বিজয়নগর রাজ্য
বিজয়নগর রাজ্য વિજયનગર | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৫৭৭–১৯৪৮ | |||||||
মধ্যবর্তী চিত্রাংশটিতে লাল বর্ণে চিহ্নিত বিজয়নগর রাজ্য | |||||||
আয়তন | |||||||
• ১৯৩১ | ৩৫০ বর্গকিলোমিটার (১৪০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯৩১ | ৮,৪৯১ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৫৭৭ | ||||||
১৯৪৮ | |||||||
|
বিজয়নগর রাজ্য, (যা পোল রাজ্য নামে ও পরিচিত ছিল) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] বর্তমানে এটি গুজরাত রাজ্যের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। রাজ্যটির রাজধানী ছিল বিজয়নগর তালুক যা রাজ্য গঠনের পর সবরকাণ্ঠা জেলায় অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ভিল জনজাতির প্রধান এই বিজয়নগর রাজ্য শাসন করতেন৷[২] ১৫৭৭ খ্রিস্টাব্দে পোল নামে এই রাজ্যটির প্রতিষ্ঠা হয়, পরে ১৮৬৪ খ্রিস্টাব্দে রাজধানী হিসাবে বিজয়নগরের পত্তন হলে ১৮৭৭ খ্রিস্টাব্দ নাগাদ রাজধানীর নাম অনুসারে রাজ্যটির নাম পরিবর্তন হয়৷ রাজ্যের শাসকরা রাও উপাধিতে ভূষিত হতেন৷[৩]
১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর বিজয়নগর রাজ্যের শেষ শাসক ভারতীয় অধিরাজ্যে যোগদানের ইচ্ছা প্রকাশ করে একীভূতকরণের দলিল স্বাক্ষর করলে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১০ই জুন তারিখে রাজ্যটিকে ভারতের বম্বে রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷[৪][৫] ১৯৬০ খ্রিস্টাব্দে বোম্বে রাজ্য দ্বিখণ্ডিত হয়ে মহারাষ্ট্র এবং গুজরাত প্রদেশ গঠন করলে পূর্বতন এই দেশীয় রাজ্যটি গুজরাত প্রদেশের অংশীভূত হয়।
শাসকবর্গ
[সম্পাদনা]- .... – ১৭২০ চন্দ্রসিংজী
- ১৭২০ – ১৭২৮ কেশরীসিংজী
- ১৭২৮ – .... কিষণসিংজী
- .... – .... মকনসিংজী
- .... – .... হাতিসিংজী
- .... – .... মাধবসিংজী
- .... – .... আজব সিংজী
- .... – .... প্রথম ভূপতিসিংজী
- .... – .... ভবনসিংজী
- .... – .... সুরজসিংজী
- .... – .... ব্রজসিংজী
- .... – .... রতনসিংজী
- .... – .... অভয়সিংজী
- .... – .... কিরাতসিংজী
- .... – .... লক্ষ্মণসিংজী
- .... – .... ভরতসিংজী
- .... – .... অমরসিংজী
- .... – ১৮৫২ আনন্দসিংজী
- ১৮৫২ – ১৮৫৯ পাহাড়সিংজী (গুলাবসিংজী)
- ১৮৫৯ – ১৮৬৪ নবলসিংজী
- ২৩ নভেম্বর ১৮৬৪ – ২৪ অক্টোবর ১৮৮৯ প্রথম হামিরসিংজী গুলাবসিংজী
- ২৪ অক্টোবর ১৮৮৯ – ১৯০৫ পৃথ্বীসিংজী হামিরসিংজী
- ফেব্রুয়ারি ১৯০৬ – ১৯১৩ দ্বিতীয় ভূপতিসিংজী হামিরসিংজী
- ১৯১৩ – ১৭ নভেম্বর ১৯১৪ মোহাবতসিংজী ভূপতিসিংজী
- ১৭ নভেম্বর ১৯১৪ – ১৯৪৭ দ্বিতীয় হামিরসিংজী হিন্দুপতসিংজী
- ১৭ নভেম্বর ১৯১৪ – ১৯২৪ .... -রাজ প্রতিনিধি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Imperial Gazetteer of India, v. 20, p. 127.
- ↑ [১]
- ↑ "Indian Princely States A-J"। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ Wiki Source, White Paper on Indian States (1950)/Part 4/Instrument of Accession
- ↑ "VIJAYNAGAR"। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৪।