ফিলিস্তিনের সামরিক পদমর্যাদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফিলিস্তিনি জাতীয় নিরাপত্তা বাহিনী (পিএনএসএফ) সামরিক পদগুলো ব্যবহার করে থাকে। ঐতিহাসিক কারণে, ফিলিস্তিনের সামরিক পদগুলোর চিহ্নের (insignia) নকশা অন্যান্য আরব প্রজাতন্ত্র যেমন: সিরিয়া, মিশর এবং ইরাকের সাথে সাদৃশ্যপূর্ণ।[১] সিরিয়াপন্থী ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী – ফিলিস্তিন লিবারেশন আর্মিরও সামরিক পদমর্যাদা রয়েছে এবং সেগুলো অনেকটা পিএনএসএফ-এর মতোই।

পদবিসমূহ[সম্পাদনা]

কমিশনপ্রাপ্ত অফিসার[২][৩]
পদবির গ্রুপ জাতীয় র‌্যাংক জেনারেল/ফ্ল্যাগ অফিসার ফিল্ড/সিনিয়র অফিসার জুনিয়র অফিসার অফিসার ক্যাডেট
ফিলিস্তিনি জাতীয় নিরাপত্তা বাহিনী নেই
لواء
'Malaz
عميد
'আমিদ
عقيد
'আকিদ
مقدم
মুক়াদাম
رائد
রিয়াদ
نقيب
নাক়িব
ملازم أول
মুলাজিম আওয়াল
ملازم
মুলাজিম
(মেজর জেনারেল) (ব্রিগেডিয়ার জেনারেল) (কর্নেল) (লেফটেন্যান্ট কর্নেল) (মেজর) (ক্যাপ্টেন) (ফার্স্ট লেফটেনেন্ট) (সেকেন্ড লেফটেনেন্ট)
কমিশনপ্রাপ্ত নয় এমন সদস্য[২][৪]
পদবির গ্রুপ সিনিয়র এনসিও জুনিয়র এনসিও তালিকাভুক্ত
ফিলিস্তিনি জাতীয় নিরাপত্তা বাহিনী
مساعد أول
মুসা'ইদ আওয়াল
مساعد
মুসা'ইদ
رقيب أول
রাক়িব আওয়াল
رقيب
রাক়িব
عريف
'আরিফ
جندي
জুনদিয়্যুন
(সিনিয়র ওয়ারেন্ট অফিসার) (ওয়ারেন্ট অফিসার) (সার্জেন্ট মেজর) (সার্জেন্ট/হাবিলদার) (কর্পোরাল) (সিপাহী)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "الرتب العسكرية"nsf.ps (আরবি ভাষায়)। ফিলিস্তিনি জাতীয় নিরাপত্তা বাহিনী। ৪ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১ 
  2. "قانون الخدمة في قوى الأمن الفلسطينية | مركز المعلومات الوطني الفلسطيني"ওয়াফা (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ (ফিলিস্তিনের সামরিক পরিষেবা আইন)
  3. "المادة رقم 6 من قانون الخدمة في قوى الأمن الفلسطينية رقم (8) لسنة 2005م"maqam.najah.edu (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 
  4. "المادة رقم 138 من قانون الخدمة في قوى الأمن الفلسطينية رقم (8) لسنة 2005م"maqam.najah.edu (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১