অভিকা গোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভিকা গোর
২০২০-সালে অভিকা গোর
জন্ম
অভিকা সমীর গোর

(1997-06-30) ৩০ জুন ১৯৯৭ (বয়স ২৬)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৮ – বর্তমান

অভিকা গোর (জন্ম: ৩০ জুন, ১৯৯৭)[১] একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত তেলুগু চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে থাকেন। তিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক বালিকা বধু-তে আনন্দীর চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তার অভিনীত কয়েকটি সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে উইয়ালা জাম্পালা (২০১৩), সিনেমা চুপিস্থা মাভা (২০১৫) এবং রাজু গারি গাধি ৩ (২০১৯)।

কর্মজীবন[সম্পাদনা]

অভিকা ২০০৮ সালের হিন্দি টেলিভিশন ধারাবাহিক বালিকা বধু দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৩ সালে উইয়ালা জাম্পালা-র মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেন। উইয়ালা জাম্পালা চলচ্চিত্রে তার ভূমিকার জন্য তিনি তৃতীয় দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠা নবাগতা অভিনেত্রী (তেলুগু) বিভাগে সিমা পুরস্কার অর্জন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. June 30, India Today Web Desk; June 30, 2016UPDATED। "Avika Gor turns 19, brings in her birthday with Sasural Simar Ka actor Manish Raisinghan?"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]