সুনীল সাহিত্য পুরস্কার ২০০৪ খ্রিস্টাব্দে প্রবর্তিত একটি বাৎসরিক সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যের সৃজনশীল গল্পের ওপর স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০০৫ খ্রিস্টাব্দ থেকে প্রতিবছরের সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিবস ৭ সেপ্টেম্বরে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের (১৯৩৪-২০১২) স্মরণে সুনীল সাহিত্য ট্রাস্টের পক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর কর্তৃক এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
উভয় বাংলায় সমান জনপ্রিয় প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক নিবাস মাদারিপুরের কালকিনি উপজেলার মাইজপাড়া গ্রামে। দেশ বিভাগের সময় মাত্র এগারো বছর বয়সে তিনি পরিবারের সাথে কলকাতায় চলে যান এবং পরবর্তীকালে সেখানেই সাহিত্যচর্চা করে বিখ্যাত হন। তবে তার বিভিন্ন লেখায় ঘুরে ফিরে মাদারিপুর প্রসঙ্গ এসেছে। ২০০৩ এবং ২০০৮ খ্রিস্টাব্দে তিনি মাদারিপুরে আসেন। সে সময়ের অনুভুতি নিয়ে দেশ পত্রিকায় ধারাহিকভাবে ‘মাটি নয়, মানুষের টানে’ শিরোনামে একটি লেখাও প্রকাশ করেন।[২]
সুনীলের পৈতৃক ভিটা যখন বেদখলে ছিল, ডা. বারীর চেষ্টা আর লেখক আ. রাজ্জাক হাওলাদারের সহযোগিতায় জন্মভিটা উদ্ধার করা হয় এবং তাকে জন্মভিটায় নিয়ে আসতে উদ্যোগ নেন।[১] দেশান্তরিত হওয়ার পরে ২০০৩ খ্রিস্টাব্দে সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম মাদারিপুরে আসেন।[৩] পরের বছর ২০০৪ খ্রিস্টাব্দের ১৭ এপ্রিল হেমায়েত হোসেন হাওলাদারের পৃষ্ঠপোষকতায় ‘সুনীল সাহিত্য ট্রাস্ট’ গঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান হন এটিএম কামালুজ্জামান। এই ট্রাস্টের পক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর শাখা ২০০৫ খ্রিস্টাব্দ থেকে প্রতিবছর সৃজনশীল গল্পের ওপর স্বীকৃতি স্বরূপ ‘সুনীল সাহিত্য পুরস্কার’ নামে তিনটি ও কয়েকটি বিশেষ পুরস্কার প্রদান করে।[২]