তাকদীর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত বাংলা ওয়েব সিরিজ, এটি বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ ২০২০ সালের ১৮ ডিসেম্বর থেকে স্ট্রিমিং করা হয়। হইচই পঁচিশটি ওয়েব সিরিজের ঘোষণা করে, তাদের মধ্যে বাংলাদেশ কেন্দ্রিক তাকদীর অন্যতম। এই ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী,মনোজ কুমার প্রামাণিক, সানজিদা প্রীতি, পার্থ বড়ুয়া ও সোহেল মন্ডল।[১]
ধারাবাহিকের পটভূমিটি ঢাকার তাকদীর (চঞ্চল চৌধুরী) নামক একটি ফ্রিজার ভ্যান চালকের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়। যার ভ্যানের ভিতরে একটি মৃতদেহ পাওয়া গেলে তার পুরো জীবন উল্টে যায়। বিশৃঙ্খল ঘটনাবলি তাকদীর এবং তার সেরা বন্ধু মন্টুকে (সোহেল মন্ডল) মহা বিপদে ফেলে দেয়।[২] তাকদীর ভয়ে উদ্বিগ্ন হয় এবং পরবর্তীতে তার কী করণীয় এ নিয়ে এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে। এবং প্রতিবার, তাকদীর যখন আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে যাচ্ছে বলে মনে হয়, তখনই পুনরায় কিছু মর্মান্তিক ঘটনা ঘটে।
২০২০ সালের ৬ ডিসেম্বর, হইচই এই ওয়েব ধারাবাহিকের অফিসিয়াল ট্রেলার প্রকাশ করে, যা ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যে সাড়া সৃষ্টি করে। ১৮ ডিসেম্বর ২০২০ সালে, হইচই একসাথে সকল পর্ব (আটটি) মুক্তি দেয়।[৩]