কে. পি. সতীশ চন্দ্রন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেপি সতীশ চন্দ্রন ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, ( সিপিআইএম), কেরলের কাসারগড়ের একজন রাজনৈতিক দলের নেতা। তিনি ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে কাসারগড় আসনের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। [১][২] এবং ২০০১ সালে কেরালা বিধানসভার বিধায়ক হিসাবে নির্বাচিত হন [৩] তিনি অর্থনীতি ও ইতিহাসে বিএ করেছেন। তিনি ভারতের ছাত্র ফেডারেশনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি মাদপ্পলি সরকারি কলেজ এসএফআই ইউনিট সেক্রেটারি ছিলেন। [৩] ডিওয়াইএফআই, কাসারগোদ জেলা কমিটির যুগ্ম সম্পাদক (১৯৮৪), সচিব (১৯৮৫-৯১) এবং সভাপতি (১৯৯১-৯৪), ১৯৯১ সাল থেকে, রাজ্য সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

তিনি পাত্তেনা, নীলেশ্বরমের কে কে গোভিদান নাম্বিয়ার এবং শ্রীমতি কুঞ্জু লক্ষ্মী আম্মার ঘরে জন্মগ্রহণ করেন ২৩ নভেম্বর ১৯৫৭ সালে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "They pitched in for 'dear classmate' Satheesh and rounded it off over a cup of tea"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫ 
  2. "K.P.Sateesh Chandran winner in Trikaripur, Kerala Assembly Elections 1996: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates"Latestly (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫ 
  3. "Members - Kerala Legislature"www.niyamasabha.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫