ইয়াসমিন ইসমাইল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াসমিন ইসমাইল
জন্ম২৮ মার্চ, ১৯৫০
মৃত্যু১৮ জানুয়ারি ২০০২(2002-01-18) (বয়স ৫১)
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী
উল্লেখযোগ্য কর্ম
তানহাইয়ান
দাম্পত্য সঙ্গীতারিক ইসমাইল
(১৯৭৪ - ২০০২)
সন্তান

ইয়াসমিন ইসমাইল (২৮ মার্চ ১৯৫০, রাওয়ালপিন্ডি - ১৮ জানুয়ারি ২০০২, করাচি) ছিলেন একজন বিশিষ্ট পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী এবং থিয়েটার পরিচালিকা।[১][২][৩][৪]

জীবনীক্রম[সম্পাদনা]

ইয়াসমিন ইসমাইল ১৯৫০ সালের ২৮ শে মার্চ রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেছিলেন।[৫][৬] তার বাবা একজন সেনা কর্নেল হওয়ায় প্রায়শই এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতেন, যার ফলে তাকেও একাধিক স্কুলে এবং কনভেন্টে পড়াশোনা করতে হয়েছিল। তিনি হোম ইকোনমিক্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।

১৯৭১ সালে তার বাবার মৃত্যুর পরপরই তিনি করাচিতে চলে গিয়েছিলেন। তিনি ১৯৭৪ সালে বিয়ে করেছিলেন। ১৯৬০ এর দশকের শেষের দিকে পিটিভির সাথে তার সম্পর্ক শুরু হয়েছিল। ১৯৮০ সালে গ্রিপস থিয়েটারের করাচি শাখার প্রধান হওয়ার সাথে সাথে থিয়েটার তাকে প্রলুব্ধ করেছিল। তিনি প্রায় ২৪টি নাটক পরিচালনা করেছিলেন। তিনি ১৯৮০ সালে করাচির গ্রিপস থিয়েটারের পরিচালিকা নিযুক্ত হয়েছিলেন।[১]

টেলিভিশন[সম্পাদনা]

  • ১৯৮৫- তানহাইয়ান (পিটিভি)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Noted artiste Yasmeen Ismail passes away 19 January 2002. Retrieved 23 June 2013.
  2. "Noted artiste Yasmeen Ismail passes away"DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২০০২-০১-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  3. "Yasmeen Ismail Biography, Age, Height, Husband, Net Worth, Family"Celebrity Age Wiki (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  4. "Yasmeen Ismail Net Worth, Age, Bio, Birthday, Height, Facts" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  5. peoplepill.com। "About Yasmeen Ismail: Pakistani actress (1950 - 2002) | Biography, Facts, Career, Wiki, Life"peoplepill.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  6. "Yasmeen Ismail - Indpaedia"indpaedia.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯