দামতুয়া ঝর্ণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দামতুয়া ঝর্ণা বা জলপ্রপাত
অবস্থানআলিকদম, বান্দরবান জেলা

দামতুয়া ঝর্ণা বাংলাদেশের বান্দরবান জেলার আলিকদম উপজেলায় অবস্থিত।[১] এই ঝর্ণাটি একাধিক নামে পরিচিত।

বর্ণনা[সম্পাদনা]

দামতুয়া ঝর্ণার প্রপাত ও ঝর্ণায় পর্যটকদের উপস্থিতি

ঝর্ণাটি মুরং এলাকায় অবস্থিত। মুরং ভাষায় ঝর্ণাটি যে ঝিরিতে অবস্থিত তাকে তুক অ বলে। তুক অর্থ ব্যাঙ এবং অ অর্থ ঝিরি। তুক অ অর্থ ব্যাঙ ঝিরি। ডামতুয়া অর্থ খাড়া আকৃতির দেয়াল যা বেয়ে ব্যাঙ বা মাছ উপরেউঠতে পারেনা। ওয়াজ্ঞাপারাগ অর্থ পাহাড় বা উচুঁ স্থান থেকে পানি পড়া। তুক অ ডামতুয়া ওয়াজ্ঞাপারাগ সহ ঝর্ণাটিকে একাধিক নামে ডাকা হয়। এখানে দুই দিক থেকে পানি পড়ার কারণে ঝর্ণা সহ খোলা স্থানটিতে চাঁদের আলোতে অন্য রকম সৌন্দর্যের কারণে স্থানীয় মুরং ভাষায়” লামোনই” ঝর্ণা বলা হয়। লামো অর্থ চাঁদ ও নই অর্থ আলো। লামোনই অর্থ চাঁদের আলো।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দামতুয়া জলপ্রপাত"দৈনিক প্রথম আলো। ১৯ সেপ্টেম্বর ২০১৭। ৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]