বিষয়বস্তুতে চলুন

সত্যশোধক কমিউনিস্ট পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সত্যশোধক কমিউনিস্ট পার্টি
মহাসচিবশরদ পাতিল
প্রতিষ্ঠা১৯৭৮
ভাবাদর্শমার্ক্সবাদ
ফুলের মতবাদ
অম্বেডকরবাদ
জোটপ্রজাতান্ত্রিক বাম গণতান্ত্রিক ফ্রন্ট
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

সত্যশোধক কমিউনিস্ট পার্টি হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি রাজনৈতিক দল। এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন শরদ পাতিল। তিনি ২০০৯ সাল পর্যন্ত এই দলের সাধারণ সম্পাদক ছিলেন।[][] দলটি গঠিত হয়েছিল কার্ল মার্ক্স, বি. আর. অম্বেডকরজ্যোতিরাও ফুলের রাজনৈতিক দর্শনের ভিত্তিতে।[]

শরদ পাতিল ছিলেন ধুলে জেলায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র সংগঠক। তিনি ‘মার্ক্সবাদ-ফুলে-অম্বেডকরবাদ’-এর ভিত্তিতে নিজস্ব মতাদর্শ গড়ে তীলেন এবং ১৯৭৮ সালে সিপিআই(এম) ত্যাগ করে সত্যশোধক কমিউনিস্ট পার্টি গঠন করেন।[] দলটির নামকরণ করা হয়েছিল ফুলের সত্যশোধক সমাজের নামানুসারে। পাতিল দলিতঅন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে বিশেষ করে কৃষকদের নিয়ে একটি জোট গঠনের ডাক দেন। প্রতিষ্ঠার সময় এই দলের আন্দোলনের প্রধান ভিত্তিটি সীমায়িত ছিল ধুলে জেলার দু’টি মাত্র আদিবাসী-অধ্যুষিত তালুকে। কিন্তু পাতিলের বাগ্মিতার খ্যাতি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং গ্রামাঞ্চলে শ্রেণি-বর্ণ সম্পর্কের সাধারণ বোঝাপড়ার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। গ্রামাঞ্চলে বক্তৃতা দেওয়ার সময় তিনি ধ্রুপদি ভারতীয় সাহিত্য থেকে প্রচুর উদাহরণ তুলে ধরতেন।[]

১৯৮০-এর দশকের গোড়ার দিকে দলটি গণতান্ত্রিক বিপ্লব কর্মসূচির সঙ্গে ‘নারীর ক্রীতদাসত্ব সমাপন’ কর্মসূচিও যোগ করে।[]

২০০৯ সালের সাধারণ নির্বাচনের আগে সত্যশোধক কমিউনিস্ট পার্টি যোগ দেয় সিপিআই(এম)-নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টে[] ২০০৯ সালের অগস্ট মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মহারাষ্ট্রের রাজনৈতিক দলগুলির বৃহৎ জোট প্রজাতান্ত্রিক বাম গণতান্ত্রিক ফ্রন্ট (রিডালোস নামে জনপ্রিয়) গঠনে এই দলও অংশগ্রহণ করে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rege, Sharmila (২০০৬)। Writing Caste, Writing Gender: Reading Dalit Women's Testimonios। Zubaan। পৃষ্ঠা 7। 
  2. Patil, Sharad. Diagnosis of Left's Debacle Still Undetected, Mainstream 30 July 2009
  3. Antithesis of Caste and Class - An Orthodox Marxist Hypothesis
  4. Omvedt, Gail. Reinventing Revolution: New Social Movements and the Socialist Tradition in India. Socialism and social movements. Armonk, N.Y.: M.E. Sharpe, 1993. pp. 67-68, 95
  5. Dhawale, Ashok. What Lok Sabha Results Show ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০১২ তারিখে, People's Democracy 10 May 2009
  6. Menon, Meena. Republican Left Democratic Front launched; to contest in Maharashtra, The Hindu 25 August 2009
  7. Bhupta, Malini. Diversity in unity, India Today 24 September 2009