সেন্দুরাই
অবয়ব
সেন্দুরাই செந்துறை শোণদুরাই | |
---|---|
নগর পঞ্চায়েত | |
তামিলনাড়ুর মানচিত্রে সেন্দুরাই শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ১১°১৪.৩৯′ উত্তর ৭৯°০৯.৫৭′ পূর্ব / ১১.২৩৯৮৩° উত্তর ৭৯.১৫৯৫০° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | আরিয়ালুর |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,৬৪৩[১] |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬২১৭১৪ |
সেন্দুরাই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আরিয়ালুর জেলার একটি ছোট শহর। শহরটি সেন্দুরাই ব্লকের সদর। এটি রাজধানীর চেন্নাই থেকে প্রায় ২২৬ কিলোমিটার (১৪০ মা) দক্ষিণ-পশ্চিমে ও জেলাসদর আরিয়ালুর থেকে ২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে সেন্দুরাই শহরের জনসংখ্যা ছিল ৯,৬৪৩ জন, যার মধ্যে ৪,৮১৭ জন পুরুষ এবং ৪,৮২৬ জন নারী।[১] ছয় বছর অনূর্ধ্ব শিশুর সংখ্যা ১,০৫৫। মোট পরিবার সংখ্যা ২,৪০৬ টি। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি পর্যায়ভুক্ত জনসংখ্যা যথাক্রমে ২,৭২৭ ও ২১১ জন। শহরটির মোট সাক্ষরতার হার ৭৫.২২ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮৩.৭৮ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬৬.৮১ শতাংশ।[২]