ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh/সংগ্রহশালা/৩৭ (২০১৫-১২)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংগ্রহশালা ৩৬ | সংগ্রহশালা ৩৭ | সংগ্রহশালা ৩৮

এশীয় মাস পদক

এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Wikidata weekly summary #187

সুপ্রিয় Pratyya Ghosh,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Wikidata weekly summary #188

Wikidata weekly summary #189

Wikidata weekly summary #186

Wikidata weekly summary #190

Wikidata weekly summary #186

সাহায্য

ভাইয়া আমার "আরদেন ভ্যালি রোড" নিবন্দটি একটু দেখেদিবেন কি,আমি এটা পর্যালচনার জন্য জমা দিয়েছি কিন্তু কোন ফলাফল পাইনি। ধন্যবাদ Neowazs (আলাপ) ০৭:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Neowazs ভাই, আমরা বর্তমানে রাস্তা তথা ট্রান্সপোর্টের সাথে সম্পর্কিত কোন নিবন্ধই পর্যালোচনা করছি না। এই ধরণের নিবন্ধ আরও কয়েকজন ব্যবহারকারী তৈরি করেছেন। কিন্তু প্রত্যেকের লেখার ধরন আলাদা। আর আমরা চাই এই ধরণের নিবন্ধগুলোর লিখনশৈলী একটি নির্দিষ্ট গঠন বা ফরম্যাটের মধ্যে থাক। তাই ট্রান্সপোর্ট সম্পর্কিত নিবন্ধগুলো রেখে দেয়া হয়েছে, সবশেষে পর্যালোচনা করার জন্য। এজন্য এখন নিবন্ধটি দেখে দেয়া সম্ভব হচ্ছে না। ধন্যবাদ। --প্রত্যয় (স্বাগতম) ১৪:৩৪, ১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]