অনস্বরা রাজন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনস্বরা রাজন
জন্ম (2002-09-08) ৮ সেপ্টেম্বর ২০০২ (বয়স ২১)
কারিভেল্লুর, কণ্ণুর, কেরল, ভারত
জাতীয়তাভারতীয়
পিতা-মাতা
  • রাজন (পিতা)
  • ঊষা রাজন (মাতা)

অনস্বরা রাজন (জন্ম: ৮ সেপ্টেম্বর ২০০২) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মালয়ালম এবং তামিল চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত। তার অভিনীত প্রথম চলচ্চিত্রটি ছিল উদাহরণাম সুজাতা (২০১৭)।[১] তিনি মালয়ালম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গ্লোব দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অনস্বরা বাণিজ্যিকভাবে সফল মালয়ালম চলচ্চিত্র থান্নার মাথান দিনঙ্গল (২০১৯) এবং অধ্যরাত্রী (২০১৯)-এ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি তার সহ-অভিনেতা ম্যাথিউ থমাসের সাথে থান্নার মাথান দিনঙ্গল (২০১৯)-এ কীর্তি এবং জাইসন চরিত্রে অভিনয়ের জন্য ২২তম এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ সেরা তারকা জুটি পুরস্কার অর্জন করেছিলেন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

অনস্বরা রাজন ২০০২ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ২০১৯ সালে পাইয়ানূরের সেন্ট মেরি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তার ১০ম শ্রেণী পাস করেছেন এবং সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভেলোর, পাইয়ানূর থেকে উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করছেন।[১]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা ভাষা মন্তব্য
২০১৭ উদহরণাম সুজাতা আথিরা কৃষ্ণন মালয়ালম শিশু শিল্পী হিসাবে অভিষেক
২০১৯ এভিডে শাহানা মালয়ালম
থান্নার মাথান দিনঙ্গল কীর্তি মালয়ালম মুখ্য চরিত্রে অভিষেক
অধ্যরাত্রী অশ্বতী / শালিনী মালয়ালম
২০২০ ভানকু রসিয়া মালয়ালম নির্মাণ-পরবর্তী
রাঙ্গি সুষ্মিতা তামিল নির্মাণাধীন
অভিয়াল মালয়ালম নির্মাণ-পরবর্তী
2021 সুপার শারন্যা শারন্যা মালায়ালাম প্রধান ভূমিকা

টেলিভিশন[সম্পাদনা]

বছর অনুষ্ঠান ভূমিকা সূত্র
২০১৯ ডি ৫ জুনিয়র অতিথি [৩]

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র[সম্পাদনা]

  • ২০১৫ - গ্লোব (মালয়ালম)

পুরস্কার[সম্পাদনা]

  • ২২তম এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার ২০২০ - থান্নার মাথান দিনঙ্গল (২০১৯) - সেরা তারকা জুটি[২]
  • ফ্লাওয়ার্স (টিভি চ্যানেল) - উদাহরণাম সুজাতা (২০১৭) - শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে ফ্লাওয়ার্স ভারতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Anaswara Rajan: I haven't enjoyed any movie set like 'Thanneermathan Dinangal' - Times of India"The Times of India 
  2. "Asianet Film Awards 2020: Here Is The Complete Winners List!"filmibeat.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫ 
  3. "sarjano khalid: Adyarathri team have a blast on D5 Junior - Times of India"The Times of India। ২৮ সেপ্টেম্বর ২০১৯। 
  4. "Flowers Indian Film Awards 2018 -Winners List" 

বহিঃসংযোগ[সম্পাদনা]