সত্যশোধক কমিউনিস্ট পার্টি
সত্যশোধক কমিউনিস্ট পার্টি | |
---|---|
মহাসচিব | শরদ পাতিল |
প্রতিষ্ঠা | ১৯৭৮ |
ভাবাদর্শ | মার্ক্সবাদ ফুলের মতবাদ অম্বেডকরবাদ |
জোট | প্রজাতান্ত্রিক বাম গণতান্ত্রিক ফ্রন্ট |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
সত্যশোধক কমিউনিস্ট পার্টি হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি রাজনৈতিক দল। এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন শরদ পাতিল। তিনি ২০০৯ সাল পর্যন্ত এই দলের সাধারণ সম্পাদক ছিলেন।[১][২] দলটি গঠিত হয়েছিল কার্ল মার্ক্স, বি. আর. অম্বেডকর ও জ্যোতিরাও ফুলের রাজনৈতিক দর্শনের ভিত্তিতে।[৩]
শরদ পাতিল ছিলেন ধুলে জেলায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র সংগঠক। তিনি ‘মার্ক্সবাদ-ফুলে-অম্বেডকরবাদ’-এর ভিত্তিতে নিজস্ব মতাদর্শ গড়ে তীলেন এবং ১৯৭৮ সালে সিপিআই(এম) ত্যাগ করে সত্যশোধক কমিউনিস্ট পার্টি গঠন করেন।[৪] দলটির নামকরণ করা হয়েছিল ফুলের সত্যশোধক সমাজের নামানুসারে। পাতিল দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে বিশেষ করে কৃষকদের নিয়ে একটি জোট গঠনের ডাক দেন। প্রতিষ্ঠার সময় এই দলের আন্দোলনের প্রধান ভিত্তিটি সীমায়িত ছিল ধুলে জেলার দু’টি মাত্র আদিবাসী-অধ্যুষিত তালুকে। কিন্তু পাতিলের বাগ্মিতার খ্যাতি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং গ্রামাঞ্চলে শ্রেণি-বর্ণ সম্পর্কের সাধারণ বোঝাপড়ার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। গ্রামাঞ্চলে বক্তৃতা দেওয়ার সময় তিনি ধ্রুপদি ভারতীয় সাহিত্য থেকে প্রচুর উদাহরণ তুলে ধরতেন।[৪]
১৯৮০-এর দশকের গোড়ার দিকে দলটি গণতান্ত্রিক বিপ্লব কর্মসূচির সঙ্গে ‘নারীর ক্রীতদাসত্ব সমাপন’ কর্মসূচিও যোগ করে।[৪]
২০০৯ সালের সাধারণ নির্বাচনের আগে সত্যশোধক কমিউনিস্ট পার্টি যোগ দেয় সিপিআই(এম)-নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টে।[৫] ২০০৯ সালের অগস্ট মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মহারাষ্ট্রের রাজনৈতিক দলগুলির বৃহৎ জোট প্রজাতান্ত্রিক বাম গণতান্ত্রিক ফ্রন্ট (রিডালোস নামে জনপ্রিয়) গঠনে এই দলও অংশগ্রহণ করে।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rege, Sharmila (২০০৬)। Writing Caste, Writing Gender: Reading Dalit Women's Testimonios। Zubaan। পৃষ্ঠা 7।
- ↑ Patil, Sharad. Diagnosis of Left's Debacle Still Undetected, Mainstream 30 July 2009
- ↑ Antithesis of Caste and Class - An Orthodox Marxist Hypothesis
- ↑ ক খ গ Omvedt, Gail. Reinventing Revolution: New Social Movements and the Socialist Tradition in India. Socialism and social movements. Armonk, N.Y.: M.E. Sharpe, 1993. pp. 67-68, 95
- ↑ Dhawale, Ashok. What Lok Sabha Results Show ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০১২ তারিখে, People's Democracy 10 May 2009
- ↑ Menon, Meena. Republican Left Democratic Front launched; to contest in Maharashtra, The Hindu 25 August 2009
- ↑ Bhupta, Malini. Diversity in unity, India Today 24 September 2009