সুধীন্দ্রনাথ ঠাকুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুধীন্দ্রনাথ ঠাকুর (১৩ জুলাই ১৮৬৯– ৭ নভেম্বর ১৯২৯) ছিলেন একজন ভারতীয় বাঙালী কবি, ঔপন্যাসিক ও গল্পকার। তিনি কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরসৌমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সুধীন্দ্রনাথের পুত্র।[১]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

সুধীন্দ্রনাথ ঠাকুর কবিতা, উপন্যাস ও ছোটোগল্প রচনা করে গিয়েছেন। ১৮৯১ সালে সাধনা নামে তিনি একটি পত্রিকা প্রকাশ করেন। তিনিই ছিলেন এই পত্রিকার সম্পাদক। পরে এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে তুলে নেন। কালক্রমে পত্রিকাটি ভারতী পত্রিকার সঙ্গে বিলীন হয়ে যায়।[১]

সুধীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত গ্রন্থগুলি হল: দোলা (১৮৯৬), মঞ্জুষা (১৯০৩), মায়ার বন্ধন (১৯০৪), দাসী (১৯০৫), চিত্ররেখা (১৯১০), করঙ্ক (১৯১২), বৈতালিক (১৯১২), প্রসঙ্গ (১৯১২), চিত্রালি (১৯১৯)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ির কথা। শিশু সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৯৫–৯৮।

বহিঃসংযোগ[সম্পাদনা]