বিষয়বস্তুতে চলুন

দেবল দেববর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেবল দেববর্মা একজন বাঙালী সাহিত্যিক। তাঁর আসল নাম অজিত চট্টোপাধ্যায়।

কর্মজীবন

[সম্পাদনা]

দেবল দেববর্মা ওড়িশার ঝাড়সুগদায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা চণ্ডীচরণ চট্টোপাধ্যায়ের বদলির চাকরির দরুন তাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে হয়। সালকিয়া অ্যাংলাে-সংস্কৃত স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও বাঁকুড়ায় আই.এস.সি. পাশ করেন। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন, পরে বাণিজ্যকর দপ্তরের আধিকারিক হন। ছাত্রজীবন থেকেই সাহিত্যরচনা করেছেন তিনি। প্রবাসী আয়ােজিত একটি গল্প প্রতিযােগীতায় যোগ দিয়ে পুরস্কার পান। দেবল দেববর্মা ছদ্মনামে তাঁর প্রকাশিত গ্রন্থ প্রায় ৬০ এর অধিক।[] তাঁর রচিত একাধিক কাহিনী ও নাটক বেতারে এবং দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে।[] তিনি আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী ইত্যাদি পত্রিকায় গল্প ও উপন্যাস লিখেছেন। তাঁর সৃষ্ট কিশোর গোয়েন্দা প্রলয়।

  • রহস্য যখন গভীর
  • ঝাসির রানী লখীবাই
  • পাহাড়ে আলো জ্বলে
  • নিখোঁজ রতন
  • মনের মুকুরে কার ছায়া
  • আইবুড়ো ঘটক
  • জীবন এক কাহিনী
  • নাচনহাটির জনসাহেব
  • পাপ পুণ্য
  • চক্রবাক
  • মালিনী
  • ওপার কলকাতা
  • খতম
  • ইতিহাসের বীর ললনা রানী অহল্যাবাঈ হোলকার
  • পেলিং রহস্য
  • কাল যায় কাল আসে
  • কিংবদন্তীর খনা
  • চন্দ্রবর্মার গুপ্তধন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Debol Debborma Books: দেবল দেববর্মা এর বই সমূহ | Rokomari.com"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বেতার নাটক – চক্রবাক | ESD | বাংলা" (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২০ 
  3. "Online Public Access Catalogue"। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]