শেভাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেভাত
তু বিশভাত, বৃক্ষদের নববর্ষ, শেভাত মাসের ১৫ তারিখে
উদযাপিত হয় যা ইজরায়েলের বাদাম গাছের সাথে সম্পর্কিত
স্থানীয় নামשְׁבָט (হিব্রু)
বর্ষপঞ্জিহিব্রু বর্ষপঞ্জি
মাসের ক্রম১১
দিনের সংখ্যা৩০
ঋতুশীত (উত্তর গোলার্ধে)
গ্রেগরীয় সমতুল্যজানুয়ারি–ফেব্রুয়ারি
গুরুত্বপূর্ণ দিবসতু বিশভাত

শেভাত (হিব্রু: שְׁבָט; আক্কাদীয় Šabātu থেকে) সাধারণ পঞ্জির পঞ্চম মাস (যা তিশ্রেই থেকে শুরু হয়) এবং ইহুদি ধর্মপঞ্জির একাদশ মাস (যা নিসান থেকে শুরু হয়)। এই মাসে ত্রিশ দিন রয়েছে। শেভাত সাধারণত গ্রেগরীয় বর্ষপঞ্জির জানুয়ারি-ফ্রেব্রুয়ারিতে পড়ে। এই মাসের নামটি ব্যাবিলনীয় বন্দিদশার সময়ে আক্কাদীয় ভাষা থেকে নেওয়া হয়েছে। এই নামের ধারণাকৃত উৎস ধারণা করা হয় "Šabātu" কে এক্স যার অর্থ আকষ্মিকতা যা মূলত ঋতুর ভারি বৃষ্টিকে নির্দেশ করে থাকে। ইহুদি সূত্রগুলোতে এই মাসটির নাম প্রথম উল্লেখ করা হয় হিব্রু বাইবেলের সখরিয়র পুস্তকে

ছুটির দিন ও উদযাপিত দিবস সমূহ[সম্পাদনা]

ইতিহাস ও ধর্মে[সম্পাদনা]

অন্যান্য ব্যবহার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চাবাদ ইহুদি বর্ষপঞ্জি" (ইংরেজি ভাষায়)। চাবাদ। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]