ফেলিক্স কেসাদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেলিক্স কেসাদা

ফেলিক্স লেসাদা মাস (১ জুলাই ১৯০২ – ৯ জুলাই ১৯৫৯) একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ২৪৪ ম্যাচে ৩৩টি গোল করেছিলেন। এই ক্লাবে তার ক্যারিয়ারের সময় তিনি ১২টি জোনাল চ্যাম্পিয়নশিপ, ২টি লা লিগা শিরোপা জয়লাভ করেছেন। তিনি স্পেন ফুটবল দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে একটিতে গোল করেছিলেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
অজানা
রিয়াল মাদ্রিদ অধিনায়ক
অজানা–১৯৩৬
উত্তরসূরী
কিঙ্কোকেস

টেমপ্লেট:স্পেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার