ডেয়ারডেভিল (টিভি ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেয়ারডেভিল
ধরন
নির্মাতাড্রু গডরাড
ভিত্তিস্ট্যান লি কর্তৃক 
ডেয়ারডেভিল
অভিনয়ে
আবহ সঙ্গীত রচয়িতা
সুরকারজন পাইসানো
মূল দেশযুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩৯
নির্মাণ
নির্বাহী প্রযোজক
প্রযোজককাটি জনস্টন[১]
নির্মাণের স্থাননিউ ইয়র্ক সিটি
চিত্রগ্রাহক
  • ম্যাথু জে. লয়ড[১]
  • মার্টিন আহল্গ্রেন[২]
  • পিট্র হ্লিনোমাজ
সম্পাদক
  • জনাথান চিবনাল[১]
  • মন্টি ডেগ্রাফ[২]
  • জো ফ্রান্সিস
  • মাইকেল এন. ক্নুই
  • ডেমিয়েন স্মিথ
ব্যাপ্তিকাল৪৮-৬১ মিনিট
নির্মাণ কোম্পানি
পরিবেশকনেটফ্লিক্স
মুক্তি
মূল নেটওয়ার্কনেটফ্লিক্স
ছবির ফরম্যাট
মূল মুক্তির তারিখ১০ এপ্রিল ২০১৫ (2015-04-10) –
১৯ অক্টোবর ২০১৮ (2018-10-19)
ক্রমধারা
পরবর্তীজেসিকা জোনস
সম্পর্কিত অনুষ্ঠান
বহিঃসংযোগ
অফিশিয়াল ওয়েবসাইট

মার্ভেল'স ডেয়ারডেভিল, বা ডেয়ারডেভিল, হলো একটি আমেরিকান টেলিভিশন ধারাবাহিক যেটি নেটফ্লিক্স স্ট্রিমিং পরিষেবার জন্য তৈরি করেছেন ড্রু গোডারড। যেটি মার্ভেল কমিক্সের একই নামের চরিত্রের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর অংশ৷ এই ধারাবাহিকটি মার্ভেল টেলিভিশন দ্বারা প্রযোজিত।

চার্লি কক্স মূল চরিত্র ম্যাট মুরডক/ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেছেন। একজন অন্ধ যে দিনে উকিল এবং রাতে মুখোশধারী সতর্ককারী। ডেবরাহ এন উল, এলডেন হেনসন, টবি লিওনার্ড মুর, ভন্ডি কার্টিস-হল, বব গুনটন, আয়েলেট জুরের প্রথম মৌসুমে, রোজারিও ডওসন, ভিনসেণ্ট ডি'অনোফ্রিও, জন বেরন্থাল, এলোডি ইয়াং, স্টিফেন রাইডার দ্বিতীয় মৌসুমে এবং জোয়ান্নে হোয়াল্লে, জে আলি, উইলসন বেথাল তৃতীয় মৌসুমে সহযোগী অভিনেতা হিসেবে যোগদান করে। ২০১৩ সালের শেষ থেকে ডেয়ারডেভিল নির্মান করা শুরু হয়, একবছর পর এটির স্বত্ত্ব মার্ভেলের কাছে চলে আসে। নিউ ইয়র্ক সিটিতে এর চিত্রায়ণ হয়, এমন একটি স্থানে যেটি এখনো পুরনো ম্যানহাটনের হেল'স কিচেন এর মতো দেখতে।

প্রথম মৌসুমের সকল পর্ব নেটফ্লিক্সে এপ্রিল ১০, ২০১৫ সালে মুক্তি পায়। দ্বিতীয় মৌসুমের সব পর্ব মার্চ ১৮, ২০১৬ সালে মুক্তি পায়। এই দুইটি মৌসুমই ইতিবাচক সাড়া পায়। ২০১৬ থেকে এর তৃতীয় মৌসুমের কাজ শুরু হয় এবং অক্টোবর ১৯, ২০১৮ সালে এটি মুক্তি পায়। নভেম্বর ২৯, ২০১৮ সালে নেটফ্লিক্স এই ধারাবাহিকটি বাতিল করে দেয়।

নেটফ্লিক্স মার্ভেলের সব শো মার্চ ১, ২০২২ এ বাতিল করে দেয়। ডিজনি+ মার্চ ১৬, ২০২২ থেকে ডেয়ারডেভিল স্ট্রিমিং করা শুরু করে। ডি'নোফ্রিও এবং কক্স তাদের চরিত্র পুনরাবৃত্তি করবেন মার্ভেল স্টুডিওস এর পরবর্তী প্রজেক্টগুলোতে। এর মধ্যে ডেয়ারডেভিল এর নতুন ধারাবাহিক ডেয়ারডেভিল: বর্ন এগেইন রয়েছে, যা এখন প্রোডাকশনে রয়েছে।

কাহিনী সারসংক্ষেপ[সম্পাদনা]

ডেয়ারডেভিল এর প্রথম মৌসুমে দেখা যায় ম্যাট মুরডক দিনে একজন অন্ধ উকিল এবং রাতে মুখোশ পড়ে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের হেল'স কিচেনের অপরাধীদের সাথে মারপিট করে। যেখানে সে দেখতে পায় এখানে অন্ধকার জগতের বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে যা পরিচালিত হয় উইলসন ফিস্ক দ্বারা। [৩]

চরিত্র[সম্পাদনা]

উইলসন ফিস্ক এর ডান-হাত, বিশ্বস্ত মানুষ।[৭][৮]
নিউইয়র্ক বুলেটিন এর তদন্ত বিষয়ক সংবাদদাতা।[৭][৮]

পর্বসমূহ[সম্পাদনা]

মৌসুমপর্বমূল মুক্তি
১৩১০ এপ্রিল ২০১৫ (2015-04-10)
১৩১৮ মার্চ ২০১৬ (2016-03-18)
১৩১৯ অক্টোবর ২০১৮ (2018-10-19)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; VarietyS1Review নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; VarietyS2Review নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Synopsis নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Gaertner নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Woll2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Henson নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; NYCC20141 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; MarvelNYCC নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি