বেচির ওমেরাগিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেচির ওমেরাগিচ
২০২০ সালে জুরিখের হয়ে ওমেরাগিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-01-20) ২০ জানুয়ারি ২০০২ (বয়স ২২)
জন্ম স্থান জেনেভা, সুইজারল্যান্ড
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জুরিখ
জার্সি নম্বর
যুব পর্যায়
0000–২০১৭ এতোয়াল কারুজ
২০১৮ সারভেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮– জুরিখ ২৯ (০)
জাতীয় দল
২০১৬–২০১৭ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৫ (২)
২০১৭ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬ (০)
২০১৭–২০১৮ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১২ (০)
২০২০– সুইজারল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫১, ২৯ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫১, ২৯ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বেচির ওমেরাগিচ (বসনীয়: Bećir Omeragić; জন্ম: ২০ জানুয়ারি ২০০২) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সুইস সুপার লিগের ক্লাব জুরিখ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১৬ সালে, ওমেরাগিচ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বেচির ওমেরাগিচ ২০০২ সালের ২০শে জানুয়ারি তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবা-মা হচ্ছে বসনীয় বংশোদ্ভূত; তার বাব দেরভেন্তার বাসিন্দা এবং তার মা কোজারাচের বাসিন্দা। তিনি সের্হিও রামোস, থিয়াগো সিলভা এবং এমির স্পাহিচকে তার ফুটবলের আদর্শ মনে করেন।[১] তিনি ফুটবলার খেলোয়াড় নেদিম ওমেরাগিচের চাচাতো ভাই।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "EKSKLUZIVNO: Sa 17 igra za prvi tim, traže ga Manchester United i Bayern, a on kaže: Razgovarao bih o igranju za BiH!"Sportske.ba। ১৪ মে ২০১৯। ৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১ 
  2. "Der FCZ und sein "Problem" Stevanovic: Servette – FCZ umfassende Vorschau – Züri Live" 

বহিঃসংযোগ[সম্পাদনা]