বিষয়বস্তুতে চলুন

যশোগড় রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যশোগড় রাজ্য
जसो
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৭৩২–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত যশোগড় রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
১৮৬ বর্গকিলোমিটার (৭২ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৭,২০৯
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭৩২
১৯৪৮
উত্তরসূরী
ভারত
হান্টার, স্যার উইলিয়াম উইলসন. দি ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া. লন্ডন, ট্রুবনার এণ্ড কোং, ১৮৮৫.

যশো রাজ্য (পূর্বে এটি যশোগড় রাজ্য নামে পরিচিত ছিলো) [] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির বাঘেলখণ্ড এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[] রাজ্যটির রাজধানী যশোগড় বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে সাতনা জেলার নাগোদ তহশিলে অবস্থিত।

এই রাজ্যটির উত্তর পূর্ব এবং দক্ষিণ দিকে ছিল নাগোদ রাজ্য এবং পশ্চিম দিকে ছিল অজয়গড় রাজ্য। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য নিকটবর্তী রাজ্যগুলি ছিলো মৈহার রাজ্য এবং বুন্দেলখন্ড এজেন্সির অন্তর্গত পান্না রাজ্য

ইতিহাস

[সম্পাদনা]

পান্নার রাজা হৃদে শাহের কনিষ্ট ভ্রাতা ভারতীচাঁদ ১৭৩২ খ্রিস্টাব্দে যশোগড় রাজ্যের পত্তন ঘটান৷ ১৭৫০ খ্রিস্টাব্দের আশেপাশে রাজ্যটি যশো এবং বন্ধোরা নামে দুটি পৃথক রাজ্যে ভাগ হয়ে যায়৷ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে রাজ্য দুটি আবার একত্রিত হলে বন্ধোরা রাজ্যের সমাপ্তি ঘটে৷ ১৮১৬ খ্রিস্টাব্দে যশোগড় ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷ রাজ্যের শেষ শাসক ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতে যোগদানের দলিলে স্বাক্ষর করলে ১৯৫০ খ্রিস্টাব্দে রাজ্যটি ভারতের বিন্ধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত হয়৷[তথ্যসূত্র প্রয়োজন]

শাসকবর্গ

[সম্পাদনা]

যশোগড় দেশীয় রাজ্যের শাসকগণ দেওয়ান উপাধিতে ভূষিত হতেন৷ [][]

  • ১৭৩২ – ১৭৫০ ভারতীচাঁদ
  • ১৭৫০ – ১৭৭৫ হরি সিং
  • ১৭৭৫ – ১৭৮৬ চেৎ সিং
  • ১৭৮৬ – ১৮৩০ মূর্ত সিং
  • ১৮৩০ – ১৮৬০ ঈশ্বরী সিং
  • ১৮৬০ – ১৮৬০ রাম সিং
  • ১৮৬০ – ১৮৬৯ শত্রজিৎ সিং (দত্তক এবং দেওয়ান চেৎ সিংয়ের উত্তরসূরী)
  • ১৮৬৯ – ১৮৭৬ ভূপাল সিং
  • ১৮৭৬ – ১৮৮৮ গজরাজ সিং
  • ১৮৮৮ – ১৮৮৯ ছত্রপতি সিং
  • ৭ জুলাই ১৮৮৯ – ১৯০০ জগৎরাজ সিং
  • ১৯০০ – ১৯১৮ গিরোয়ার সিং
  • ১৯১৮ – ১৯৪২ রামপ্রতাপ সিং (প্রথমা পত্নী খেরির ঈশাগঞ্জের রাজা রঘুরাজ সিংয়ের কন্যা ও দ্বিতীয়া পত্নী টিকরা রাজ্যের সিদ্ধেশ্বরী দেবী)
  • ১৯৪২ -বর্তমান আনন্দপ্রতাপ সিং (অযোধ্যার অমরগড় রাজ্যের কন্যা হেমলতা দেবীকে বিবাহ করেন)

বন্ধোরার শাসক

[সম্পাদনা]

খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে যশোগড় রাজ্য থেকে পৃথক হওয়ার পর দুর্জন সিং ও মেদিনী সিং বন্ধোরা রাজ্য শাসন করেছিলেন৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Imperial Gazetteer of India19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241। 
  2. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃষ্ঠা 22। আইএসবিএন 978-974-524-049-0 
  3. "Indian states before 1947 A-J"rulers.org। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ 
  4. "Indian Princely States before 1947 A-J"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯