বিষয়বস্তুতে চলুন

অভিরামি সুরেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভিরামি সুরেশ
জন্ম (1995-10-09) ৯ অক্টোবর ১৯৯৫ (বয়স ২৯)
কোচি, কেরল, ভারত
অন্যান্য নামএব্বি
পেশা
  • অভিনেত্রী
  • গায়িকা
  • সুরকার
  • উদ্যোক্তা
  • ভিডিও জকি
  • মডেল
কর্মজীবন২০০৮ – বর্তমান
আত্মীয়অমৃতা সুরেশ (বোন)
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
  • কন্ঠ্য
  • কীবোর্ড
  • বেহালা
লেবেলস্বতন্ত্র শিল্পী
ওয়েবসাইটamrutamgamay.com

অভিরামি সুরেশ (জন্ম: ৯ অক্টোবর ১৯৯৫) একজন ভারতীয় অভিনেত্রী, গায়িকা, সুরকার, গীতিকার এবং ভিডিও জকি। এশিয়ানেটের টেলিভিশন ধারাবাহিক হ্যালো কুটিচাতন দিয়ে তিনি খুব অল্প বয়সেই (১২ বছর বয়সে) অভিনয় জীবন শুরু করেছিলেন। ১৪ বছর বয়সে তাঁর প্রথম সঙ্গীতকর্মটি প্রকাশিত হয়েছিল। বিওয়্যার অফ ডগ্স (২০১৪) ছবিতে প্রধান নারী চরিত্র মীরার ভূমিকায় তিনি প্রথমবারের মতো অভিনয় করেন। তিনি কপ্পা টিভিতে সঙ্গীত অনুষ্ঠান ডিয়ার কপ্পা তে কাজ করার জন্যও পরিচিত। ২০১৪ সালে তাঁর দিদি অমৃতা সুরেশ সংগীত ব্যান্ড অমৃতম গময় প্রতিষ্ঠা করেছিলেন, যাতে তাঁরা মুখ্য কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন।

ব্যক্তিগত ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৯৫ সালের ৯ অক্টোবর তারিখে সংগীতশিল্পী পি.আর সুরেশ এবং লায়লা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা সুরেশ হিন্দু ধর্মাবলম্বী এবং মা লায়লা একজন খ্রিস্টান। তাঁর একমাত্র বোন গায়িকা ও সুরকার অমৃতা সুরেশ তাঁর চেয়ে পাঁচ বছরের বড়।[] তারা কোচির এডাপ্পালির আদি বাসিন্দা।[]

উল্লেখযোগ্য কর্ম

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর কার্যক্রম ভূমিকা অন্তর্জাল
২০০৭ আইডিয়া স্টার সিঙ্গার নিজের এশিয়ানেট
২০০৮-২০০৯ হ্যালো কুটিচাতন নিম্মি এশিয়ানেট
২০১৪ ভ্যালেন্টাইন'স কর্নার সহ-উপস্থাপিকা আমরা টিভি
২০১৪-২০১৭ মিউজিক মোজো গায়িকা কপ্পা টিভি
২০১৫ স্টার জ্যাম অতিথি কপ্পা টিভি
২০১৫ বর্ত প্রভাতম অতিথি এশিয়ানেট নিউজ
২০১৫ জেবি জংশন অতিথি কৈরালি টিভি
২০১৫ ডিয়ার কপ্পা উপস্থাপিকা কপ্পা টিভি
২০১৬ ডি৩ - ডি৪ ডান্স অতিথি মাজাবিল মনোরমা
২০১৬ মোডট্যাপস গায়িকা কপ্পা টিভি
২০১৬ আইএফএফকে কেরল টকিজ নিজের মনোরমা অনলাইন
২০১৬ স্মার্ট শো অংশগ্রহণকারী ফ্লাওয়ার্স
২০১৭ বর্তক্কাপুরম অতিথি এশিয়ানেট নিউজ
২০১৭ অমৃতামগময় অতিথি নিউজ ১৮ কেরল
২০১৭ মিস ও মিসেস কেরালা বিউটি পেজেন্ট ২০১৭ পরিবেশক কৈরালি টিভি
২০১৯ পাদাম নমুক্কু পদাম অতিথি মাজাবিল মনোরমা
২০১৯ মাজভিল মিউজিক অ্যাওয়ার্ড্স অতিথি মাজাবিল মনোরমা
২০২০ বিগ বস (মালায়ালাম মৌসুম ২) নিজের এশিয়ানেট
২০২০ স্টে হোম স্টে হ্যাপি নিজের মাতৃভূমি নিউজ
২০২০ ভিনদুম চিলা ভিট্টু বিশেষঙ্গল নিজের এশিয়ানেট

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা ভাষা
২০০৯ কেরলতসভাম ২০০৯ সন্দীপ সুব্রামণিয়ামের বোন মালয়ালম
২০০৯ ভেনালমরম মালয়ালম
২০০৯ গুলুমাল: দ্য ইস্কেপ রবি বর্মার বোন মালয়ালম
২০১৪ বিওয়ার অফ ডগ্স মীরা মালয়ালম
২০১৪ কেরল নট্টিলম পেঙ্গালুদনে মঞ্জু তামিল
২০১৫ ১০০ ডে'স আফ লাভ পিয়া জর্জ মালয়ালম
২০১৫ কুবের রাসি অনিতা তামিল
২০১৭ ক্রসরোড নিজের মালয়ালম
আসন্ন

(বিলম্বিত)

কেলভি কলেজ ছাত্রী তামিল

মালয়ালম

২০১৯ ভাইরাল রাধিকা মালয়ালম

পুরস্কার

[সম্পাদনা]
  • রামু কৈরত সংগীত পুরস্কার (বিশেষ নির্ণায়ক সভা) ২০১৯- সুল্লু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Shyama (১২ সেপ্টেম্বর ২০১৯)। "'എല്ലാവർക്കും വേണ്ടേ അവരവരുടെ ജീവിതം ജീവിക്കാനുള്ള അവകാശം'; വിവാദങ്ങൾ ആഘോഷമാക്കുന്നവരോട് അമൃത ചോദിക്കുന്നു"Vanitha (মালায়ালাম ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  2. "Travel and music are two sides of a coin - Amrutha Suresh"Malayala Manorama। ৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০