দীপক চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দীপক চৌধুরী (১৯১৫ — ২৩ জুন, ১৯৭৩) একজন বাঙালী কবি ও সাহিত্যিক। তার প্রকৃত নাম নীহাররঞ্জন ঘোষাল।[১]

জীবনী[সম্পাদনা]

দীপক চৌধুরী নদীয়া জেলাকৃষ্ণনগরে জন্মগ্রহন করেন। ঢাকায় পড়াশোনা সম্পূর্ণ করার পর দেশবিভাগের সময় কলকাতা আসেন। ১৯৫৬ সালে তিনি দার্জিলিং চলে যান। ছোটগল্প, নাটক, কবিতা ও অনুবাদ সাহিত্যে তার প্রায় ৪০ টি গ্রন্থ আছে। লাইটপোস্ট তার কবিতা গ্রন্থ। উল্লেখযোগ্য উপন্যাস পাতালে এক ঋতু, এই গ্রহের ক্রন্দন, রোয়াক, শঙ্খবিষ, খড়িমাটির স্বর্গ, এক যে ছিল রাজা, মনের মত মন, ফরিয়াদ, যেখানে মাটি সেখানে মানুষ, তিন পাহাড়, মালদা থেকে মালাবার, পতঙ্গ মন ইত্যাদি। মোহক ভ্যালিতে রণবাদ্য ও উন্মত্ত তার অনূদিত গ্রন্থ।[২]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Team, ask2Q। "ছদ্মনাম : কবি ও লেখকদের | ask2Q সংবাদ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০০২)। অঞ্জলি বসু, সম্পাদক। সংসদ বাঙ্গালি চরিতাভিধান। দ্বিতীয় খন্ড (চতুর্থ সংস্করণ সংস্করণ)। কলিকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৩১ পৃঃ। আইএসবিএন 8185626650