বিষয়বস্তুতে চলুন

পিয়া বাজপেয়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিয়া বাজপেয়ী
জন্ম
(1993-12-22) ২২ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০)

পেশাঅভিনেত্রী, মডেল

পিয়া বাজপেয়ী (হিন্দি: पिया बाजपेयी; জন্ম: ২২ ডিসেম্বর ১৯৯৩) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল, যিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ভেঙ্কট প্রভুর কমেডি চলচ্চিত্র গোয়া-তে রোশনি এবং কে.ভি. আনন্দের রাজনৈতিক-থ্রিলার কো-তে সারো চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। চলচ্চিত্রে অভিনয় করার আগে পিয়া বেশ কিয়েকটি বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

পিয়া বাজপেয়ী ভারতের এটাবায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কম্পিউটার কোর্স প্রশিক্ষণ গ্রহণ করতে তিনি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন।[][] পিয়ার বাবা-মা তার সিদ্ধান্তের বিরোধিতা করলেও কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমার জন্য ভর্তি হয়েছিলেন তিনি, যদিও অর্থ উপার্জনের জন্য রিসেপশনিস্ট হিসাবে এবং টিউটরিংয়ের মতো ছোট ছোট চাকরির কাজ করেছিলেন। তবে এক বছর পরে অফিসের চাকরিটি তাকে অস্থির করে ফেলেছিল এবং তিনি নিজের টাকায় মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন। এরপর পিয়া বিভিন্ন ধারাবাহিকের জন্য ডাবিং শিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন, তবে চাকরিটি তাকে হতাশাগ্রস্ত করেছিল এবং তিনি ছাপা ও টেলিভিশন বিজ্ঞাপন এবং সঙ্গীত ভিডিওগুলিতে মডেল হিসাবে নিজের পেশা খুঁজে নিয়েছিলেন।[] সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, তিনি ক্যাডবেরীর বিজ্ঞাপনীতে অভিনেতা অমিতাভ বচ্চন এবং সোনাটা ঘড়ির বিজ্ঞাপনীতে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সাথে অভিনয় করেছিলেন। অবশেষে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন পরিচালিত কোনো বাণিজ্যিক বিজ্ঞাপনে পিয়ার স্বাক্ষাৎ হলে তিনি একটি চলচ্চিত্রের জন্য স্বাক্ষরিত হয়েছিলেন এবং এর মাধমে অভিনয়ে তার আত্মপ্রকাশ ঘটেছিল।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০০৮ পোই সোল্লা পোরম অমৃতা তামিল
এগান পূজা
২০০৯ নিনু কালীসাকা বিন্দু তেলুগু
২০১০ গোয়া রোশনি তামিল
বালে পান্ডিয়া বৈষ্ণবী
২০১১ কো সরস্বতী (সরো) মনোনীত - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বিজয় পুরস্কার
২০১২ মাস্টার্স দক্ষ মালয়ালম
সাত্তাম ওরু ইরুতরাই জেসমিন তামিল
২০১৩ ব্যাকবেঞ্চ স্টুডেন্ট চৈত্রা তেলুগু
দালাম শ্রুতি
২০১৪ কোট্টম শ্রুতি তামিল
নেরুঙ্গি ওয়া মুঠমিদাতে মায়া
আমায়ুম মুয়ালাম থমারা মালয়ালম
মুম্বই দিল্লি মুম্বই পিয়া হিন্দি
২০১৫ এক্স: পাস্ট ইজ প্রেজেন্ট শিরিন ইংরেজি
২০১৬ লাল রঙ পুনম শর্মা হিন্দি
২০১৮ মির্জা জুলিয়েট জুলি
অভিয়ুম আনুভুম অনু তামিল দ্বিভাষিক চলচ্চিত্র
অভিয়ুদা কদা অনুভিন্তেয়ুম মালয়ালম
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • দ্য ভার্জিনস (২০১৬)[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Meet the real Babli"। DNA India। ২০১০-১২-০২। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  2. "Piaa goes on a promotional tour"। Sify। ২০১০-০২-১৬। ২০১৪-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  3. Sudhish Kamath (২০১০-০৫-০৬)। "The Hindu : Arts / Cinema : Bale Piaa!"। Beta.thehindu.com। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  4. "Cinema Plus / Cinema : Kollywood Dreams"। The Hindu। ২০০৮-১০-০৩। ২০০৮-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  5. "The Virgins – short film"। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]