বিষয়বস্তুতে চলুন

শৈলেন রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শৈলেন রায় (১৯১০ – ৭ জুলাই ১৯৬৩) একজন বাঙালী গীতিকার।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শৈলেন রায় ১৯১০ সালে পাবনা, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। অল্পবয়স থেকে তিনি কাব্যচর্চা করতেন, হারমোনিয়াম ও এস্রাজ বাজাতে পারতেন। কলকাতার সিটি কলেজ থেকে বিএ পাশ করেন। ছাত্রাবস্থায় কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে।[]

অবদান

[সম্পাদনা]

কাজী নজরুল ইসলামের সহায়তায় শৈলেন রায় রচিত গান স্মরণপারের ওগো প্রিয়, তোমার মাঝে আপন হারা শিল্পী আব্বাসউদ্দীনের কণ্ঠে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে ১৯২৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। তাঁর রচিত গান শচীন দেববর্মণ, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায় সহ বিখ্যাত শিল্পীরা গেয়েছেন।[] বহু বাংলা চলচ্চিত্রে তার গান গৃহীত হয়েছে। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ১৮০০।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অনুশীলন, অভিধান, বাংলা পাঠ্য-ভাষাংশ এবং সহায়ক বিশ্বকোষ কার্যক্রম"onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৫ 
  2. "শৈলেন রায় এর লেখা গান"বাংলা গানের কথা। ২০২১-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৫