ব্যবহারকারী:Ruhan/রুহান রুহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রুহান রুহান মুহাম্মদ জাফর ইকবাল রচিত একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। ২০০৬ সালের অমর একুশে বইমেলায় বইটি সর্বপ্রথম প্রকাশিত হয় ও জনপ্রিয়তা লাভ করে।[১] বইটি সময় প্রকাশন করেছেন ও গ্রন্থসত্ত্ব ইয়াসমিন হকের। রুহান রুহান বইটির কাহিনীকে আশ্রয় করে ২০১৭ সালে ঢাকা কমিক্স চার খণ্ডের ছোটদের কমিক বই প্রকাশ করে।[২]

রুহান রুহান
লেখকমুহাম্মদ জাফর ইকবাল[৩]
প্রচ্ছদ শিল্পীধ্রুব এষ
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
ধরনবৈজ্ঞানিক কল্পকাহিনী
প্রকাশিতবইমেলা ২০১৪
প্রকাশকঢাকা কমিক্স[৪], সময় প্রকাশন, ৩৮/২ ক বাংলাবাজার, ঢাকা।
প্রকাশনার তারিখ
২০০৬
মিডিয়া ধরনছাপা (হার্ডকভার)
পৃষ্ঠাসংখ্যা১৪৯
আইএসবিএন৯৭৮৯৮৪৯০৪৬৯৮১

কাহিনিসংক্ষেপ[সম্পাদনা]

এই কল্পবিজ্ঞানটি ভবিষ্যৎ এর পৃথিবীকে নিয়ে যেখানে পুরাতন সমাজব্যবস্থা ভেঙে গিয়েছে। যেখানে মানুষকে বিভিন্ন স্তরে স্তরে বিভক্ত করা হয়েছে। গল্পে দেখানো হয়েছে তখন মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ক্ষীণ হয়ে গেছে, এক জায়গার মানুষ জানেনা অন্য জায়গায় কি হচ্ছে। মানুষ কষ্ট করতে হচ্ছে তথ্য,আশ্রয়ের এমনকি খাবারের জন্যেও। মানুষ নিরাপদ নয়। কারন কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা নেই। মানুষকে পশুর মত ধরে বিক্রি করে দেয়া হচ্ছে। মানুষের সাথে পশুর মত ব্যবহার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে।

সে সময়কালের এক তরুণ হল গল্পের মূল চরিত্র রুহান। রুহানের কৌতূহল ও নতুন বিষয় জানার আগ্রহ অনেক বেশি ছিল। যদিও তখনকার সময়ে বই নামের কোনো কিছুর অস্তিত্ব ছিল না। কারন মানুষ এর কিছু মনে রাখতে হলে ব্যবহার করে ক্রিস্টাল ডিস্ক। কিন্তু কৌতূহলের কারনে রুহান পড়তে শিখে। হঠাৎ একদিন রুহানদের পরিবারে ঝড় নেমে আসে। রুহানকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর রুহানকে বিক্রি করে দেয়া হয়। বুদ্ধির জোরে রুহান বেঁচে যায় এবং শুধু বেঁচে যায় না, হয়ে যায় খেলোয়াড়। উক্ত খেলায় এক যোদ্ধা অন্য যোদ্ধাকে আহত করার চেষ্টা করে। দর্শম এই খেলা দেখার জন্যে টিকেট কেটে খেলা দেখতে আসে। অতীতকালের গ্ল্যাডিয়েটরদের মতো এই খেলার প্রতি বিদ্বেষবশত রুহান তার প্রতিপক্ষকে নিয়ে খেলা থেকে পালিয়ে আসে। পরে সে ক্রিটীনা নামের এক মেয়েকেও বিক্রি হওয়ার হাত থেকে উদ্ধার করে। এসব কাজের জন্য খলনায়ক ক্রিভন রুহানকে ধরতে মিশনে বের হয়। এই মিশন নিয়েই রচিত হয়েছে এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটি।[৪]

[সম্পাদনা]

প্রকাশনা[সম্পাদনা]

সময় প্রকাশন এই বইটি প্রথম প্রকাশ করে ২০০৬ সালে। তবে আরও কিছু প্রকাশনী এই বইটির স্বত্তাধিকার কিনে নেয়।[১]

কমিক্স[সম্পাদনা]

জাফর ইকবালের লেখা এই গল্পটির কাহিনী প্রবাহকে আশ্রয় করে মেহেদী হক চার খন্ডের একটি কমিক সিরিজ তৈরি করেন।[২] ঢাকা কমিক্স কমিক বইগুলো প্রকাশ করে৷ খন্ডগুলো হল-

  • রুহান রুহান ১: অপহরণ
  • রুহান রুহান ২: গ্রুজানের নরক
  • রুহান রুহান ৩
  • রুহান রুহান ৪:লালপাহাড়[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মুহাম্মদ জাফর ইকবাল (ফেব্রুয়ারি ২০১৪)। রুহান রুহান। সময় প্রকাশন, ৩৮/২ ক বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা ইনার পেজ। আইএসবিএন 984-458-283-0 
  2. https://www.rokomari.com/book/140400/ruhan-ruhan-comics-seris--1-3---rokomari-?ref=fl0_p3
  3. https://www.goodreads.com/book/show/3923205
  4. https://www.rokomari.com/book/78491/ruhan-ruhan?ref=r_s5
  5. https://www.dhakacomics.com/books/ruhan-ruhan-4-lalpahar

বহিঃসংযোগ[সম্পাদনা]

বিষয়শ্রেণী:২০০৬-এর উপন্যাস বিষয়শ্রেণী:মুহম্মদ জাফর ইকবালের বই বিষয়শ্রেণী:বাংলা উপন্যাস বিষয়শ্রেণী:২০০৬ এর বই