অ্যাডুইন ক্লেবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডুইন ক্লেবস
থিওডোর আলব্রেখ্‌ট অ্যাডুইন ক্লেবস
জন্ম(১৮৩৪-০২-০৬)৬ ফেব্রুয়ারি ১৮৩৪
মৃত্যু২৩ অক্টোবর ১৯১৩(1913-10-23) (বয়স ৭৯)
জাতীয়তাজার্মান, সুইস
মাতৃশিক্ষায়তনহার্জবার্গ বিশ্ববিদ্যালয়
হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, বার্লিন
কনিসবার্গ বিশ্ববিদ্যালয়
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররোগবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহবের্ন বিশ্ববিদ্যালয়
হার্জবার্গ বিশ্ববিদ্যালয়
প্রাগ বিশ্ববিদ্যালয়
জুরিখ বিশ্ববিদ্যালয়
রাশ মেডিকেল কলেজ
ডক্টরাল উপদেষ্টারুডল্ফ ফিরখো
ডক্টরেট শিক্ষার্থীঅটো লুবারশ

থিওডোর আলব্রেখ্‌ট অ্যাডুইন ক্লেবস (৬ ফেব্রুয়ারি ১৮৩৪ - ২৩ অক্টোবর ১৯১৩) একজন জার্মান-সুইস অণুজীববিজ্ঞানী ছিলেন। তিনি মূলত সংক্রামক ব্যাধি নিয়ে তার কাজের জন্য পরিচিত। তার কাজ আধুনিক ব্যাকটেরিওলজির সূচনার পথ প্রশস্ত করে এবং লুই পাস্তুররোবের্ট কখ তার কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তিনিই প্রথম ডিপথেরিয়া সৃষ্টিকারী জীবাণু শনাক্ত করেছিলেন, যাকে বলা হয় ক্লেবস – লোফ্লার ব্যাক্টেরিয়াম (এখন Corynebacterium diphtheriae)। [১][২] তিনি চিকিৎসক আর্নল্ড ক্লেবস এর পিতা।

জীবন[সম্পাদনা]

ক্লেবসের জন্ম জার্মান সাম্রাজ্যের প্রুশিয়া প্রদেশের কনিসবার্গে। তিনি ১৮৫৫ সালে রুডল্ফ ফিরখোর অধীনে হার্জবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৮৫৮ সালে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরের বছর তিনি কনিসবার্গ বিশ্ববিদ্যালয়ে হ্যাবিটিলেশন অর্জন করেন।

আবিষ্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Garrison, F.H. (১৯১৩)। "Edwin Klebs (1834-1913)"Science38 (991): 920–921। জেস্টোর 1639550ডিওআই:10.1126/science.38.991.920পিএমআইডি 17753538 
  2. Anonymous (১৯১৩)। "Theodor Albrecht Edwin Klebs. Born Königsberg-i.-Pr., February 6, 1834-died Berne, October 23, 1913"। The Journal of Pathology and Bacteriology18 (1): 401–403। ডিওআই:10.1002/path.1700180140 

আরো পড়া[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]