উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১/নিয়মাবলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
#wlwsa #wikiloveswomen
ফে স বু ক-এ আমাদের অনুসরণ করুন
১ সেপ্টেম্বর ২০২১ – ৩০ সেপ্টেম্বর ২০২১

  1. নিবন্ধ অন্তত ৩০০০ বাইট ও ৩০০ শব্দ যুক্ত হতে হবে
  2. নিবন্ধ তালিকাটি পরামর্শমূলক, এখানে থাকা সবগুলি নিবন্ধ ৩০০০ বাইট ও ৩০০ শব্দের শর্ত নাও পূরণ করতে পারে। প্রতিযোগিতার জন্য কেবল ৩০০০ বাইট ও ৩০০ শব্দযুক্ত নিবন্ধ অনুবাদ করুন। প্রতিযোগিতার বাইরে ইচ্ছামত যেকোনটি অনুবাদ করতে পারেন।
  3. যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  4. নিবন্ধগুলি ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ সালের মধ্যে তৈরি হতে হবে।
  5. নিবন্ধগুলি দক্ষিণ এশিয়ার নারী, নারীবাদ, নারীর ক্ষমতায়ন, এলজিবিটি এবং লিঙ্গ বৈষম্য বিষয়ক হতে হবে।
  6. নিবন্ধগুলি উইকিপিডিয়ার নীতি অনুসারে সঠিক তথ্যসূত্র সহকারে তৈরি করতে হবে। নতুন নিবন্ধে কোনও কপিরাইট লঙ্ঘন এবং উল্লেখযোগ্য সমস্যা থাকা যাবে না।
  7. আপনি যে নিবন্ধটি অনুবাদে ইচ্ছুক সেই নিবন্ধটি যাতে অন্য কেউ অনুবাদ না করতে পারেন, সেজন্য আপনি প্রথমে নিবন্ধের দুই/তিন অনুচ্ছেদ অনুবাদ করে, নিবন্ধটি তৈরি করে নিতে পারেন। অসম্পূর্ণ নিবন্ধের সবার উপর {{কাজ চলছে/উইকি লাভস উইমেন ২০২১}} কোডটি কপি করে বসিয়ে দিন। এরপর তৈরি হওয়া নিবন্ধে আপনার সময় অনুসারে অনুবাদ যুক্ত করে শেষ করতে পারেন। আপনার অবদানের শেষে মূল পাতার {{কাজ চলছে/উইকি লাভস উইমেন ২০২১}} কোডটি সরিয়ে ফেলুন। এক্ষেত্রে অব্যশই একসাথে তিনটির বেশি নিবন্ধ ধরে রাখা যাবে না।
  8. নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।