জাতীয় বীমা দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পালনকারীবাংলাদেশ
ধরনজাতীয়
তারিখ১লা মার্চ
সংঘটনপ্রতিবছর

জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। জাতীয় বিমা দিবস ১ মার্চ। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে।[১]

ইতিহাস[সম্পাদনা]

শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মাস এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়। [২][৩]

কর্মসূচি[সম্পাদনা]

বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বীমাশিল্পের উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্র, বীমামেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ"। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১ 
  2. "দেশে প্রথম বীমা দিবস আজ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১ 
  3. "০১ মার্চ তারিখ-কে "জাতীয় বীমা দিবস" হিসাবে উদ্‌যাপন এবং দিবসটিকে "খ" শ্রেণিভুক্ত হিসাবে ঘোষণা"cabinet.gov.bd। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১ 
  4. "জাতীয় বীমা দিবস আজ"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১