অশোক মিত্র (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয়
অশোক মিত্র
রাজ্যসভার সাংসদ
কাজের মেয়াদ
১৯শে আগস্ট ১৯৯৩ – ১৮ই আগস্ট ১৯৯৯
সংসদীয় এলাকাপশ্চিমবঙ্গ
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা,ভারত সরকার
কাজের মেয়াদ
১৯৭০–১৯৭২
পূর্বসূরীভিকে রামাস্বামী
উত্তরসূরীমনমোহন সিং
অর্থমন্ত্রী,পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
১৯৭৭–১৯৮২, ১৯৮৪-১৯৮৭
বিধায়ক
কাজের মেয়াদ
১৯৮৩–১৯৮৭
পূর্বসূরীদীনেশ চন্দ্র মজুমদার
উত্তরসূরীবুদ্ধদেব ভট্টাচার্য
সংসদীয় এলাকাযাদবপুর বিধানসভা কেন্দ্র
কাজের মেয়াদ
১৯৭৭–১৯৮২
পূর্বসূরীলক্ষী কান্ত বসু
উত্তরসূরীহৈমী বসু
সংসদীয় এলাকারাসবিহারী অ্যাভেনিউ বিধানসভা কেন্দ্র
ব্যক্তিগত বিবরণ
জন্ম১০ই এপ্রিল, ১৯২৮
ঢাকা, পূর্ববঙ্গ, ব্রিটিশ ভারত
মৃত্যু১ মে ২০১৮(2018-05-01) (বয়স ৯০)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
নাগরিকত্বভারতীয়
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
দিল্লি স্কুল অব ইকোনমিক্স
রটারডাম বিশ্ববিদ্যালয়
জীবিকাঅর্থনীতিবিদ
পুরস্কারসাহিত্য একাডেমি
রবীন্দ্র পুরস্কার

অশোক মিত্র (১০ এপ্রিল ১৯২৮[১] - ১ মে ২০১৮) ছিলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং মার্কসবাদী রাজনীতিবিদ। তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এবং পরে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য হন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর, ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর তিনি ভারতে আসেন।[১] যদিও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ক্লাসে যোগ দেন, কিন্তু সেখানে তাকে ভর্তি হতে প্রত্যাখ্যান করা হয়। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চলে যান যেখানে তিনি অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫০-এর দশকের গোড়ার দিকে নতুন প্রতিষ্ঠিত দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে যোগদান করেন। পরে, তিনি নেদারল্যান্ডসের সামাজিক শিক্ষা ইনস্টিটিউটে যোগ দেন। ইরাসমাস বিশ্ববিদ্যালয় রটারডামের অধ্যাপক জ্যান টিনবার্জেনের নির্দেশনায়, তিনি সেখানে ১৯৫৩ সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[১]

মৃত্যু এবং পরিবার[সম্পাদনা]

মিত্র গৌরীকে বিয়ে করেছিলেন, যিনি ২০০৮ সালের মে মাসে ৭৯ বছর বয়সে মারা যান।[২] তিনি ৯০ বছর বয়সে ১ মে ২০১৮ তারিখে মারা যান।[৩] অশোক মিত্র একমাত্র ভাই বোন শ্রীলতা ঘোষ (নী মিত্র) রেখে গেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Deepak Nayyar (১৯৯৮)। Economics as Ideology and Experience: Essays in Honour of Ashok Mitra। Frank Cass। পৃষ্ঠা xiii। আইএসবিএন 0-7146-4723-3 
  2. "Ashok Mitra bereaved"The Hindu। ৩ মে ২০০৮। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ 
  3. "Veteran Marxist economist and politician Ashok Mitra, 89, is dead"Business Standard। ১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯