উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/কাজ ২
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: নকীব বট
- পরিচালক: Nokib Sarkar
- কাজ: একাধিক
- পুনর্নির্দেশিত বিষয়শ্রেণী ব্যবস্থাপনায় নতুন কিছু কাজ
- ভালো নিবন্ধ ব্যবস্থাপনায় নতুন কিছু কাজ
- সংগ্রহশালা তৈরি
- অ-মুক্ত চিত্র হ্রাসকরণ
- প্রোগ্রামিং ভাষা: পাইউইকিবট
- সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: ৪ - ৫
- বিস্তারিত: নিম্নোক্ত
- পুনর্নির্দেশিত বিষয়শ্রেণী ব্যবস্থাপনা
- ভালো নিবন্ধ ব্যবস্থাপনা
- কোনো নিবন্ধ পর্যালোচনা শুরু হওয়ার পর থেকে ফলাফল ঘোষণার পূর্ব পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত আলাপ পাতায় কোনোরূপ বার্তালাপ না হলে (পর্যালোচক ভুলে গেছেন ধরে নিয়ে) বিজ্ঞপ্তি প্রদান এবং পরিশেষে ব্যাকলগ হিসেবে জমা করা
- {{ভালো নিবন্ধ পুনর্মূল্যায়ন}} টেমপ্লেটগুলোকে {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} -এ রূপান্তরের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অনুরোধকারীর নামে একটি মনোনয়ন যোগ করবে।
- সংগ্রহশালা তৈরি
- ৩ মাসের* পুরনো সকল আলাপ সংশ্লিষ্ট সংগ্রহশালায় নিয়ে যাবে। (এটি গ্রাহকভিত্তিক; অর্থাৎ যার ইচ্ছা হবে তিনি কিছু প্রয়োজনীয় পরামিতিসহ {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা}} যুক্ত করে দেবেন।) এটি মাসিক অথবা/এবং দৈনিক করা যাবে। এক্ষেত্রে তারিখ হিসেবে প্রত্যেক অনুচ্ছেদের নিচের সর্বশেষ স্বাক্ষরের তারিখকে বিবেচনা করবে। কোনোরূপ গণ্ডগোল হলে (স্বাক্ষরহীন/স্বাক্ষরের পরে অবাঞ্চিত কিছু থাকলে) নিরাপদভাবে এটি এড়িয়ে যাবে।
- সংগ্রহশালায় স্থানান্তরিত কোনো বার্তা যদি অন্য কোনো নিবন্ধে সংযোগ থাকে তাহলে উক্ত সংযোগ ঠিক করা। অর্থাৎ যদি
আলাপ:উদাহরণ
-এরউ১
অনুচ্ছেদটি সংগ্রহশালায়(আলাপ:উদাহরণ/সংগ্রহশালা/১
) স্থানান্তরিত করা হয় এবংউদাহরণ ২
নিবন্ধে[[আলাপ:উদাহরণ#উ১]]
থাকে তবে একে[[আলাপ:উদাহরণ/সংগ্রহশালা/১#উ১]]
এ রূপান্তর করবে।
- মুক্ত নয় চিত্র হ্রাসকরণ
- সাম্প্রতিক পরিবর্তন ছেঁকে বড় আকারের অ-মুক্ত ছবি ট্যাগ করবে
- আলোচনার পরে কোড করবেটেমপ্লেট:Coded - ট্যাগকৃত (স্বয়ংক্রিয়/হাতদ্বারা) অ-মুক্ত বড় আকারের ছবিকে (আপাতত এসভিজি ব্যতীত) ক্ষুদ্র সংস্করণ (আকার আলোচনা প্রয়োজন) করে
আপলোড করবে। এক্ষেত্রে মূল ফাইলের বর্ণনা ও মেটাডাটা অবিকৃত থাকবে। শুধুমাত্র সারাংশে বলা হবে যে এটি বটের মাধ্যমে অমুক কর্তৃক আপলোডকৃত চিত্র হ্রাস করে আপলোড করা হয়েছে।পুরনো নাম (ক্ষুদ্র সংস্করণ).এক্সটেনশন
নামে যেসব নিবন্ধে মূল ছবি ব্যবহৃত হয়েছে, সেসব নিবন্ধে পরিবর্তিত ছবির সংযোগ দেয়া।মূল ছবিকে (পরিবর্তিত রূপের সংযোগ ও নিবন্ধে করা সম্পাদনাটি পূর্বাবস্থায় ফেরতের সংযোগ প্রদানপূর্বক) অপসারণ প্রস্তাবনা দেয়া হবে যাতে একজন প্রশাসক সেটা পর্যালোচনা করতে পারেন ও ক্ষেত্রবিশেষে সম্পাদনাটি বাতিল করতে পারেন।- কাজ সম্পন্ন হলে ট্যাগ সরিয়ে ফেলা
- সাম্প্রতিক পরিবর্তন ছেঁকে বড় আকারের অ-মুক্ত ছবি ট্যাগ করবে
- সাম্প্রতিক পরিবর্তন ছেঁকে নতুন তৈরি হওয়া সকল ব্যবহারকারী নাম পরীক্ষা করে যেসব নাম নীতিমালার সঙ্গে খাপ খায় না (নামের মধ্যে
কোম্পানি
,সংগঠন
ইত্যাদি রয়েছে)- সেসব ব্যবহারকারীকে বার্তা দেয়া দেয়া হবে।
- পরবর্তীতে সক্রিয় থেকেও ৭* দিনের মধ্যে নাম পরিবর্তনের জন্য আবেদন না করলে(
উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন
পাতায় কোনো সম্পাদনা না থাকলে) একটি সারণি পাতায়(উইকিপিডিয়া:নীতিবহির্ভূত ব্যবহারকারী নাম/<মাস> <বছর>
শিরোনামে) তার নাম যুক্ত করা হবে।
৩ ও ৪ নং কাজের পরীক্ষা পরীক্ষামূলক উইকিতে নিয়ন্ত্রিতভাবে পরীক্ষা করা হয়েছে। পূর্বের ন্যায় সকল উপাত্ত config.json এ পরিবর্তনযোগ্য। নকীব সরকার বলুন... ১০:০৮, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
অনুমোদিত ১, ২, ৩, ও ৪ নং কাজের জন্য অনুমোদন প্রদান করা হলো। ৫ নং কাজটি আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও এটি আরও গুছিয়ে করার অবকাশ আছে, তাই পরিচালক নকীবকে অনুরোধ করবো কিছুটা দেরি করে একাধিক ব্যবহারকারীর সাথে কাজ করে কাঠামো ঠিক করার পর গুছিয়ে কাজটির জন্য আবার অনুরোধ করতে। — তানভির • ২০:৫১, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)
আলোচনা
[সম্পাদনা]পুনশ্চ ১: আমি বাংলা উইকিতে ব্যবহারকারী:Foysalur Rahman Shuvo ও ব্যবহারকারী:Wiki Ruhan এর অনুরোধে তাদের জন্য বার্তা সংকলন তৈরি করে দিয়েছি। নকীব সরকার বলুন... ০৯:৫৮, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
- মন্তব্য আলোচনাসভার জন্য ৬ মাস পর পর আর্কাইভ করা হয়ে আসছে। তাই এখনও ৬ মাস পর পরই আর্কাইভ করা উচিত। আর ব্যবহারকারী আলাপ পাতা ১ বছর পর পর আর্কাইভ করা উচিত। বেশি ঘন ঘন আর্কাইভ করলে পাতার সংখ্যা বেড়ে যাবে আবার তথ্য পাওয়াও ঝামেলার হয়ে যাবে। —Wiki RuHan [ Talk ] ১১:৩৪, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
- মন্তব্য নকীব সরকার বট দিয়ে যে কাজটি করার জন্য আবেদন করেছে বা তার বটে যে কাজটি সংযোজন করতে চাচ্ছে তা হলো, বাংলা উইকিতে সকল প্রকার আলাপ বা আলোচনা নিয়মিত আর্কাইভের মাধ্যমে উইকিকে আরো স্বচ্ছতর করে তোলা, এক্ষেত্রে আমি রুহানের সাথে একমত পোষণ করছি।- এফ আর শুভ(বার্তা দিন) ০৭:১৫, ২৭ জুন ২০২০ (ইউটিসি)
- মন্তব্য এটি খুবই ভালো হয় কেননা, মুক্ত নয় এমন অনেক চিত্র বাংলা উইকিতে আছে যেগুলো আকারে অনেক বড়। যেগুলোর সঠিক আকার ফিরিয়ে আনা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। আর দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। ইংরেজি উইকিতে নিয়মিত বট পরিচালনা করা হয়। বাংলা উইকির ছবি কাঙ্খিত রেজোলিউশনে আনার ব্যাপারে আমি এক উইকিপিডিয়ানের সাথে আলাপ করেছিলাম, তিনি বলেছিলেন ইংরেজি উইকির যারা বট পরিচালনা করে এই কাজ করে তাদের ই-মেইল করে অনুরোধ করা যেতে পারে। কিন্তু সেই প্রচেষ্টা আর আলোর মুখ দেখেনি। এখন, এই বট অনুমোদিত হলে আর আমাদের অন্যের মুখাপেক্ষী হতে হবে না। নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারব। — কুউ পুলক ✉ ১৩:১৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- প্রিয় নকীব, কার্যকরী কতোগুলো কাজ সম্পাদনে আপনার প্রয়াসকে স্বাগত জানাচ্ছি। প্রস্তাবিত কাজের প্রেক্ষিতে আমার কিছু জিজ্ঞাসা রয়েছে। কাজ ১-এ সাধারণত {{db-r2}} যোগে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু ক্ষেত্রে এধরনের পুনর্নির্দেশনা থাকার প্রয়োজন থাকতে পারে। সেক্ষেত্রে বট যে সেই পাতায় বার বার দ্রুত অপসারণের জন্য মনোনয়ন দেবে না তার নিশ্চয়তা থাকা চাই। তাই এ ধরনের সমস্যা এড়াতে টেমপ্লেট:Db-r2/বর্জন জাতীয় কোনো পাতা তৈরি করে বট যেনো প্রথমে ঐ পাতাটি একবার টহল দিয়ে দেখে সে ব্যবস্থা থাকা উচিত। তাতে বট ঐ পাতায় থাকা পাতাগুলোতে {{db-r2}} যোগ করা থেকে বিরত থাকবে। কাজ ২-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময় কতোটুকু সেটা নিয়ে আগে এ সংক্রান্ত পাতায় আলোচনা করা উচিত। নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় দূরত্বে একাধিক বার্তা প্রদানের পর তা ব্যাকলগে যুক্ত করতে হবে। এই কাজটি আপাতত তাই অপেক্ষমান থাকুক। প্রথমে এ সংক্রান্ত আলোচনা নির্দিষ্ট পাতায় শেষ করে ঐকমত্য নিয়ে তখন না হয় আবার আবেদন করা যাবে। কাজ ৩-এর ক্ষেত্রে একেক ব্যবহারকারী বা প্রকল্প পাতার আলাপ পাতায় বিভিন্ন ধরনের ফরম্যাট ব্যবহৃত হতে পারে, আবার সংগ্রহশালায় কতো দিনে পুরোনো আলোচনা থাকবে সেটিও পাতা বিশেষে ভিন্ন হতে পারে। এসকল ক্ষেত্রে এই বটটি কাস্টমাইজ করার অপশন থাকতে হবে, এবং সেই অপশন পাতা ভিত্তি সম্পাদনা করার সুযোগ থাকবে। ফরম্যাটের ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। কাজ ৪-এর কাজটি নিয়ে আলোচনাসভায় আলোচনা করা প্রয়োজন। সেখানে ঠিক হলে, বটের মাধ্যমে কাজটি করায় কোনো সমস্যা দেখি না। কাজ ৫-এ ব্যবহারকারীকে বার্তা দেওয়া পর্যন্ত ঠিক আছে। তবে প্রশাসকদের কাজ সহজ করতে বিষয়টি যদি একটু অন্যভাবে করা হয় তবে ঠিক হবে। যেমন, আমার পরামর্শ হচ্ছে। এ ধরনের ব্যবহারকারীর তালিকা মাস অনুযায়ী লগ করা। এই লগে যেমন বটের দ্বারা তালিকাভুক্ত নাম থাকতে পারে, তেমনি বট এড়িয়ে গেছে এমন ব্যবহারকারীও যুক্ত করা যাবে। বট আলাদা করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা না দিয়ে ঐ তালিকাটি সময় অনুযায়ী হালনাগাদ করবে। টেবিলের ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। ধন্যবাদ। — তানভির • ১৩:১৫, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- শ্রদ্ধেয় তানভির ভাই, আপনার করা মন্তব্য ১ এর জবাবে আমি বলবো, আলাদা কোনো টেমপ্লেটের প্রয়োজন নেই, বরং আদর্শ টেমপ্লেট {{bots|deny=নকীব বট}} থাকলেই হবে। মন্তব্য ২ এর জবাবে বলবো আমি পূর্বের আবেদনে এই সময়ের ব্যাপারে বলেছি। এক্ষেত্রে সর্বমোট ৯৬ দিন পরে ব্যাকলগ করা হবে। মন্তব্য ৩- এ টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা দেখুন। মন্তব্য-৫ এ আপনার পরামর্শে আমার কোনোরূপ আপত্তি নেই। মন্তব্য -৪ এ পরে জানাবো। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৭:৪৭, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- পুনশ্চ ১: পরীক্ষামূলক উইকিতে বটের সম্পাদনা (বিশেষ করে কাজ ৪ এর আপলোড) দেখার অনুরোধ রইল। নকীব সরকার বলুন... ১৭:৪৯, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- পুনশ্চ ২: এক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করা হবে। যেসব ছবির রেজ্যুলেশন পরিবর্তন ৫% এরও কম হবে সেসব ছবি এড়িয়ে যাবে (তবে ট্যাগ সরিয়ে দেবে)। এতে টেমপ্লেটের পরামিতিতে যদি কোনো মাত্রা দেয়া থাকে তবে অনুপাত বজায় রেখে উক্ত মাত্রার সবচেয়ে নিকটবর্তী আকারে ক্ষুদ্র করা হবে। নকীব সরকার বলুন... ১৭:২১, ১ জুলাই ২০২০ (ইউটিসি)
- প্রিয় নকীব, কার্যকরী কতোগুলো কাজ সম্পাদনে আপনার প্রয়াসকে স্বাগত জানাচ্ছি। প্রস্তাবিত কাজের প্রেক্ষিতে আমার কিছু জিজ্ঞাসা রয়েছে। কাজ ১-এ সাধারণত {{db-r2}} যোগে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু ক্ষেত্রে এধরনের পুনর্নির্দেশনা থাকার প্রয়োজন থাকতে পারে। সেক্ষেত্রে বট যে সেই পাতায় বার বার দ্রুত অপসারণের জন্য মনোনয়ন দেবে না তার নিশ্চয়তা থাকা চাই। তাই এ ধরনের সমস্যা এড়াতে টেমপ্লেট:Db-r2/বর্জন জাতীয় কোনো পাতা তৈরি করে বট যেনো প্রথমে ঐ পাতাটি একবার টহল দিয়ে দেখে সে ব্যবস্থা থাকা উচিত। তাতে বট ঐ পাতায় থাকা পাতাগুলোতে {{db-r2}} যোগ করা থেকে বিরত থাকবে। কাজ ২-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময় কতোটুকু সেটা নিয়ে আগে এ সংক্রান্ত পাতায় আলোচনা করা উচিত। নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় দূরত্বে একাধিক বার্তা প্রদানের পর তা ব্যাকলগে যুক্ত করতে হবে। এই কাজটি আপাতত তাই অপেক্ষমান থাকুক। প্রথমে এ সংক্রান্ত আলোচনা নির্দিষ্ট পাতায় শেষ করে ঐকমত্য নিয়ে তখন না হয় আবার আবেদন করা যাবে। কাজ ৩-এর ক্ষেত্রে একেক ব্যবহারকারী বা প্রকল্প পাতার আলাপ পাতায় বিভিন্ন ধরনের ফরম্যাট ব্যবহৃত হতে পারে, আবার সংগ্রহশালায় কতো দিনে পুরোনো আলোচনা থাকবে সেটিও পাতা বিশেষে ভিন্ন হতে পারে। এসকল ক্ষেত্রে এই বটটি কাস্টমাইজ করার অপশন থাকতে হবে, এবং সেই অপশন পাতা ভিত্তি সম্পাদনা করার সুযোগ থাকবে। ফরম্যাটের ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। কাজ ৪-এর কাজটি নিয়ে আলোচনাসভায় আলোচনা করা প্রয়োজন। সেখানে ঠিক হলে, বটের মাধ্যমে কাজটি করায় কোনো সমস্যা দেখি না। কাজ ৫-এ ব্যবহারকারীকে বার্তা দেওয়া পর্যন্ত ঠিক আছে। তবে প্রশাসকদের কাজ সহজ করতে বিষয়টি যদি একটু অন্যভাবে করা হয় তবে ঠিক হবে। যেমন, আমার পরামর্শ হচ্ছে। এ ধরনের ব্যবহারকারীর তালিকা মাস অনুযায়ী লগ করা। এই লগে যেমন বটের দ্বারা তালিকাভুক্ত নাম থাকতে পারে, তেমনি বট এড়িয়ে গেছে এমন ব্যবহারকারীও যুক্ত করা যাবে। বট আলাদা করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা না দিয়ে ঐ তালিকাটি সময় অনুযায়ী হালনাগাদ করবে। টেবিলের ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। ধন্যবাদ। — তানভির • ১৩:১৫, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
নকীব, আপনি আপনার প্রস্তাবিত কাজগুলোর জন্য পরীক্ষামূলক সম্পাদনা করতে পারেন। প্রতিটি কাজের জন্য সর্বোচ্চা ৫-১০টি সম্পাদনা করার অনুরোধ। তবে সংগ্রহশালার কাজটির ক্ষেত্রে আপনার পছন্দের পাতা কোনগুলো একটু জানালে ভালো হতো। তবে সেই পাতাগুলোতে আপনি পরীক্ষামূলক সম্পাদনা করতে পারতেন। ধন্যবাদ। — তানভির • ১৩:৪৬, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)
- শ্রদ্ধেয় তানভির ভাই, এখানে আমার বটের অবদানে (যদিও ঠিক সুশৃঙখল ও ধারাবাহিকভাবে করা হয় নি) আপনি কাজ - ৩ এর পরীক্ষামূলক সম্পাদনা দেখতে পারবেন; আমি অনুরোধ করবো আরো পরীক্ষা করতে হলে সেখানে কিছু ভুয়া ছবি আপলোড করুন এবং আমাকে জানান কারণ সক্রিয় বাংলা উইকিতে ছবি আপলোডসংক্রান্ত কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছি না। আর সংগ্রহশালায় স্থানান্তরের ব্যাপারে আমি আমার নিজেরটা ছাড়াও দুজন ব্যবহারকারীর অনুরোধে তাদের আলাপ পাতা সংগ্রহশালায় স্থানান্তর করেছি দিয়েছি এবং তার সংযোগ আলোচনার শুরুতেই উল্লেখ করেছি। পূর্বে আফতাবুজ্জামান ভাইয়ের সম্মতি ও সেদিন আপনার অনুমতি পাওয়ার পরপরই আমি আন্তঃনামস্থানে পুনর্নির্দেশিত বিষয়শ্রেণীসমূহে ট্যাগ লাগানো শুরু করি এখানে সে সম্পাদনাগুলো পাবেন। ভালো নিবন্ধে বিজ্ঞপ্তি প্রদান আগে চালু ছিল; কিন্তু তাতে কিছুটা বাগ থাকায় সেটা বন্ধ হয় যায়। বর্তমানে ব্যক্তিগত ব্যস্ততায় নতুন করে পরীক্ষামূলক সম্পাদনা করতে একটু দেরি হতে পারে। আর আপত্তিকর শব্দযুক্ত ব্যবহারকারী নামের পরীক্ষাটি কোনো উইকিতেই সক্রিয়ভাবে পরীক্ষা করা সম্ভব নয়; আপনি নিশ্চয়ই পরীক্ষামূলক সম্পাদনার জন্য ১৫টি সকপাপেট তৈরির অনুমতি দেবেন না (^~°)। এজন্য অনুগ্রহপূর্বক আলোচনা করে সময় বের করে সক্রিয় থেকে আপনি এই পাতায় সম্ভাব্য টেস্টকেস দেবেন আর আমি শুধুমাত্র উক্ত পাতায় বট চালিয়ে শনাক্ত করবো। তবে এ ধরনের সম্পাদনার জন্য অভিজ্ঞ যে কাউকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৩:২০, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)
- ১ ও ২ নংয়ে কোন সমস্যা দেখছি না। ৩ ও ৪ নংয়ের জন্য আগে পরীক্ষামূলক সম্পাদনার অনুমোদন দেয়া দরকার। ৩ নং গ্রাহকভিত্তিক, ফলে বট কেবল অনুরোধের ভিত্তিতে সংগ্রহশালা করবে, সব ঠিক আছে। ৪ নংয়ের জন্য কোড করা হয়েছে গেছে? না হলে ইংরেজি উইকিতে এক বট এটি করে, তার কাছে কোড চেয়ে অনুরোধ করা যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০০, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)
- প্রিয় আফতাবুজ্জামান ভাই, ৩-নং গ্রাহকভিত্তিক হওয়ার পাশাপাশি উইকিপিডিয়ায় প্রশাসকদের আলোচনাসভা, সাধারণ আলোচনাসভা ও এজাতীয় সকল আলোচনাসভায়ও ব্যবহার করাতে চাই। এক্ষেত্রে তিনমাসের পুরনো আলোচনা সংগ্রহশালায় নেওয়া হবে (এটি অবশ্যই পরিবর্তনযোগ্য)। অন্যদিকে ৪.১ এর কোড করা হয় নি, কিন্তু ৪.২ এর কোড সম্পূর্ণ করে পরীক্ষাও চালানো শেষ হয়েছে; যার নমুনার সংযোগ আমি উপরের আলোচনায় দিয়েছি। আবারও বলছি ৩ ও ৪ এর পরীক্ষা ইতিমধ্যেই পরীক্ষামূলক উইকিতে করা হয়েছে এবং তার সংযোগ দেয়া হয়েছে। ৪ নং একটু স্পর্শকাতর হওয়ায় তা এই উইকিতে নতুন করে পরীক্ষা করা অনুচিত বলে মনে করি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৬:২৫, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)
- হালনাগাদ:বাংলা উইকিতে ৪.১ ও ৫ নং কাজের যথাক্রমে ৪-৫ টি ও ৩টি পরীক্ষামূলক সম্পাদনা করা হয়েছে।নকীব সরকার বলুন... ০৬:২৯, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
- নকীব, আলাদা করে ফাইল আপলোড না করে ক্ষুদ্র চিত্রটি মূল ফাইলেই আপলোড করা উচিত। উদা: চিত্র:ইয়েভাদু (চলচ্চিত্র) (ক্ষুদ্র সংস্করণ).jpg নামে আপলোড না করে, এই ক্ষুদ্র চিত্রটা মূল চিত্র:ইয়েভাদু (চলচ্চিত্র).jpg-এ আপলোড করা উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৯, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
- @Wikitanvir:হালনাগাদ:বটের মাধ্যমে এই পাতায় {{ভালো নিবন্ধ পুনর্মূল্যায়ন}} সরিয়ে {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} ট্যাগটি যোগ করেছি (সম্পাদনা) এবং সংশ্লিষ্ট প্রস্তাবনা পাতায় নতুন ভুক্তি যুক্ত করেছি (সম্পাদনা)। এর ফলে কাজ ২ এর পরীক্ষা করা হয়েছে। নকীব সরকার বলুন... ১১:১৪, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)
- হালনাগাদ: ২.১ নং কাজটির পরীক্ষামূলক সম্পাদনা করা হয়েছে ([১], [২], [৩], [৪], [৫], [৬])। নকীব সরকার বলুন... ১২:৫৪, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)
- নকীব, ৪ নং-এর জন্য পরীক্ষা আবার করা দরকার। কিছুদিন আগে যেটা করেছিলে সেটায় বট আলাদা করে ফাইল আপলোড করেছিল। আলাদা না করে, একই ফাইলে হ্রাসকৃত সংস্করণটি আপলোড করা দরকার। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৫, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)
- হালনাগাদ: ২.১ নং কাজটির পরীক্ষামূলক সম্পাদনা করা হয়েছে ([১], [২], [৩], [৪], [৫], [৬])। নকীব সরকার বলুন... ১২:৫৪, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)
- @Wikitanvir:হালনাগাদ:বটের মাধ্যমে এই পাতায় {{ভালো নিবন্ধ পুনর্মূল্যায়ন}} সরিয়ে {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} ট্যাগটি যোগ করেছি (সম্পাদনা) এবং সংশ্লিষ্ট প্রস্তাবনা পাতায় নতুন ভুক্তি যুক্ত করেছি (সম্পাদনা)। এর ফলে কাজ ২ এর পরীক্ষা করা হয়েছে। নকীব সরকার বলুন... ১১:১৪, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)
- নকীব, আলাদা করে ফাইল আপলোড না করে ক্ষুদ্র চিত্রটি মূল ফাইলেই আপলোড করা উচিত। উদা: চিত্র:ইয়েভাদু (চলচ্চিত্র) (ক্ষুদ্র সংস্করণ).jpg নামে আপলোড না করে, এই ক্ষুদ্র চিত্রটা মূল চিত্র:ইয়েভাদু (চলচ্চিত্র).jpg-এ আপলোড করা উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৯, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
- হালনাগাদ:বাংলা উইকিতে ৪.১ ও ৫ নং কাজের যথাক্রমে ৪-৫ টি ও ৩টি পরীক্ষামূলক সম্পাদনা করা হয়েছে।নকীব সরকার বলুন... ০৬:২৯, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
- প্রিয় আফতাবুজ্জামান ভাই, ৩-নং গ্রাহকভিত্তিক হওয়ার পাশাপাশি উইকিপিডিয়ায় প্রশাসকদের আলোচনাসভা, সাধারণ আলোচনাসভা ও এজাতীয় সকল আলোচনাসভায়ও ব্যবহার করাতে চাই। এক্ষেত্রে তিনমাসের পুরনো আলোচনা সংগ্রহশালায় নেওয়া হবে (এটি অবশ্যই পরিবর্তনযোগ্য)। অন্যদিকে ৪.১ এর কোড করা হয় নি, কিন্তু ৪.২ এর কোড সম্পূর্ণ করে পরীক্ষাও চালানো শেষ হয়েছে; যার নমুনার সংযোগ আমি উপরের আলোচনায় দিয়েছি। আবারও বলছি ৩ ও ৪ এর পরীক্ষা ইতিমধ্যেই পরীক্ষামূলক উইকিতে করা হয়েছে এবং তার সংযোগ দেয়া হয়েছে। ৪ নং একটু স্পর্শকাতর হওয়ায় তা এই উইকিতে নতুন করে পরীক্ষা করা অনুচিত বলে মনে করি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৬:২৫, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)
- ১ ও ২ নংয়ে কোন সমস্যা দেখছি না। ৩ ও ৪ নংয়ের জন্য আগে পরীক্ষামূলক সম্পাদনার অনুমোদন দেয়া দরকার। ৩ নং গ্রাহকভিত্তিক, ফলে বট কেবল অনুরোধের ভিত্তিতে সংগ্রহশালা করবে, সব ঠিক আছে। ৪ নংয়ের জন্য কোড করা হয়েছে গেছে? না হলে ইংরেজি উইকিতে এক বট এটি করে, তার কাছে কোড চেয়ে অনুরোধ করা যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০০, ৬ জুলাই ২০২০ (ইউটিসি)
শ্রদ্ধেয় আফতাবুজ্জামান ভাই, অ-মুক্ত ছবিকে হ্রাসপূর্বক আপলোড করার পরীক্ষামূলক সম্পাদনা (এখানে দেখুন) করা হয়েছে। নকীব সরকার বলুন... ০৩:০৯, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
- পরীক্ষামূলক আপলোডে কোন সমস্যা দেখিনি। এটির অনুমোদন দেয়া যায় বা আরও পরীক্ষা করতে চাইলে আরও পরীক্ষার অনুমোদন দেয়া যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৯, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
নকীব, আপনার বট নীতিমালা বিরোধী ব্যবহারকারী নাম সনাক্ত করার সময় ভুল করে সঠিক কিছু নামে বার্তা দিয়েছিলো, যা আপনি পরে আবার বাতিল করেছেন। এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি? — তানভির • ১২:৪৭, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
- শ্রদ্ধেয় তানভির ভাই, বটের ফিল্টারে কয়েকটি শব্দ ছিল স্পর্শকাতর (যেমন
job
শব্দটি সাধারণতbdjobs.com
বা এ জাতীয় বিভিন্ন চাকরির ওয়েবসাইটের নামে থাকে। কিন্তু পরে বট চালানোর সময়ে খেয়াল করলাম এটিJobayer
নামেও থাকতে পারে। ফলে ফিল্টার থেকে এটি বাদ দিতে হল।) এরূপapp
(সাধারণতapplication
,applicant
,app
এর জন্য) শব্দটিbappy
শব্দটির মধ্যেও থাকায় এটি বাদ দিতে হল। এভাবে আমি পর্যবেক্ষণ করায় আরো কিছু ত্রুটি দেখে তা বাতিল করে দেই। আর এই স্ক্রিপ্টটি রিয়েলটাইম পারফর্ম্যান্সের জন্য কম্পাইল্ড কোড রান করি (.pyc
)। ফলে স্ক্রিপ্ট সংশোধন করলেও কখনো কখনো__pycache__
ডিরেক্টরিতে সেটা হালনাগাদ হয় না বলে অনাকাঙ্ক্ষিত ত্রুটিটি ঘটেছে। আপনি যদি আরো সুনির্দিষ্টভাবে বলেন তাহলে আমি আরো সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৩:০১, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)- পুনশ্চ ১: আমি কি ফিল্টারটি প্রকাশ্যে উইকিপিডিয়ায় প্রকাশ করবো? নকীব সরকার বলুন... ১৩:০৯, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
- নকীব, দ্রুত উত্তর: ফিল্টার অবশ্যই পাবলিকলি প্রকাশ করবেন না! — তানভির • ১৫:৫৪, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
- তানভির, জ্বি ভাই। সেজন্যই মূলত জিজ্ঞাসা করেছি। কারণ নতুবা অপব্যবহারকারীরা তার সুযোগ নিতে পারে। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৭:৫৭, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
- পুনশ্চ ১: পূর্বের আবেদনে সম্পাদনা যুদ্ধ শনাক্তকরণের অ্যালগরিদম (যদিও খুব বেশি বিস্তৃত বর্ণনা দেই নি) কি মুছে দেয়া যাবে? নকীব সরকার বলুন... ১৭:৫৯, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
- নকীব, ঐটি মোছার প্রয়োজন নেই। থাকলে ক্ষতি দেখছি না। — তানভির • ০৭:১৮, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
- নকীব, দ্রুত উত্তর: ফিল্টার অবশ্যই পাবলিকলি প্রকাশ করবেন না! — তানভির • ১৫:৫৪, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
- পুনশ্চ ১: আমি কি ফিল্টারটি প্রকাশ্যে উইকিপিডিয়ায় প্রকাশ করবো? নকীব সরকার বলুন... ১৩:০৯, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
তানভির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নকীব সরকার বলুন... ০৮:৪২, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)