অরূপ চন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরূপ চন্দ্র
বিমানবন্দরে অরূপ চন্দ্র
জন্ম৫ মার্চ ১৯৫১
বহরমপুর
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামরাজু, বাবুল, হোজা
প্রতিষ্ঠানবাসভূমি পত্রিকা
উপাধিশাস্ত্রী, 'অ্যাকাডেমি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টস' এই উপাধি প্রদান করেছিল
আন্দোলনলিটল ম্যাগাজিন আন্দোলন
দাম্পত্য সঙ্গীরুণা (সিংহ রায়) চন্দ্র
সন্তানঅরিন্দম চন্দ্র, ওফেলিয়া চন্দ্র দত্ত
পিতা-মাতা
  • অনাদি কুমার চন্দ্র (পিতা)
  • অনিমা রানি চন্দ্র (মাতা)

অরূপ চন্দ্র,[১] (জন্মদিন ৫ মার্চ ১৯৫১, জন্মস্থান বহরমপুর শহর, জেলা মুর্শিদাবাদ, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারত) একজন বাঙালিভারতীয় কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, ঔপন্যাসিক, পত্রিকা সম্পাদক, শিল্পকলা ও ইতিহাস গবেষক।[২] অরূপ চন্দ্র সম্পাদিত বাসভূমি পত্রিকা প্রথম প্রকাশিত হয়় ১৯৮০ সালে। তাঁর এযাবৎ প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৪, ইংরেজিতে ভাষান্তরিত গ্রন্থ সংখ্যা ২ ও সম্পাদিত বইয়ের সংখ্যা ১২।

প্রতিষ্ঠিত সংস্থা[সম্পাদনা]

  • চন্দ্র কমার্শিয়াল অ্যান্ড আর্ট ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান (১ সেপ্টেম্বর ১৯৭৭) - প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
  • বাসভূমি পত্রিকা (১৯৮০) - প্রতিষ্ঠাতা সম্পাদক[৩]
  • লিটল ম্যাগাজিন সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, বহরমপুর (মে ২০১০) - প্রতিষ্ঠাতা সচিব[৩]
  • সিসিআই বাসভূমি অ্যাওয়ার্ড কমিটি (২০০৮) - প্রতিষ্ঠাতা সচিব

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

কাব্যগ্রন্থ

১. হীরক বুকে শিকল বাজে (১৯৮০)

২. আমার ভারতবর্ষ (১৯৯৬)

৩. ধ্বস্ত পৃথিবীর কবিতা (২০০৪)

৪. কেমন আছি আমরা (২০০৭)

৫. জন্মকান্না (২০১২)

৬. ধূসর জ্যোৎস্নায় মুণ্ডহীন কবি (২০১৮)

কাব্য অনুবাদ

৭. মাও সেতুং-এর কবিতা (প্রথম প্রকাশ ১৯৯৩, দ্বিতীয় প্রকাশ ২০১৯)

উপন্যাস

৮. ঝড়ের বৃত্তে (১৯৮৭)

নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় লেখা এই উপন্যাস ১৯৮৭ সালে গ্রন্থাকারে প্রথম প্রকাশের পর 'জেলে লেখা সত্তর' নামক সংকলনে ২০১৭ সালে পুনঃপ্রকাশিত হয়।[৪]

চিত্রকলা

৯. শিল্পের ব্যাকরণ : ভারত ও বিশ্ব শিল্প (চিত্রকলা, চিত্র চর্চা, ভাস্কর্য ও স্থাপত্য বিষয়ক গ্রন্থ), প্রথম প্রকাশ-১৯৯০। ষষ্ঠ সংস্করণ প্রকাশ-২০১৬। [৫]

জীবনী

১০. 'বাংলার শিল্পী-৩ : দেবব্রত মুখোপাধ্যায় ও কামরুল হাসান' (২০১৬)

বাংলা ভাষা বিষয়ক গবেষণা

১১. সংকেত লিপি (বাংলা শর্টহ্যান্ড)-১৯৯৮

ইতিহাস চর্চা ও গবেষণা

১২. মুর্শিদাবাদের চিত্রকলা ভাস্কর্য ও স্থাপত্য (ইতিহাস বিষয়ক)-২০১৪

১৩. মুর্শিদাবাদ জেলাঞ্চলের কালপঞ্জি (ইতিহাস বিষয়ক)-২০১৪

১৪. ভারতে শ্রমিক আন্দোলনের সূচনা ও মুর্শিদাবাদ (শ্রমিক আন্দোলনের ইতিহাস ও বিস্তার বিষয়ক গ্রন্থ)-২০১৭[৬][৭]

ইংরেজিতে ভাষান্তরিত গ্রন্থ[সম্পাদনা]

১. The Theory of Art ('শিল্পের ব্যাকরণ' গ্রন্থের ইংরেজি অনুবাদ। অনুবাদক: প্রফেসর অশোকেন্দু দাস)-২০১২

২. Selected Poems : Arup Chandra (অরূপ চন্দ্রের কবিতার ইংরেজি অনুবাদ। অনুবাদক: কবি শম্ভু ভট্টাচার্য)-২০২০ [৮]

সম্পাদিত গ্রন্থ[সম্পাদনা]

ইতিহাস চর্চা ও গবেষণা

১. বাংলায় হাজার বছরের কৃষক বিদ্রোহ এবং মুর্শিদাবাদ (১০৭২ খ্রিষ্টাব্দ থেকে বাংলার বুকে ঘটে যাওয়া বারোটি কৃষক বিদ্রোহের ইতিহাস)-২০১৪

২. মুর্শিদাবাদ ইতিবৃত্ত : প্রথম খণ্ড (অতিপ্রাচীন পর্ব)-২০১৫[৯]

৩. মুর্শিদাবাদ ইতিবৃত্ত : দ্বিতীয় খণ্ড (প্রাচীন ও মধ্য পর্ব)-২০১৬[১০]

৪. মুর্শিদাবাদ ইতিবৃত্ত : তৃতীয় খণ্ড (সুলতানি নবাবি ব্রিটিশ যুগ ও স্বাধীনতা যুদ্ধে মুর্শিদাবাদ)-২০১৭[১১]

৫. মুর্শিদাবাদ ইতিবৃত্ত : চতুর্থ খণ্ড (অতীত ও স্বাধীনতা উত্তর মুর্শিদাবাদ)-২০১৯[১২]

৬. মুর্শিদাবাদ ইতিবৃত্ত : পঞ্চম খণ্ড (নৃতত্ত্ব লোকভাষা ও লোকসংস্কৃতি)-২০১৯[১৩]

৭. প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃতত্ত্ব : প্রথম খণ্ড (ইতিহাস বিষয়ক)-২০১৬

৮. প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃতত্ত্ব : দ্বিতীয় খণ্ড (ইতিহাস বিষয়ক)-২০১৯

কাব্য ও সাহিত্য

৯. শচীন বিশ্বাস এর গল্প সমগ্র (রচনা: শচীন বিশ্বাস, সম্পাদনা: অরূপ চন্দ্র)-২০১৩

১০. মুর্শিদাবাদের নির্বাচিত কবি ও কবিতা (কবি শম্ভু ভট্টাচার্য-এর সঙ্গে যৌথ সম্পাদনা)-২০১৫[২]

১১. প্রবীর আচার্যের নির্বাচিত কবিতা সংগ্রহ (রচনা: কবি প্রবীর আচার্য, সম্পাদনা: অরূপ চন্দ্র)-২০১৮

১২. কালকেতুর আপন দেশে : একটি নৃতাত্ত্বিক অনুসন্ধান (রচনা: পুলকেন্দু সিংহ, সম্পাদনা: অরূপ চন্দ্র)-২০১৮

তথ্যসূত্রের তালিকা ও উদ্ধৃতি[সম্পাদনা]

  1. Chandra, Arup (২ আগস্ট ২০২০)। "Arup Chandra"Wikipedia। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  2. ভট্টাচার্য, শম্ভু (২০১৫)। মুর্শিদাবাদের নির্বাচিত কবি ও কবিতা। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১৮৯–২০০। আইএসবিএন 9788193047439 
  3. চন্দ্র, অরূপ (১ জুন ২০১৯)। "সম্পাদকীয়"। বাসভূমি পত্রিকাআইএসএসএন 2455-0671 
  4. অরূপ, চন্দ্র (২০১৭)। শুভেন্দু, দাশগুপ্ত, সম্পাদক। জেলখানায় লেখা সত্তর (দ্বিতীয় সংস্করণ)। কলকাতা: ঠিক ঠিকানা। পৃষ্ঠা ৬১–১১৩। আইএসবিএন 9788192959337 
  5. চন্দ্র, অরূপ (২০১৬)। শিল্পের ব্যাকরণ : ভারত ও বিশ্ব শিল্প। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১–২৪০। আইএসবিএন 9788193047460 
  6. চন্দ্র, অরূপ (২০১৬)। ভারতে শ্রমিক আন্দোলনের সূচনা ও মুর্শিদাবাদ। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১–১৮০। আইএসবিএন 9788193047484 
  7. Arup Chandra (২০১৭), ভারতের শ্রমিক আন্দোলনের সূচনা এবং মুর্শিদাবাদে শ্রমিক-কর্মচারী আন্দোলন, Berhampore: Basabhumi Prakashan, ওএল 28683080M 
  8. Bhattacharyya, Shambhu (২০২০)। Selected Poems। Berhampore: Basabhumi Prakashan। পৃষ্ঠা 1–52। আইএসবিএন 9788194556916 
  9. চন্দ্র, অরূপ। মুর্শিদাবাদ ইতিবৃত্ত : প্রথম খণ্ড (অতিপ্রাচীন পর্ব)। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১–১৭৬। আইএসবিএন 9788193662670 
  10. চন্দ্র, অরূপ। মুর্শিদাবাদ ইতিবৃত্ত : দ্বিতীয় খন্ড (প্রাচীন ও মধ্যপর্ব)। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১–৪০৮। আইএসবিএন 9788193047453 
  11. চন্দ্র, অরূপ (২০১৭)। মুর্শিদাবাদ ইতিবৃত্ত তৃতীয় খন্ড (সুলতানি নবাবি ব্রিটিশ যুগ ও স্বাধীনতা যুদ্ধে মুর্শিদাবাদ)। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১–৪০০। আইএসবিএন 9788193047491 
  12. চন্দ্র, অরূপ (২০১৯)। মুর্শিদাবাদ ইতিবৃত্ত : চতুর্থ খন্ড (অতীত ও স্বাধীনতা-উত্তর মুর্শিদাবাদ)। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১–৫২৮। আইএসবিএন 9788193662687 
  13. চন্দ্র, অরূপ (২০১৯)। মুর্শিদাবাদ ইতিবৃত্ত : পঞ্চম খন্ড (নৃতত্ত্ব লোকভাষা ও লোকসংস্কৃতি)। বহরমপুর: বাসভূমি প্রকাশন। পৃষ্ঠা ১–৪০০। আইএসবিএন 9788193662694