বিষয়বস্তুতে চলুন

এস এম আবু সায়ীদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যক্ষ
এসএম আবু সায়ীদ
নড়াইল-১ আসনের সাংসদ
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীধীরেন্দ্র নাথ সাহা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৩৭
কালিয়া উপজেলা, নড়াইল জেলা
মৃত্যু২৮ আগস্ট ২০১৭
নড়াইল সদর হাসপাতাল
রাজনৈতিক দলজাতীয় পার্টি
বাংলাদেশ আওয়ামী লীগ
সন্তাননিঃসন্তান

এস এম আবু সায়ীদ (১ জানুয়ারি ১৯৩৭-২৮ আগস্ট ২০১৭) বাংলাদেশের নড়াইল জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

এস এম আবু সায়ীদ ১ জানুয়ারি ১৯৩৭ সালে নড়াইল জেলার কালিয়া উপজেলার বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিঃসন্তান ছিলেন।

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

এসএম আবু সায়ীদ খুলনা দৌলতপুর দিবা নৈশ লেজের ও শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৮৪ সালে আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রথমে কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে নড়াইল জেলা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।[৩] তিনি ১৯৮৬ সালের তৃতীয়১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২] ১৯৯৬ সালে তিনি পুনরায় আওয়ামী লীগে যোগ দিয়ে নড়াইল জেলা কৃষকলীগের সভাপতি নির্বাচিত হন।[৪]

মৃত্যু

[সম্পাদনা]

এসএম আবু সায়ীদ ২৮ আগস্ট ২০১৭ হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  3. "নড়াইলের সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদ আর নেই"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৩ 
  4. "সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদের ইন্তেকাল | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৩ 
  5. "সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদের ইন্তেকাল"ppbd.news। ২৯ আগস্ট ২০১৭।