ফাহাদ তালিব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাহাদ তালিব
২০২০ সালে ইরাকের ফাহাদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফাহাদ তালিব রহিম
জন্ম (1994-10-21) ২১ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান বাগদাদ, ইরাক
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল কুয়াহ আল জাউইয়াহ
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৯ আল কুয়াহ আল জাউইয়াহ ১৪০ (০)
২০১৯–২০২০ আল জাওরাআ
২০২০– আল কুয়াহ আল জাউইয়াহ
জাতীয় দল
২০১৫–২০১৬ ইরাক অনূর্ধ্ব-২৩ ২০ (০)
২০১৭– ইরাক ১১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:২৯, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:২৯, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফাহাদ তালিব রহিম (আরবি: فهد طالب, ইংরেজি: Fahad Talib; ২১ অক্টোবর ১৯৯৪; ফাহাদ তালিব নামে সুপরিচিত) হলেন একজন ইরাকি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরাকি ক্লাব আল কুয়াহ আল জাউইয়াহ এবং ইরাক জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১১–১২ মৌসুমে, ইরাকি ক্লাব আল কুয়াহ আল জাউইয়াহের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল কুয়াহ আল জাউইয়াহেরের হয়ে আট মৌসুমে ১৪০ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৯–২০ মৌসুমে তিনি আল জাওরাআয় যোগদান করেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি আল জাওরাআ হতে ইরাকি ক্লাব আল কুয়াহ আল জাউইয়াহে যোগদান করেছেন।

২০১৫ সালে, ফাহাদ ইরাক অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ইরাকের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ইরাকের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে ইরাকের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরাকের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফাহাদ তালিব রহিম ১৯৯৪ সালের ২১শে অক্টোবর তারিখে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ফাহাদ ইরাক অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইরাকের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৭ সালের ১লা জুন তারিখে, ২২ বছর, ৭ মাস ও ১১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফাহাদ জর্ডানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইরাকের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি ইরাক ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[২] ইরাকের হয়ে অভিষেকের বছরে ফাহাদ সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৫ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইরাক ২০১৭
২০১৯
২০২১
সর্বমোট ১১

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Iraq - Jordan 1:0 (Friendlies 2017, June)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১ 
  2. Strack-Zimmermann, Benjamin (১ জুন ২০১৭)। "Iraq vs. Jordan (1:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]