শেখ ফয়জুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ ফয়জুল্লাহ
জন্মআনু. ১৫৭৫-৭৬
বারাসত বা দক্ষিণ রাঢ় অথবা কুমিল্লা
পেশাকবি
ভাষাবাংলা ভাষা
সময়কালষোড়শ শতাব্দী
উল্লেখযোগ্য রচনাগাজীবিজয়, সত্যপীরবিজয়, গোরক্ষবিজয়

শেখ ফয়জুল্লাহ হলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৬শতকের মাঝামাঝি সময়ের একজন কবি।[১]

পরিচয়[সম্পাদনা]

তার জন্মস্থান নিয়ে মতভেদ আছে। কেউ বলেন পশ্চিমবঙ্গের বারাসত, দক্ষিণ রাঢ়। কেউ বলেন কুমিল্লা

সাহিত্য[সম্পাদনা]

তিনি অনেক কাব্য রচনা করেছেন। তবে, তার উল্লেখযোগ্য তিনটি কাব্যগ্রন্থগুলো হলো গাজীবিজয়, সত্যপীরবিজয় (১৫৭৫) এবং গোরক্ষবিজয়। এ ছাড়াও তিনি জয়নবের চৌতিশা, সুলতান জমজমা, রাগমালা ও পদাবলী কাব্য রচনা করেন।[১]

  • গাজীবিজয়: রংপুরের খোঁট দুয়ায়ের পীর ইসমাইল গাজীর জীবনকে কেন্দ্র করে রচিত।
  • সত্যপীরবিজয়: সত্যপীরের আধ্যাত্মিক সাধনা নিয়ে রচিত এ কাব্যটি সত্যপীরের পাঁচালীর অন্তর্গত।
  • জয়নবের চৌতিশা: কারবালার যুদ্ধ নিয়ে রচিত চৌতিশা। এটি জঙ্গনামা বা মর্সিয়া সাহিত্যের অন্তর্গত।
  • রাগনামা: একে বাংলা ভাষায় রচিত প্রথম সংগীতবিষয়ক কাব্য বলে মনে করা হয়।[২]
  • গোরক্ষবিজয়: এটি নাথ সাহিত্যের অন্তর্গত।
  • সুলতান জমজমা: নবী ঈসা ও সুলতান জমজমার কাহিনী নিয়ে রচিত নীতিকথামূলক কাব্য।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. খন্দকার মুজাম্মিল হক (২০১২)। "শেখ ফয়জুল্লাহ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২০ 
  2. "বরেণ্য: অসাম্প্রদায়িক কবি শেখ ফয়জুল্লাহ"যুগান্তর। ১৩ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]