নবনীদাস বাউল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নবনীদাস বাউল (৮-৬-১২৯৯ বঙ্গাব্দ – ৭-৫-১৩৭১ বঙ্গাব্দ) একজন বিখ্যাত বাউল সঙ্গীত শিল্পী।

জীবনী[সম্পাদনা]

নবনীদাসের জন্ম বীরভূম জেলার সিউড়িতেরবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছিলেন সঙ্গীতশিল্পী নবনীদাস। শান্তিনিকেতনে থাকাকালীন রবীন্দ্রনাথ তাঁকে খ্যাপা বাউল বলে ডাকতেন। তাঁর সাথে যোগাযোগ ছিল কাজি নজরুল ইসলামতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।[১] সুলতানপুরের শ্ৰীরাম উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন নবনীদাস। উদাসী বাউল সম্প্রদায়ের সদস্য হিসাবে ভারতের নানা স্থানে পরিভ্ৰমণ করেছেন তিনি। শেষ জীবনে কেদুলি ও সিউড়ীতে আখড়া স্থাপন করেন। তার রচিত অনেক গান আছে। ১৯৬২ সালে অ্যালেন গিন্সবার্গ নবনীদাসের সাথে দেখা করেন।[২] লক্ষ্মণ দাস বাউল এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পূর্ণদাস বাউল তার পুত্ৰ।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আমি এখনও গ্রামের ভিখিরি বাউল, আমার গান কেন শহুরে হবে - Aajkaal"Dailyhunt (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১২ 
  2. ভৌমিক, মৌসুমী। "অজ্ঞাত নবনী"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১২ 
  3. বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ, প্রথম খন্ড (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধা। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 978-8179551356