বিষয়বস্তুতে চলুন

আত-তারিখুল কাবির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আত-তারিখুল কাবির
লেখকইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন্ ইসমাইল আল-বুখারি
মূল শিরোনামالتاريخ الكبير
ভাষাআরবি
ধরনBiographical evaluation
প্রকাশিতদারাহ আল-মারিফ আল-উসমানিয়াহ

আত-তারিখুল কাবির বা তারিখুল কবির বা তারিখে কবির (আরবি :التاريخ الكبير - উর্দু: تاریخ کپیر) এটি ইসলামি বিশ্বে ইলমে হাদিসের গবেষণার জন্য রিজাল শাস্ত্রের ওপর রচিত একটি বিখ্যাত বই। এটি আরবি ভাষায় রচিত। গ্রন্থটি প্রণয়ন করেন বিখ্যাত ইসলামি সুন্নী পণ্ডিত প্রসিদ্ধ মুহাদ্দিস ও হাদিস বিশারদ ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন্ ইসমাইল আল-বুখারি (১৯৪ হি:- ২৫৬ হি:)। তিনি তার জীবনের আঠারটি বছর মদিনায় মসজিদে নববিতে অবস্থানকালে চাঁদনী রাতগুলোতে প্রিয় নাবি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার পাশে বসে গ্রন্থটি রচনা করেছিলেন। এ মর্মে ইমাম বুখারি নিজেই বলেন : আমি এ গ্রন্থটি জ্যোৎস্না রাতগুলোতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এর কবরের পাশে বসে রচনা করেছি । আত-তারিখুল কাবির গ্রন্থটিতে সাহাবিদের যুগ থেকে ইমাম বুখারির যুগ পর্যন্ত চল্লিশ হাজারের অধিক রাবীর জীবনী আলোচিত হয়েছে।[] এতে সিকাহ ও গায়র সিকাহ এবং নারী ও পুরুষ সহ সকল ধরনের রাবীই অন্তর্ভুক্ত রয়েছেন। এ সকল ব্যক্তিদের সার্বিক অবস্থা আলোচনা করা হয়েছে এ গ্রন্থটিতে।[] হাদিস বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ এই গ্রন্থটির পাদটীকাও লিখেছেন এর মধ্যে মুসলিম ইবনে কাসিমের পাদটীকা সুপরিচিত।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সিয়য়ারু আ'লামিন নুবালা ১২/৪৭০; মিন্নাতুল বারী শারহু ছহীহিল বুখারী ১/৯৯ 
  2. রিজাল শাস্ত্র ও জাল হাদিসের ইতিবৃত্ত : পৃষ্ঠা: ৪৪৩ ;- ড. মুহাম্মদ জামাল উদ্দিন , ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ , গবেষণা বিভাগ ; প্রকাশকাল : মার্চ ২০০৪ , চৈত্র ১৪১০ , মহরম ১৪২৫। ISBN 984-06-0820-7
  3. কাশফুজ জুনুন ( کشف الظنون ): হাজ্বী খলিফা।