বাঁকুড়া খ্রিস্টান কলেজ
ধরন | স্নাতক ও স্নাতোকত্তর কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৩৭ |
অধ্যক্ষ | ড. ফটিকবরণ বর্মন মণ্ডল |
অবস্থান | , , ২৩°১৪′১৭″ উত্তর ৮৭°০৩′৩৩″ পূর্ব / ২৩.২৩৮১° উত্তর ৮৭.০৫৯৩° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
ওয়েবসাইট | http://www.bankurachristiancollege.in |
১৯০৩ সালে প্রতিষ্ঠিত বাঁকুড়া খ্রিস্টান কলেজ [১] ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার প্রাচীনতম কলেজ। এটি আর্টস এবং সায়েন্সের স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে পাঠদান করে। এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত।
ইতিহাস
[সম্পাদনা]অধ্যক্ষের তালিকা | |
---|---|
জে মিচেল | ১৯০৩-১৯১০ |
এ ই ব্রাউন | ১৯১০-১৯২৭ |
এ আর স্পুনার | ১৯২৭-১৯৩৩ |
উইলিয়াম বেইলি | ১৯৩৩-১৯৩৭ |
সি এফ বল | ১৯৩৭-১৯৪৩ |
ডব্লিউ জে কালশো | ১৯৪৩-১৯৪৯ |
একে মণ্ডল | ১৯৪৯-১৯৬৬ |
আর এন দাস | ১৯৬৬-১৯৭১ |
আর এল সরকার | ১৯৭১-১৯৭১ |
এস সিংহ | ১৯৭১-১৯৮১ |
টিচার-ইন-চার্জ | ১৯৮১-১৯৮৫ |
মার্ক মীর | ১৯৮৫-১৯৮৭ |
টিঢার-ইন-চার্জ | ১৯৮৭-১৯৯২ |
ড. রিচার্ড আর এন বাজপাই | ১৯৯২-২০১৪ |
ফটিকবরণ মণ্ডল | ২০১৪-২০১৮ |
বাঁকুড়া খ্রিস্টান কলেজ ১৯০৩ সালে ওয়েসলিয়ান মিশনারি সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাঁকুড়া জেলায় প্রতিষ্ঠিত প্রথম কলেজ। প্রথম অধ্যক্ষ ছিলেন রেভারেন্ড জে মিচেল। ১৯০৭ সালে এটিকে ইন্টারমিডিয়েট আর্টস (আইএ) এবং স্নাতক (বিএ) কোর্স পড়ানোর এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার অনুমোদন দেওয়া হয়। এরপরে ১৯১১ সালে ইন্টারমিডিয়েট সায়েন্স (আই.এস.সি) কোর্স এবং অনার্স ডিগ্রি ১৯২১ সালে চালু করা হয়েছিল। [২]
বিভাগ
[সম্পাদনা]বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এর অধীন বাঁকুড়া খ্রিস্টান কলেজ যে সব বিষয় পড়ানো হয় তা নিম্নরূপ:
বি.এসসি অনার্স
[সম্পাদনা]- রসায়ন
- পদার্থবিদ্যা
- গণিত
- কম্পিউটার বিজ্ঞান
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্য
- পুষ্টি
- শারীরবিদ্যা
- ভূগোল
- অর্থনীতি
- ইলেক্ট্রনিক্স
বিএ অনার্স
[সম্পাদনা]- বাংলা
- ইংরেজি
- সংস্কৃত
- ইতিহাস
- শারীরিক শিক্ষা
- রাষ্ট্রবিজ্ঞান
- দর্শন
- সমাজবিজ্ঞান
প্রকৃত-সময় আবহাওয়া রিপোর্ট
[সম্পাদনা]কলেজের ভূগোল বিভাগ ২০১২ সাল থেকে বাঁকুড়া জেলার রিয়েল-টাইম আবহাওয়ার প্রতিবেদন দেয়া শুরু করেছে।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
[সম্পাদনা]বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ ১৯৯৯ সাল থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ) একটি অনুমোদিত স্টাডি সেন্টার। [৩] বাঁকুড়া খ্রিস্টান কলেজে এনএসইউ-র অধীন যে সব বিষয় পড়ানো হয় সেগুলি বিষয়গুলি নিম্নরূপ:
বিশ্ববিদ্যালয়ের এম এ উপাধিকারী
[সম্পাদনা]- বাংলা
- ইংরেজি
- ইংরেজি ভাষার পাঠদান
- রাষ্ট্রবিজ্ঞান
- ইতিহাস
- পাবলিক প্রশাসন
- সামাজিক কাজ
বিজ্ঞানে স্নাতকোত্তর
[সম্পাদনা]- গণিত
বাণিজ্য মাস্টার
[সম্পাদনা]- বাণিজ্য
কলা স্নাতক
[সম্পাদনা]- বাংলা
- ইংরেজি
- ইংরেজি ভাষার পাঠদান
- রাষ্ট্রবিজ্ঞান
- ইতিহাস
- পাবলিক প্রশাসন
- সামাজিক কাজ
সার্টিফিকেট কোর্স
[সম্পাদনা]- স্নাতক প্রস্তুতিমূলক প্রোগ্রাম
গ্রন্থাগার বিজ্ঞান (বিএলআইএস)
[সম্পাদনা]- গ্রন্থাগার বিজ্ঞান
কম্পিউটার কেন্দ্র
[সম্পাদনা]কলেজগুলি কম্পিউটার পরিচালনার জন্য ওয়েবেল ইনফরম্যাটিকস লিমিটেড চালু করেছে কলেজটি। [৪]
খতিয়ান
[সম্পাদনা]ইংলিশ বিভাগ দুটি আন্তর্জাতিক জার্নাল প্রকাশ করে: ওয়েসলিয়ান জার্নাল অফ রিসার্চ অ্যান্ড অ্যাপোকলেশন জার্নাল ।
উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র
[সম্পাদনা]- দীনেশচন্দ্র গড়াই, কলকাতার প্রাক্তন বিশপ
- ক্ষুদিরাম দাস, পণ্ডিত, শিক্ষাবিদ, সমালোচক, সাহিত্যিক, রবীন্দ্র সাহিত্যের একজন কর্তৃপক্ষ এবং ভাষাতত্ত্ব বিশেষজ্ঞ।
- দেবল দেববর্মা, সাহিত্যিক
- মানিক বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Colleges in West Bengal"। University Grants Commission। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩।
- ↑ "Bankura Christian College"। ১৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১২।
- ↑ "Study Centre List" (পিডিএফ)। Netaji Subhas Open University। ১ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩।
- ↑ "College Computer Center"। Bankura Christian College। ২ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩।