মার্সেলিনো গালাতাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্সেলিনো গালাতাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মার্সেলিনো গালাতাস রেন্তেরিয়া
জন্ম (১৯০৩-০৪-০২)২ এপ্রিল ১৯০৩
জন্ম স্থান ম্যানিলা, ফিলিপাইন
মৃত্যু ৮ এপ্রিল ১৯৯৪(1994-04-08) (বয়স ৯১)
মৃত্যুর স্থান বেনালমাদেনা, স্পেন
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯২০–১৯২১ অ্যাথলেটিক বিলবাও
১৯২১–১৯২৩ দেউস্তো
১৯২৩–১৯২৭ রিয়াল সোসিয়েদাদ
১৯২৭ আতলেতিকো মাদ্রিদ
জাতীয় দল
১৯২৭ স্পেন (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মার্সেলিনো গালাতাস রেন্তেরিয়া (ইংরেজি: Marcelino Gálatas; ২ এপ্রিল ১৯০৩ – ৮ এপ্রিল ১৯৯৪; মার্সেলিনো গালাতাস নামে সুপরিচিত) একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় রিয়াল সোসিয়েদাদ এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

১৯২০–২১ মৌসুমে, অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ১ মৌসুম খেলার পর, পরবর্তী মৌসুমে তিনি দেউস্তোয় যোগদান করেন, সেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেন। অতঃপর ১৯২৩–২৪ মৌসুমে, তিনি তার রিয়াল সোসিয়েদাদে যোগদান করেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করে আতলেতিকো মাদ্রিদে যোগদান করেন, আতলেতিকো মাদ্রিদের হয়ে তিনি ১ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছিলেন।

১৯২৭ সালে, গালাতাস স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন, যেখানে তিনি মাত্র ১টি ম্যাচে অংশগ্রহণ করেছেন।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মার্সেলিনো গালাতাস ১৯০৩ সালের ২রা এপ্রিল তারিখে ফিলিপাইনের ম্যানিলায় জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করার জন্য তিনি স্পেনের বাস্ক প্রদেশে চলে আসেন। তিনি তার খেলোয়াড় জীবনে সকলের কাছে "চেলিন" ডাকনামে পরিচিত ছিলেন। ১৯৯৪ সালের ৮ই এপ্রিল তারিখে, ৯১ বছর বয়সে, গালাতাস স্পেনের বেনালমাদেনায় মৃত্যুবরণ করেছেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মার্সেলিনো গালাতাসের জাতীয় দলের তথ্য"ইউ-ফুটবল। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০ 
  2. "Marcelino Gálatas"পিউপলপিল। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]