স্ফুলিঙ্গ (কাব্যগ্রন্থ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ফুলিঙ্গ
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশনার তারিখ
১৯৪৫
স্ফুলিঙ্গ-রবীন্দ্রনাথ ঠাকুর

স্ফুলিঙ্গ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২] এটি ১৯৪৫ সালে প্রকাশিত হয়।[১] এর প্রকাশক ছিলেন শ্রীপুলিনবিহারী সেন। উল্লেখ্য যে, রবীন্দ্রনাথের "লেখন" কাব্যগ্রন্থটি "স্ফুলিঙ্গ" নামে প্রকাশিত হবার কথা ছিল। কিন্তু পরে দুটিই আলাদা গ্রন্থরূপে প্রকাশ পায়। এই গ্রন্থের প্রবেশক কবিতাটি "লেখন" থেকে গৃহীত হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  2. "কবিতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]