গিরিজানন্দ চৌধুরী ব্যবস্থাপনা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান, তেজপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিরিজানন্দ চৌধুরী ব্যবস্থাপনা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান, তেজপুর
Logo of GIMT-Tezpur
নীতিবাক্য"Truth, Discipline & Excellence"
ধরনপাব্লিক-প্রাইভেট-পাটনারশিপ (PPP)
স্থাপিতআগস্ট'২০১১
অধ্যক্ষড° বিশ্বরূপ শইকীয়া
ডিনকেপ্তেইন মুকুল কুমার দাস (Administrative),
দিপাল বরুয়া (Academic)
পরিচালকঅধ্যাপক পি. কে. ব্রহ্ম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৬০ (approximately)
স্নাতক৬০০ (সরকারী আসন প্রতি বর্ষে ৩৩টি)(approximately)
অবস্থান
ডেকারগাওঁ, কুন্দারবাড়ি,তেজপুর, পিন-৭৮৪৫০১
, ,
শিক্ষাঙ্গনগ্রাম্য প্রধান
AcronymGIMT-Tezpur
অধিভুক্তিঅল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিকাল এডুকেশন (সংক্ষেপে AICTE) (2011-বর্তমান পর্যন্ত)
আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় (2013-present)
গুয়াহাটি বিশ্ববিদ্যালয় (2011-2016)
ওয়েবসাইটwww.gimt-tezpur.ac.in
মানচিত্র

গিরিজানন্দ চৌধুরী ব্যবস্থাপনা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান, তেজপুর (ইংরেজি: Girijananda Chowdhury Institute of Management and Technology, Tezpur, সংক্ষেপে জি আই এম টি, তেজপুর) সরকারি এবং ব্যক্তিগত খণ্ডের প্রচেষ্টায় গড়ে ওঠা আসামের একটি প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। ২০১১ সালে শোণিতপুর জেলার তেজপুর শহরের সমীপে ডেকারগাঁও কুন্দারবাড়ি অঞ্চলে এটি প্রতিষ্ঠা করা হয়।

অবস্থিতি[সম্পাদনা]

জি আই এম টি তেজপুর হল শ্রীমন্ত শংকর একাডেমী সোসাইটির অধীনস্থ দ্বিতীয় প্রকৌশল মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয় শোণিতপুর জেলার তেজপুরের ডেকারগাঁওয়ের কুন্দারবাড়ি রাজস্ব গাঁওয়ের ঔদ্যোগিক অঞ্চলে অবস্থিত। ডেকারগাও রেলওয়ে স্টেশন সমীপতে এই প্রতিষ্ঠানটি অবস্থিত।

অন্তর্ভুক্তি[সম্পাদনা]

অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিকাল এডুকেশনের (সংক্ষেপে AICTE) অনুমোদন ক্রমে তিনটি প্রকৌশল বিভাগ: সিভিল, মেকানিকাল, ইলেক্ট্রিকেলর জন্য ছাত্র-ছাত্রীর ভর্তি রাজ্য ভিত্তিতে অনুষ্ঠিত Common Entrance Examination-এর ফলাফলের ভিত্তিতে আরম্ভ করা হয়। প্রথমে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অন্তভুক্ত প্রতিষ্ঠানটি বর্তমানে আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়ের অন্তভুক্ত। [১]

পাঠক্রম[সম্পাদনা]

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এবং আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি স্নাতক পর্যায়ে পাঠক্রম দেয়। প্রকৌশল বিষয়ে চারবছরের স্নাতক পর্যায়ের পাঠক্রম দেওয়া বিভাগসমূহ হল:

বিভাগসমুহ[সম্পাদনা]

পাঠক্রমের বিভিন্ন দিক পুর্ণ করার জন্য প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগ আছে। বিভিন্ন বিভাগের অধীনে প্রায় ২৩টা পরীক্ষাগার আছে।

প্রকৌশল বিভাগ[সম্পাদনা]

  • যান্ত্রিক প্রকৌশল বিভাগ
  • অসামরিক প্রকৌশল বিভাগ
  • বৈদ্যুতিক প্রকৌশল বিভাগ
  • সু়ক্ষ্ম বৈদ্যুতিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগ

অন্যান্য বিভাগ[সম্পাদনা]

  • ভৌতিক বিজ্ঞান বিভাগ
  • গণিত বিভাগ
  • রসায়ন বিজ্ঞান বিভাগ
  • মানবিকী ও সমাজ বিজ্ঞান বিভাগ

প্রশিক্ষণ ও নিয়োগ কোষ[সম্পাদনা]

প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ও নিয়োগ কোষের কাজ গিরিজানন্দ চৌধুরী ব্যবস্থাপনা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান, গুয়াহাটির সাথে যৌথ ভাবে পরিচালিত হয়। সৌরভ মজিন্দর বরুয়া দুটি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও নিয়োগ আধিকারিক। তেজপুর প্রতিষ্ঠানের নিয়োগকারী বিভিন্ন কোম্পানী তথা প্রতিষ্ঠানসমূহ রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দীপাংকর কলিতা। জি আই এম টি, তেজপুর প্রতিষ্ঠার আঁরর কাহিনী। তেজপুর: জিমচিয়ান (জি আইএম টি তেজপুরর বার্ষিক মুখপত্র,প্রথম সংখ্যা)। পৃষ্ঠা ১,২ পৃষ্ঠা।