
আলভা মাস্ক (১৯৯৮–২০০৪)
মাস্ক আলাবামা (২০০৪ থেকে)[১]
স্বত্তাধিকারী: এ.পি. মোলার-মাস্ক গ্রুপ
পরিচালক: মাস্ক লাইন লিমিটেড
নিবন্ধনকৃত বন্দর: list error: <br /> list (help)
ডেনমার্ক ডেনমার্ক (১৯৯৮-২০০৪)
মার্কিন যুক্তরাষ্ট্র নোরফোক, ভার্জিনিয়া, ইউ.এস (২০০৪ থেকে)[২]
নির্মাতা: চায়না শীপ বিল্ডিং কর্পোরেশন[৩] কেলাং, তাইওয়ান[১]
ইয়ার্ড নম্বর: ৬৭৬[৩]
সম্পন্ন: ১৯৯৮[৩]
মাতৃ বন্দর: নরফোক, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
শনাক্তকরণ: আইএমও নাম্বার: 9164263[৩]
অবস্থা: সক্রিয়
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: কনটেইনার জাহাজ
টনিজ: list error: <br /> list (help)
১৭,৩৭৫ ডিডব্লিউটি
১৪,১২০ GT[১]
দৈর্ঘ্য: list error: <br /> list (help)
১৫৫ মি (৫০৮ ফু ৬ ইঞ্চি) এলওএ[১]
১৪৫.৮০ মিটার (৪৭৮ ফু ৪ ইঞ্চি) এলবিপি[১]
প্রস্থ: ২৫.৩০ মি (৮৩ ফু ০ ইঞ্চি)[১]
প্রচালনশক্তি: একটি ডিজেল ইঞ্জিন[১]
গতিবেগ: সর্বোচ্চ ১৮ নট (৩৩ কিমি/ঘ)[২]
ধারণক্ষমতা: 1,092 টিইইউ[৩]
নাবিক: ২১[৪]

এমভি মাস্ক আলাবামা (সাবেক আলভা মাস্ক) হল একটি কন্টেইনার জাহাজ। জাহাজটির মালিক মাস্ক লাইন লিমিটেড ও এটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়াটারম্যান স্টীমশীপ কর্পোরেশন। এটি হালকা নীল হাল ও বেইজ সুপার-কাঠামোর একটি জাহাজ যা সকল মাস্ক লাইনার জাহাজের মতই। জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত। ২০০৯ সালে সোমালিয়ার কাছে জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের দ্বারা ছিনতাই করা হয় ও জাহাজের ক্যপ্টেন রিচার্ড ফিলিপসকে বন্দী হিসেবে নেওয়া হয়েছিল। একই বছর জাহাজটি আবারো জলদস্যুদের ব্যর্থ হামলার শিকার হয়েছিল।

ইতিহাস[সম্পাদনা]

আলভা মাস্ক তাইওয়ানের কেলাংকে চীন জাহাজ নির্মাণ কর্পোরেশন কর্তৃক ৬৭৬ নাম্বার ইয়ার্ডে তৈরি করা হয় এবং ১৯৯৮ সালে এটি প্রথম অবমুক্ত করা হয়। আলভা মাস্ক হিসেবে জাহাজটি প্রথমে ডেনমার্কে নিবন্ধিত হয়। ২০০৪ সালে এর মাতৃকোম্পানির অন্যান্য জাহাজের সাথে এর নাম পরিবর্তন করে মাস্ক আলাবামা নামকরণ করা হয় ও যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হয়। এর হোমপোর্ট তখন থেকেই ভার্জিনিয়ার নোরফোক। জাহাজটি দুটি উল্লেখযোগ্য ঘটনা বা সংঘর্ষের সাথে জড়িত এবং মাস্ক লাইনের জাহাজ হিসেবে পূর্ব আফ্রিকায় সক্রিয়। এটির নিয়মিত যাত্রাপথ হল মোমবাসা থেকে, কেনিয়া থেকেসালালা, ওমান; জিবুতি, এবং শেষে মোমবাসায় ফিরে আসে।

২০০৪-এর আটক[সম্পাদনা]

২০০৪ সালে জাহাজটিকে আপাত জালিয়াতির অভিযোগে কুয়েতে আটক করা হয়। ২০০৫ সালে দিক্ষিণের নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে এপি মোলার মাস্ক গ্রুপের নিবন্ধিত নথি-পত্র অনুযায়ী, কুয়েত ভিত্তিক প্রবাসীরা গ্রুপটির কাছে মিলিয়ন মিলিয়ন ডলার দাবি করে। কম মূল্যের পণ্য এনে উচ্চ মূল্যে বিক্রি করার অভিযোগ আনা হয়। পরবর্তীতে মাস্কে মালামাল হারানোর অভিযোগে অভিযুক্ত করা হয় যার কোন অস্তিত্ব ছিল না। জাহাজটি পরবর্তীতে ২০০৪ সালের এপ্রিলে মুক্ত করে দেওয়া হয় এবং এপি মোলার মাস্ক গ্রুপকে $১.৮৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।

পদটীকা[সম্পাদনা]

  1. "9164263". Miramar Ship Index. http://www.miramarshipindex.org.nz। সংগৃহীত হয়েছে April 8, 2009. (সদস্যতা প্রয়োজনীয়)
  2. "Maersk Alabama fact sheet"। Maersk Press Release। ২৬ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১০, ২০০৯ 
  3. "Maersk Alabama"। Container-Info। ১ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৮, ২০০৯ 
  4. "Somali pirates hijack Danish ship"। BBC news। ২০০৯-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]