মোহাম্মদ রফিকুল আলম বেগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
মোহাম্মদ রফিকুল আলম বেগ
ষষ্ঠ উপাচার্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৮ মে ২০১৪ – ২৮ মে ২০১৮
পূর্বসূরীমর্ত্তুজা আলী
উত্তরসূরীরফিকুল ইসলাম সেখ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-01-07) ৭ জানুয়ারি ১৯৫৯ (বয়স ৬৫)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ রফিকুল আলম বেগ (জন্ম:জানুয়ারী ১৯৫৯) একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।[১] ২৮ মে ২০১৪-তে তাকে চার বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল।[২]

পড়ালেখা ও কর্মজীবন[সম্পাদনা]

রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৯ সালে যন্ত্র প্রকৌশল এ বিএসসি শেষ করেছেন।[৩][৪] ১৯৮৪ সালে তিনি প্রভাষক হিসাবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয় এ। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বিআইটি) যোগদান করেন হয় এবং ২০০৩ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়। তিনি যন্ত্র প্রকৌশল এ এমএসসি অর্জন করেন ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এবং ১৯৯৭ পি এইচ ডি সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে।[৫] তাঁর গবেষণার বিষয় ছিলো সিরামিক প্রলিপ্ত ডিজেল ইঞ্জিনগুলির জ্বলন আচরণ এবং দূষণ নিয়ন্ত্রণ এবং বিকল্প জ্বালানী ব্যবহার সহ অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিনগুলিতে।

বেগ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসাবে চারবার দায়িত্ব পালন করেছিলেন এবং ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত যান্ত্রিক প্রকৌশল অনুষদের ডিন ছিলেন। ২৮ শে মে, ২০১৪ এ তাকে উপাচার্য হিসাবে চার বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রফিকুল আলম বেগ রুয়েটের নতুন ভিসি"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  2. "রফিকুল আলম বেগ রুয়েটের নতুন উপাচার্য"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  3. "Dr. Mohd. Rafiqul Alam Beg"Department of Mechanical Engineering। RUET। ২০১৬-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০৯ 
  4. "Prof Rafiqul Alam Beg, new VC of RUET"Bangladesh Sangbad Sangstha। ২৮ মে ২০১৪। ২০১৭-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৭ 
  5. "রুয়েটের নতুন ভিসি ড. রফিকুল আলম"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০